আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

Income Tax Ceiling 2024 । ২৫,৩২০ টাকা মূল বেতন হলে কত টাকা কর আসবে?

নতুন নিয়মে আয়কর গণনা করে প্রদেয় কর নির্ণয় করে দেখে নিই- আয়কর প্রদানের সর্বনিম্ন আয়সীমা বাড়ানোর ফলে কিছু নিম্নবেতনভোগী কর্মচারী আয়কর প্রদানের হাত থেকে রেহাই পাবে-Income Tax Ceiling 2024

তবে নতুন নিয়‌মে আয়কর প্রদা‌নের প‌রিমাণ বেশ ক‌মে যা‌ওয়ায় এই জুন মাস থে‌কে বেতন বিল সাব‌মি‌টের সময় আয়কর কর্তন কমা‌তে হ‌বে। সামনের ২০২৪-২০২৫ আয়ব‌র্ষে বেতন ও ভাতা হ‌তে কার কি প‌রিমাণ আয়কর আস‌বে তার একটা সং‌ক্ষিপ্ত হিসাব ক‌রে নেয়া যাক।

আয়কর গণনা কিভাবে করে? য‌দি মূল‌বেতন ২৫,৩২০/- টাকা হয় তাহ‌লে ১২ মা‌সের মূল বেতন ও ২ টি উৎসবভাতার উপর করযোগ্য আয় (অন্যান্য কর‌যোগ্য আয় হিসা‌বে অন্তর্ভুক্ত করা হয়‌নি) ২৫,৩২০*১৪=৩,৫৪,৪৮০/- টাকা। করমুক্ত আয় বা‌দে কর‌যোগ্য আয় (৩,৫৪,৪৮০-৩,৫০,০০০)= ৪,৪৮০/- টাকা। এই টাকার উপর ৫% কর প্রযোজ্য হইবে। ম‌হিলা করদাতা‌দের জন্য করমুক্ত আয়সীমা ৪,০০,০০০/- টাকা।

২০২৪-২৫ অর্থবছরেরবাজেটে উল্লেখযোগ্য পরিবর্তন

প্র‌দেয় আয়কর কত হবে? ১ম ১,০০,০০ টাকার ৫% হিসেবে ৪,৪৮০ টাকার উপর ৫% ধরলে  = ২২৫ টাকা কর আসে। পরবর্তী ০০ টাকার উপর ১০%= ০০/- এবং মোট প্র‌দেয় আয়কর (ক) = (২২৫+০০)= ২২৫/- টাকা কিন্তু সর্বনিম্ন আয়কর দিতে হবে উপজেলার ক্ষেত্রে ৩০০০ টাকা। জেলা অফিসের ক্ষেত্রে ৪০০০ টাকা। ঢাকা শহরের ক্ষেত্রে ৫০০০ টাকা ন্যূনতম কম ধার্য রয়েছে। ২২৫ টাকা কর আসলেও ৩০০০-৫০০০ টাকা কর পরিশোধ করতে হবে।

কর রেয়াত গণনা :

কর‌যোগ্য আ‌য়ের ২৫% বি‌নি‌য়োগ ধ‌রে (প্রচ‌লিত এবং এর বেশী বি‌নি‌য়োগ সু‌বিধা পাওয়া যা‌বে না) এর ১৫% হারে ৩,৫৪,৪৮০/- এর ২৫% = ৮৮,৬২০/-

কর রেয়াত (খ) : ৮৮,৬২০/- এর ১৫% = ১৩,২৯৩ টাকা। বিনিয়োগ যদি ৮৮৬২০ টাকাও থাকে তবে উক্ত রেয়াত পাওয়া যাবে। তাহলে নিট প্র‌দেয় আয়কর (ক)-(খ): (২২৫-১৩,২৯৩) = -১৩,০৬৮/- টাকা অর্থাৎ আয়কর নেগেটিভ আসে।

প্র‌তি মা‌সের বেতন বিল হ‌তে কর্তন= ৩,০০০÷১২ = ২৫০/- টাকা

য‌দি আয়কর রেয়াত, প্র‌দেয় আয়ক‌রের বেশী হওয়ায় ফলাফল মাইনাস হয়েছে, সে‌ক্ষে‌ত্রে সর্ব‌নিম্ন কর হি‌সে‌বে ৩০০০ টাকা অর্থাৎ মা‌সে ২৫০ টাকা কর্তন কর‌লেই চল‌বে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *