নতুন নিয়মে আয়কর গণনা করে প্রদেয় কর নির্ণয় করে দেখে নিই- আয়কর প্রদানের সর্বনিম্ন আয়সীমা বাড়ানোর ফলে কিছু নিম্নবেতনভোগী কর্মচারী আয়কর প্রদানের হাত থেকে রেহাই পাবে-Income Tax Ceiling 2024
তবে নতুন নিয়মে আয়কর প্রদানের পরিমাণ বেশ কমে যাওয়ায় এই জুন মাস থেকে বেতন বিল সাবমিটের সময় আয়কর কর্তন কমাতে হবে। সামনের ২০২৪-২০২৫ আয়বর্ষে বেতন ও ভাতা হতে কার কি পরিমাণ আয়কর আসবে তার একটা সংক্ষিপ্ত হিসাব করে নেয়া যাক।
আয়কর গণনা কিভাবে করে? যদি মূলবেতন ২৫,৩২০/- টাকা হয় তাহলে ১২ মাসের মূল বেতন ও ২ টি উৎসবভাতার উপর করযোগ্য আয় (অন্যান্য করযোগ্য আয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি) ২৫,৩২০*১৪=৩,৫৪,৪৮০/- টাকা। করমুক্ত আয় বাদে করযোগ্য আয় (৩,৫৪,৪৮০-৩,৫০,০০০)= ৪,৪৮০/- টাকা। এই টাকার উপর ৫% কর প্রযোজ্য হইবে। মহিলা করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৪,০০,০০০/- টাকা।
প্রদেয় আয়কর কত হবে? ১ম ১,০০,০০ টাকার ৫% হিসেবে ৪,৪৮০ টাকার উপর ৫% ধরলে = ২২৫ টাকা কর আসে। পরবর্তী ০০ টাকার উপর ১০%= ০০/- এবং মোট প্রদেয় আয়কর (ক) = (২২৫+০০)= ২২৫/- টাকা কিন্তু সর্বনিম্ন আয়কর দিতে হবে উপজেলার ক্ষেত্রে ৩০০০ টাকা। জেলা অফিসের ক্ষেত্রে ৪০০০ টাকা। ঢাকা শহরের ক্ষেত্রে ৫০০০ টাকা ন্যূনতম কম ধার্য রয়েছে। ২২৫ টাকা কর আসলেও ৩০০০-৫০০০ টাকা কর পরিশোধ করতে হবে।
কর রেয়াত গণনা :
করযোগ্য আয়ের ২৫% বিনিয়োগ ধরে (প্রচলিত এবং এর বেশী বিনিয়োগ সুবিধা পাওয়া যাবে না) এর ১৫% হারে ৩,৫৪,৪৮০/- এর ২৫% = ৮৮,৬২০/-
কর রেয়াত (খ) : ৮৮,৬২০/- এর ১৫% = ১৩,২৯৩ টাকা। বিনিয়োগ যদি ৮৮৬২০ টাকাও থাকে তবে উক্ত রেয়াত পাওয়া যাবে। তাহলে নিট প্রদেয় আয়কর (ক)-(খ): (২২৫-১৩,২৯৩) = -১৩,০৬৮/- টাকা অর্থাৎ আয়কর নেগেটিভ আসে।
প্রতি মাসের বেতন বিল হতে কর্তন= ৩,০০০÷১২ = ২৫০/- টাকা
যদি আয়কর রেয়াত, প্রদেয় আয়করের বেশী হওয়ায় ফলাফল মাইনাস হয়েছে, সেক্ষেত্রে সর্বনিম্ন কর হিসেবে ৩০০০ টাকা অর্থাৎ মাসে ২৫০ টাকা কর্তন করলেই চলবে।