আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

সরকারি ভাতার আয়কর অব্যাহতি ২০২৪ । কোন কোন ভাতা আয়কর হিসাবে আসবে না?

সরকারি প্রতিষ্ঠান, স্বশাসিত ও ব্যাংকসহ বিধিবদ্ধ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারী এ গেজেটের আওতায় থাকবে – সরকারি ভাতার আয়কর অব্যাহতি ২০২৪

বেতন বলতে কি বুঝায়? বেতন বলতে মূল বেতনকে বুঝানো হয়। মোট বেতন অর্থাৎ যেখানে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা সহ সেই বেতনকে বুঝানো হয় না। বেতন বলতে বেতন স্কেলে উল্লিখিত মূল বেতনকে বুঝানো হয়। সেই মূল বেতন আয়কর গণনায় অন্তর্ভূক্ত হবে। সরকার বেতন, উৎসব ভাতা ও বোনাস ব্যতীত অন্যান্য সকল ভাতাকে আয়করমুক্ত ঘোষণা করেছে।

লাম্পগ্র্যান্টও কি আয়করমুক্ত থাকবে? হ্যাঁ। মৃত কর্মচারী পরিবারকে ১৮ মাসের লাম্প গ্রান্ট অর্থ প্রদান করা হয় | ছুটি নগদায়ন লামগ্রান্ট হলো একজন সরকারি কর্মচারী পেনশন এর উদ্দেশ্যে পিআরএ গমনের পর যদি অর্জিত অর্জিত ছুটি পাওনা থাকে তবে তাকে সর্বোচ্চ ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়ে থাকে যাকে লামগ্রান্ট বলা হয়।

উৎসব ভাতাই তো বোনাস তাই নয় কি? হ্যাঁ। কিন্তু উৎসব ভাতা ছাড়াও কোন সরকারি কর্মচারী বোনাস হিসেবে কোন অর্থ গ্রহণ করে সেটিও করযোগ্য আয় হিসেবে পরিগনিত হবে। বোনাস বা ভাতা হল কোন কর্মীর জন্য তার নিয়মিত মজুরির অতিরিক্ত বাড়তি পাওনা। কোন প্রতিষ্ঠান কোন উপলক্ষ্য বা উৎসব পালন, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন (যেমন- উৎপাদন), সময়ানুগ উপস্থিতি, নিষ্ঠার সংগে কর্ম সম্পাদন প্রভৃতির জন্য বোনাস দিতে পারে। ধর্মীয় ছুটির ভাতা বা তুনজানগান হরি রায় (“THR”) হল একটি বাধ্যতামূলক নন-ওয়েজ আয় বা কর্মচারীর আয় মৌলিক মজুরির বাইরে যা কোম্পানিকে অবশ্যই ধর্মীয় ছুটির আগে কর্মচারীদের দিতে হবে।

শুধুমাত্র মুল বেতন ও উৎসব ভাতার উপর আয়কর প্রদান করতে হবে যদি করযোগ্য আয়সীমার মধ্যে থাকে / অন্যান্য ভাতাও করযোগ্য আয়ের বাহিরে থাকবে

চলতি বছর করযোগ্য আয়সীমা ৩,০০,০০০ টাকা মাত্র। ২০২২-২৩ আয়বর্ষে আপনাকে ৩ লক্ষ টাকার উপরে আয় থাকলে আয়কর দিতে হবে।

সরকারি ভাতার আয়কর অব্যাহতি ২০২৩ । কোন কোন ভাতা আয়কর হিসাবে আসবে না?

সরকারি ভাতার আয়কর অব্যাহতি ২০২৩ PDF Download

করমুক্ত ভাতা ২০২৪ । যে সকল ভাতা আয়করমুক্ত থাকবে

  1. বাড়ি ভাড়া ভাতা।
  2. চিকিৎসা ভাতা।
  3. টিফিন ভাতা
  4. যাতায়াত ভাতা।
  5. শ্রান্তি ও বিনোদন ভাতা।
  6. ভ্রমণ ভাতা।
  7. অধিকাল ভাতা।
  8. প্রশিক্ষণ ভাতা।
  9. পাহাড়ি ভাড়া।
  10. বিশেষ ভাতা।
  11. বিশেষ সুবিধা ভাতা।
  12. অন্যান্য ভাতা এবং ধোলাই ভাতা।
  13. আনুতোষিক ও মাসিক পেনশন।
  14. চূড়ান্ত জিপিএফ অর্থ  ইত্যাদি

আনুতোষিক বা গ্র্যাচুইটি কি?

একজন সরকারী কর্মচারী অবসর গ্রহনের সময় এককালীন যে অর্থ প্রাপ্য হন তাকে আনুতোষিক বলে। কোন সরকারী কর্মচারীর চাকুরীকাল ৫ বছরের কম হলে তিনি কোন আনুতোষিক পাবেন না। পেনশনযোগ্য চাকুরী ৩ বছরের অধিক কিন্তু ৫ বছরের কম হইলে ৩ মাসের বেতনের সমপরিমান আনুতোষিক পাবেন। চাকুরীকাল ৫ বছর বা তাহার অধিক কিন্তু ১০ বছরের কম হলে প্রতি পূর্ণ বৎসরের জন্য এক মাসের বেতন হিসাবে আনুতোষিক প্রাপ্য হবেন। একজন সরকারী কর্মচারী অবসর গ্রহনের সময় পেনশনের অর্ধেক বাধ্যতামূলকভাবে সমর্পন করেন। ২৫ বছর চাকরি পূর্ণ হলে সমর্পনকৃত প্রতি এক টাকার জন্য ২৩০ টাকা হারে কর্মচারী বা তাহার মৃত্যুতে তার পরিবার এককালীন আনুতোষিক পাবেন।

Income Tax Examption for Govt. Employee । সরকারি কর্মকর্তা/কর্মচারীদের যে সকল ভাতা করমুক্ত থাকবে

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *