কালনা সেতুর টোল নির্ধারণ ২০২৫ । মধুমতি সেতু কবে উদ্বোধন হবে?
মধুমতি বা কালনা সেতুটির পারাপারে টোল নির্ধারণ করা হয়েছে – মোটর সাইকেল পাড়াপারে ১০ টাকা ধার্য করা হয়েছে – কালনা সেতুর টোল নির্ধারণ ২০২৫
কালনা সেতুর অবস্থান – কালনাঘাট থেকে ঢাকার দূরত্ব মাত্র ১০৮ কিলোমিটার। ফলে ঢাকার সঙ্গে নড়াইল, বেনাপোল, যশোর, খুলনাসহ আশপাশের সড়ক যোগাযোগ কোথাও ১০০ কিলোমিটার, কোথাও আবার ২০০ কিলোমিটার কমে যাবে।
নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা পয়েন্টে মধুমতী নদীর ওপর এ সেতুর অবস্থান। সেতুর পূর্ব পাড়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা এবং পশ্চিম পাড়ে নড়াইলের লোহাগড়া। দৃষ্টিনন্দন এ সেতু হতে যাচ্ছে দেশের প্রথম ছয় লেনের সেতু। এটি এশিয়ান হাইওয়ের অংশ। পদ্মা সেতু পার হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর প্রবেশদ্বার হবে এ সেতু। Padma Bridge toll rate 2022 । পদ্মা সেতু কোন গাড়ি টোল কত টাকা
সেতুটির প্রকল্প ব্যবস্থাপক ও সওজ নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, ‘সেতুটির টোলের হার চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সম্প্রতি আমরা এটি হাতে পেয়েছি। সেতুটি গাড়ি চলাচলের উপযোগী হয়েছে। সংযোগ সড়কের কাজও শেষ। ল্যাম্পপোস্ট ও টোল প্লাজার কাজ চলছে। টোল প্লাজার কাজ এ মাসের মধ্যে শেষ হবে। ল্যাম্পপোস্ট চীনে তৈরি হয়েছে, তা চট্টগ্রাম নৌবন্দরে পৌঁছেছে। সেতুতে বসাতে এক সপ্তাহ লাগবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিলেই উদ্বোধন হবে এ সেতু। অক্টোবরের যেকোনো দিন উদ্বোধন হতে পারে।’
কালনা সেতুর টোল নির্ধারণ ২০২৫ / মধুমতি সেতু বর্তমান টোল
কালনা সেতু বাংলাদেশের দক্ষিনাঞ্চলের গোপালগঞ্জ জেলা ও নড়াইল জেলায় প্রবাহিত মধুমতি নদীতে নির্মাণাধীন একটি ৬ লেন বিশিষ্ট সেতু। কাজ শুরু হয় :৫সেপ্টেম্বর ২০১৮ বাজেট :৯৫৯ কোটি ৮৫ লাখ টাকা
কালনা সেতুর টোল ২০২২
কালনা সেতুর দৈর্ঘ্য ও ব্যয় ২০২৫
- সেতুর দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭ দশমিক ১০ মিটার।
- উভয় পাশে সংযোগ সড়ক ৪ দশমিক ২৭৩ কিলোমিটার, যার প্রস্থ ৩০ দশমিক ৫০ মিটার।
- সেতু নির্মাণে মোট ব্যয় হবে ৯৫৯ দশমিক ৮৫ কোটি টাকা।
কালনা সেতুর ইতিহাস কি?
মধুমতি সেতু –প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ২৪ জানুয়ারি সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর ২০১৮ সালের ৩০ অক্টোবর নির্মাণ কাজের উদ্বোধন করেন। সেতুটির কাজ শেষ পর্যায়ে, ২০২২ সালের জুনে চালুর আশা করা হচ্ছে।
বঙ্গবন্ধু সেতু এবং মুক্তারপুর সেতুর অনুমোদিত যানবাহনের টোল হার পুনঃনির্ধারণ সংক্রান্ত।