সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

LAND GOV BD – ই নামজারি আবেদন প্রক্রিয়া ২০২২ । অনলাইনে ই নামজারি ফি পেমেন্ট করুন।

অনলাইনে জমিখারিজ ও ই মিউটেশন বা নামজারির আবেদন করা যাবে – পেমেন্টে অনলাইনেই পরিশোধ করুন– LAND GOV BD – ই নামজারি আবেদন প্রক্রিয়া ২০২২

ই নামজারি প্রক্রিয়া বিস্তারিত জানতে চান? – নিচে দেওয়া লিংক হতে আপনি মাত্র ১৪ মিনিটের ভিডিও দেখে দেখে কারও সাহায্য ছাড়াই অনলাইনে আবেদন করতে পারবেন – প্রথমে অনলাইনে নতুন নিয়ম অনুযায়ী নামজারি করার পদ্ধতিটি দেখে নিয়ে ফর্ম পূরণ করবেন। প্রমানক যুক্ত করে আবেদন করবেন এবং কোর্ট ফি, নোটিশ ফি পরিশোধ করবেন অনলাইনে। শুনানি শেষে অনলাইনে হাজিরা দিয়ে নিষ্পত্তি শেষে ভূমি অফিস আবেদনের চূড়ান্ত মঞ্জুরি দিবেন। তখন ডিসিআর ফি পরিশোধ করে অনলাইনে ই নামজারি কপি সংগ্রহ করতে পারবেন। আপনি আপনার আবেদন ট্যাকিংও করতে পারবেন। আবেদন ট্র্যাকিং করতে mutation-v2.land.gov.bd/search-application এই লিংকে ক্লিক করুন। ই-নামজারি সিস্টেমে নামজারি আবেদন নিষ্পত্তি করার বিষয়ে নির্দেশনা ২০২২

ই নামজারি করতে ফি কত টাকা? ই নামজারি করতে মোট খরচ ১১৭০ টাকা ই নামজারি আবেদনের সময় প্রদেয় (আবেদন ফি)  (১) কোর্ট ফি ২০/- টাকা এবং  (২) নােটিশ জারি ফি ৫০/- টাকা। পরবর্তীতে চূড়ান্ত মঞ্জুরের পর প্রদেয় (ডিসিআর ফি) ১১০০ টাকা- (৩) খতিয়ান সরবরাহ ফি ১০০/- টাকা এবং (৪) রেকর্ড সংশােধন ফি ১,০০০/- টাকা। জমি খারিজ করতে কতদিন সময় লাগে? ই নামজারি মামলা নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি সংক্রান্ত

বিদেশ থেকেও কি ভূমি সেবা গ্রহণ করা যাবে? হ্যাঁ যাবে। মোবাইলে কল করে ভূমি সেবা পাওয়া যাবে এবং অভিযোগও করা যাবে দেশ ও বিদেশ থেকেই। বাংলাদেশ থেকে ভূমি সেবা পেতে কল করুন ১৬১২২ নম্বরে এবং বিদেশ থেকে ভূমি সেবা পেতে কল করুন +৮৮০৯৬১২৩১৬১২২ নম্বরে। এছাড়াও ফেসবুক পেইজ –www.facebook.com/land.gov.bd বা মেসেঞ্জারের মাধ্যমেও সেবা পাওয়া যাবে এবং চাইলে অভিযোগও করা যাবে। QR কোডযুক্ত ডিসিআর ও খতিয়ানে সহকারী কমিশনারের স্বাক্ষরের প্রয়োজন নেই।

ই নামজারি করতে ক্যাশ নয় অনলাইনে পেমেন্ট করুন / ই নামজারি ফি অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে।

ভিডিও দেখে নিয়ে আবেদন শুরু করুন। তাতেও যদি সমস্যায় পড়েন তবে আপনি হেল্প লাইনে কল করে নিন।

ই নামজারির সব ধরনের ফি অনলাইনে প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

ভূমি সেবা অনলাইনে । যে কোন প্রকার অবৈধ লেনদেনে থেকে বিরত থাকুন। অনলাইনে কোন ঝামেলা ছাড়াই ভূমি সেবা গ্রহণ করুন

  1. প্রথমে এই mutation-v2.land.gov.bd লিংকে গিয়ে নামজারির ফরম পূরণ করুন। অনলাইনে কোর্ট ফি ও নোটিশ ফি পরিশোধ করুন।
  2. ভূমি অফিসের প্রতিবেদন দেখুন।
  3. আবেদনের শুনানিতে অংশ গ্রহণ করুন। অনলাইনে জুম অ্যাপ ব্যবহার করে অংশগ্রহণ করুন।
  4. আবেদন অনুমোদনের পর ১১০০ টাকা ডিসিআর ফি পরিশোধ করুন।
  5. চূড়ান্ত মঞ্জুরের পর অনলাইনে ডিসিআর কপি সংগ্রহ করুন।
  6. বারকোড যুক্ত ডিসিআর কপিতে কোন স্বাক্ষরের প্রয়োজন নেই।

ই নামজারি করতে কি ভূমি অফিসে যেতেই হবে না?

না –ভূমি অফিসের ঝামেলা এড়াতে এখন অনলাইনে ই নামজারি করা যাবে। আপনি যদি ভূমি অফিসে না গিয়ে মিউটেশন কাজ সারতে পারেন তবে আপনার অতিরিক্ত অর্থ ব্যয় হবে না। নগদ বা বিকাশেই আপনি ফি পরিশোধ করতে পারবেন এবং অনলাইনে শুনানিতে মোবাইল হতেই জুম অ্যাপের মাধ্যমে অংশ গ্রহণ করতে পারবেন। আবেদনের অবস্থা ও শুনানির তারিখ আপনি ঘরে বসেই জানতে পারবেন। মোট কথা ই নামজারি চূড়ান্ত হওয়া পর্যন্ত আপনাকে ভূমি অফিসে যেতে হবে না। বিস্তারিত জানতে ভিজিট করুন: mutation-v2.land.gov.bd

অনলাইনে নতুন নিয়ম অনুযায়ী নামজারি করার পদ্ধতি ভিডিও দেখে নিন: ক্লিক করুন

ভূমি অফিসে না গিয়েই মোবাইলে খাজনা পরিশোধ করার নিয়ম ২০২২

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *