নৈমিত্তিক । অর্জিত । মাতৃত্বকালীন

Govt. Leave Application Grant Authority । ছুটি ভগ্নাংশ আকারে হিসাবে অন্তর্ভূক্ত হইবে না

বাংলাদেশ সার্ভিস রুলস বিধিমালার প্রথম খন্ডের ছুটির আবেদন সংক্রান্ত বিধি বিধান মোতাবেক যে কোন প্রকার ছুটি নিতে কিছু প্রসিডিউর ফলো করতে হয়। 

বিধি-২৩৪ (১) নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তার নিকট হতে ছুটি প্রাপ্যতার সনদ না পাওয়া পর্যন্ত কোন গেজেটেড কর্মকর্তার ছুটি মঞ্জুর করা যাইবে না।(২) নন গেজেটেড কর্মকর্তা ও কর্মচারীদের ছুটির হিসাব সার্ভিস বুকে সংরক্ষণ করিতে হইবে। (৩) গেজেটেড অফিসারদের ছুটির হিসাব নিরীক্ষা অফিস অন্য দিকে কর্মচারীর ছুটির হিসাব অফিস প্রধান সংরক্ষণ করবেন। 

 
(৪) ছুটি বা বর্ধিত ছুটি গ্রহণের ক্ষেত্রে প্রতিটি আবেদন সংশ্লিষ্ট কর্মচারীর পরবর্তী উর্ধ্বতন কর্মকতার মাধ্যমে মঞ্জুরকারী কর্তৃপক্ষের নিকট প্রেরন করতে হবে। (৫) ছুটি ভগ্নাংশ আকারে হিসাবে অন্তভূক্ত হইবে না। ১/২ বা ইহার বেশি হইলে ০১ দিন বলে গন্য হইবে। 
 

গেজেটেড কর্মকর্তাদের ছুটির হিসাব ফরম । হিসাবরক্ষণ অফিস হতে ছুটির হিসাব আনয়ন করতে হবে

অফিসারদের অর্জিত ছুটির ফরম

বাংলাদেশ ফরম নং ২৩৯৫ । Officer Earn Leave Form Word File : ডাউনলোড

 
 

পরিশেষে, পরামর্শ হলো আপনি উক্ত তথ্যগুলো জানুন এবং অপরকে জানান। আরও কোন তথ্য জানার থাকলে ইমেইল করুন: alaminmia.tangail@gmail.com এ।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *