Life Verification App 2025 । মোবাইলে করা যাবে লাইভ ভেরিফিকেশন এবং এজি অফিসে যেতে হবে না
পেনশনার লাইফ ভেরিফিকেশন অ্যাপ চালু হয়েছে আপনি এখন সহজে ঘরে বসেই লাইফ ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন। সাধারনত ১১ তম মাসে জাতীয় পরিচয়পত্র কপি নিয়ে হিসাবরক্ষণ অফিসে দৌড়াতে হত কিন্তু এখন আর তা করতে হবে না। মোবাইলেই ভেরিফিকেশন সেরে নিতে পারবেন-Life Verification App 2025
তাহলে কি লাইভ ভেরিফিকেশন করতে এজিতে যেতে হবে না? না। আপনি যদি অ্যাপের মাধ্যমে লাইভ ভেরিফিকেশন সারতে পারেন তবে আপনাকে এজি অফিসে যেতে হবে না। আপনি মোবাইলে Pensioner Verification অ্যাপটি ডাউনলোড বা ইনস্টল করে নিতে পারেন। পেনশন অ্যাপে যদি ভেরিফিকেশন করতে চান তবে আপনার প্রয়োজন পড়বে এনআইডি নম্বর যা ১০ ডিজিট বা ১৭ ডিজিট যাই হোক না কেন এবং ইপিপিও নম্বর প্রয়োজন পড়বে। এখন কথা হচ্ছে ইপিপিও নম্বর কোথায় পাবেন? চলুন দেখে নিই কিভাবে আমরা ইপিপিও নম্বর পেতে পারি।
Pensioner Verificaton App Download Link
ইপিপিও কিভাবে পাবেন?
ইপিপিও নম্বরটি আপনার পেনশন বইয়ে লেখা হয়েছে যখন আপনি পেনশন অনলাইন করেছেন বা পেনশন ইএফটি করেছেন। সেখান থেকেও আপনি ইপিপিও নম্বর সংগ্রহ করতে পারবেন। এছাড়াও ইপিপিও নম্বর আপনি হিসাবরক্ষণ অফিস বা এজি অফিসে গিয়েও সংগ্রহ করতে পারবেন।
How to get EPPO Number by Online System 2025
- প্রথমে www.cafopfm.gov.bd/eppo-info-html.php এই লিংকে ক্লিক Pension Payment Information এর নিচে Click Here এ ক্লিক করতে হবে।
- এনআইডি এবং মোবাইল নম্বর দিয়ে Submit করলেই পেনশন পেমেন্ট স্টেটমেন্ট দেখাবে সেখানে এনআইডি নম্বরের নিচেই ১০ সংখ্যার ইপিপিও নম্বর দেখাবে।
ইপিপিও নম্বর বের করার নিয়ম ২০২৪ । পেনশন অ্যাপে ঢুকতে EPPO নম্বর লাগে?
App এর মাধ্যমে Life Verification করা যাচ্ছে না। প্রতিদিন মেসেজ আসে App এর মাধ্যমেও ঘরে বসে Life Verification করা যাবে। একদিন Help Line এ কথা বলেছিলাম তারা বলল যে, এবার App এর মাধ্যমে Life Verification করা যাবেনা অফিসে এসে করতে হবে অথচ https://www.cafopfm.gov.bd/ এই Website এ বলা আছে App এর মাধ্যমে Life Verification করা যাবে। সম্ভব হলে বিষয়টি দেখার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।
আমি নিজে কয়েকজনকে করে দিয়েছি। অ্যাপের মাধ্যমে লাইফ ভেরিফিকেশন করা যায়। মেসেজ কি আসে সেটি জানাবেন। যদি এনআইডি এর ছবির সাথে একেবারেই না মিলে তবে অ্যাপ চিনতে পারে না অথবা কোন তথ্য ঘাটতি থাকলে সেজন্যও করা যায় না। সমস্যা কি দেখায় সেটি লিখুন প্লিজ।