সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

গর্ভবতী ভাতা কবে দিবে ২০২৫ । গর্ভবতী ভাতা পেতে কোন কোন কাগজপত্র লাগে?

মাতৃভাতা হিসেবে ৮০০ টাকা প্রতিমাস ধরে চলতি মাসেই অর্থ প্রেরণ করা হয়েছে-আবেদনের তারিখ অনুসারে বয়স ভেদে ভাতা ডিসভার্স করা হয়েছে–গর্ভবতী ভাতা কবে দিবে ২০২৫

গর্ভবতী ভাতা কি?– গর্ভবতী মহিলাদের জন্য সরকারি ভাতা বা অনুদান দেওয়া হয়, যা মাতৃত্বকালীন ভাতা নামে পরিচিত। এই ভাতা বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর দিয়ে থাকে। মাতৃত্বকালীন ভাতা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। এই ভাতা পাওয়ার জন্য আবেদন করা যায়। মাতৃত্বকালীন ভাতা পাওয়ার জন্য আবেদন করার পদ্ধতি: ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে আবেদন করা যায়, অনলাইনেও আবেদন করা যায়।

কত মাস হলে আবেদন করতে হয়? মাতৃত্বকালীন ভাতা পাওয়ার জন্য আবেদন করার সময় প্রতি মাসের ১ থেকে ২০ তারিখের মধ্যে আবেদন করা যায়। মাতৃত্বকালীন ভাতা পাওয়ার জন্য যোগ্যতা বলতে দরিদ্র মা’রা এই ভাতা পেতে পারেন। এই ভাতা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দেওয়া হয়। গর্ভবতী সবার জন্য নয়।

ঈদের আগে এ ভাতা প্রদান করা হলো/ সরকারি ভাতা সাধারণ নগদ একাউন্টে প্রেরণ করা হয়

গর্ভবর্তী ভাতা কি ৮০০ টাকা মাসে? হ্যাঁ।  ৮০০ করে দিলে দুই কিস্তি ১৬০০ হয় তবে মাস অপূর্ণ থাকায় ১৪০০ টাকা দেওয়া হয়েছে। ক্যাশ আউট চার্জ ৭ টাকা হিসেবে ১০ টাকা চার্জ সহ প্রেরণ করা হয়েছে।

Caption: Matri Vata

মাতৃত্বকালীন ভাতাভোগী হওয়ার শর্ত যোগ্যতা ২০২৫

  1. প্রথম বা দ্বিতীয় গর্ভধারনকালে যে কোন একবার।
  2. বয়স কমপক্ষে ২০ বছর বা উর্ধ্বে।
  3. মোট মাসিক আয় ১৫০০ টাকার নি¤েœ।
  4. দরিদ্র প্রতিবন্ধী মা অগ্রাধিকার পাবেন।ঙ
  5. কেবল বসতবাড়ি রয়েছে বা অন্যের জায়গায় বাস করে।
  6. নিজের বা পরিবারের কোন কৃষি জমি বা মৎস চাষের জন্য পুকুর নাই।
  7. উপকারভোগী নির্বাচিত সময় অর্থাৎ জুলাই মাসে উপকারভোগীকে অবশ্যই গর্ভবতী থাকতে হবে।
  8. বর্ণিত শর্তসমূহের মধ্যে ক, খ ও ছ-সহ কমপক্ষে ৫ (পাঁচ) টি শর্ত পূরণ করলে তার নাম প্রাথমিক তালিকায় অন্তভুক্ত হবে।
    মাতৃত্ব ভাতার পরিমাণ জনপ্রতি মাসে ৫০০ টাকা। বর্তমানে তা ৮০০ টাকা মাসিক।

মাতৃত্বকালীন ভাতা কবে দিবে?

মাতৃত্বকালীন ভাতা প্রতি তিন মাস অন্তর দেয়া হয়। তবে কোন কোন সময় ২ মাস পরও দিতে পারে। প্রতিমাসে এ ভাতা মোবাইল ব্যাংক হিসেবে প্রেরণ করা হয় না। মাতৃত্বকালীন ভাতা আবেদন করার পর যাদেরকে নির্বাচিত করা হয় শুধুমাত্র তাদেরকে বিকাশ/নগদ সহ মোবাইল ব্যাংকিং মাধ্যমে ভাতা প্রদান করা হয়। মাতৃত্বকালীন ভাতা প্রতি মাসে ৮০০ টাকা হিসেবে তিন মাস অন্তর অন্তর প্রদান করা হয়। অনেক সময় ৬ মাস পরও এ ভাতার অর্থ প্রেরণ করা হয় সেক্ষেত্রে ৬ মাসের অর্থ একসাথে দেওয়া হয়।

   
   
   

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *