মহার্ঘ ভাতার যে সিদ্ধান্তগুলো সেটি ২০১৩ সালের সিদ্ধান্তের মতোই হতে যাচ্ছে তবে পরিবর্তন এখানে হচ্ছে যে মহার্ঘ্য ভাতা মূল বেতনের সাথে যুক্ত হতে পারে –মহার্ঘ ভাতা বৈষম্য ২০২৫
মহার্ঘ ভাতা কি তাহলে ২০% সর্বোচ্চ?– আজকের পত্রিকা যে সংবাদটি স্থাপন হয়েছে সে অনুসারে মহার্ঘ ভাতা সরকার সর্বোচ্চ ২০ শতাংশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে। সরকারি কর্মচারীদের দাবি ৩০ থেকে ৪০ শতাংশ মহার্ঘ ভাতা কিন্তু সরকার আর্থিক দিক বিবেচনা করে সর্বোচ্চ ২০ শতাংশ এর উপরে যাচ্ছে না এমনটি অর্থ মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যেহেতু দীর্ঘকালীন নয় তাই তারা মূলত পে কমিশন গঠন না করে মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে যুক্ত করে প্রধানের সিদ্ধান্ত গ্রহণ করছে।
বর্তমানে কত লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন? জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বেসামরিক প্রশাসনের সরকারি চাকরিতে এখন ১৪ লাখ ৪৩ হাজার ৫১৮ জন কর্মরত আছে। সরকারি কর্মকর্তা অর্থাৎ ১ম থেকে ১০ম গ্রেডে ৩ লাখ ৪০ হাজার ৭৪৪ জন আছে। সরকারি কর্মচারী অর্থাৎ ১১তম থেকে ২০তম গ্রেডে ১১ লাখ ২ হাজার ৭৭৪ জন আছেন। সরকারি কর্মচারীদের মূল বেতনের ঠিক কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে কমিটি সূত্র জানায়, ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আর ১ম থেকে ১০ম গ্রেডের কর্মচারীদের ১০ বা ১৫ শতাংশ হারে ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
সরকারি খরচের লাগাম টানতে চাইছে? হ্যাঁ। সাড়ে ১৪ লাখ সরকারি কর্মচারীকে ১০-২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিতে বছরে বাড়তি প্রায় ৫ হাজার কোটি টাকা লাগবে বলে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ ভাতা কার্যকর ধরা হতে পারে।মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, আগামী বাজেটের আগেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। বার্ষিক ইনক্রিমেন্টের সময় মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যোগ হবে। এবার পেনশনভোগীরাও এ ভাতা পাবেন।
সরকারি কি এত বেশি মহার্ঘ ভাতা দিতে রাজি নয়? না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। সাড়ে ১৪ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত ৭ হাজার কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সূত্র-সমকাল
অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, মহার্ঘ ভাতা সর্বোচ্চ ২০ শতাংশের বেশি দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
এবারের মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যোগ হওয়ায় আনুপাতিক হারে সবার বাড়িভাড়ার অর্থ বেড়ে যাবে। ফলে মহার্ঘ ভাতার বাইরেও সরকারের খরচ বাড়বে। সূত্র: আজকের পত্রিকা
Caption: Mohargo Vata Order 2013
মহার্ঘ ভাতা নিম্নগ্রেড ২০২৫ । মহার্ঘ ভাতা কি সর্বনিম্ন ২০০০ টাকা হতে পারে?
- ২০ গ্রেডের সর্বনিম্নের মূল বেতন ৮২৫০ টাকা।
- সে হিসেবে যদি ২০ পার্সেন্ট মহার্ঘভাতে দেওয়া হয়।
- তবে ১৬৫০ টাকা মহার্ঘ ভাতা আসবে।
- সরকার হয়তো এখানে সর্বনিম্ন দুই হাজার টাকা বেধে দেবে্
- তাহলে মূল বেতন বেধে দাঁড়াবে ১০ হাজার ২৫০ টাকা।
- সে অনুসারে বাড়ি ভাড়া।
- সে অনুসারে এই পরবর্তী ইনক্রিমেন্ট হবে।
- কর্মচারীদের জন্য দুই হাজার টাকা খুব বেশি সুফল বয়ে আনবে না।
কর্মকর্তাদের জন্য কি তাহলে সর্বোচ্চ ৮০০০ টাকা বেঁধে দেওয়া থাকবে?
হতে পারে। – ২২ হাজার টাকা নবম গ্রেডে যদি কারো মূল বেতন হয় তাহলে সেখানে যদি ২০% বৃদ্ধি করা হয় তবে ৪ হাজার ৪০০ টাকা বাড়বে তাদের এবং বড় কর্তাদের যদি সর্বনিম্ন আট হাজার টাকা বেঁধে দেওয়া হয় তাহলে ৭৮ হাজারের সাথে ৮ হাজার টাকা যোগ হবে। সে ক্ষেত্রে ৮৬ হাজার টাকা মূল বেতন দাঁড়াবে। সে অনুসারেই তাদের বাড়ি ভাড়া অন্যান্য ভাতা নির্ধারিত হইবে। ৫৩,৬১০ টাকা মূল বেতনের উপর যদি ১০% মহার্ঘ ভাতা দেওয়া হয় তাহলে আসবে ৫৩৬১ টাকা এবং তার মূল বেতন দাড়াবে ৫৮,৯৭১ টাকা।
মহার্ঘ ভাতার আপডেট ২০২৫ । সরকারি বিশেষ সুবিধা সমন্বয় করলে কত টাকা মূল বেতন দাড়াবে?
মূল বেতনে যদি কোন পরিবর্তন যদি না হয় | তবে কর্মচারীরা | যেকোনো সুবিধা হয় |
বৈষম্যের শিকার হবে | কর্মচারীদের দাবি | শোনার যেন কেউ নেই |
বেতন বৈষম্য দুর করে,নতুন পে স্কেল চালু করা হোক,নিন্ম বেতন ৩০ হাজার টাকা এটা দাবি নচেৎ আমাদেরকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে,,,
বৈষম বিরোধী আন্দোলন করেছি, নতুন সরকার আমাদের
১১-২০ গ্রেডের বেতন বৃদ্ধি করুন,আর চলতে পারছি না।আমাদেরও তো সন্তান আছে তাদেরকে ভালোভাবে পড়ালেখা করার এক দিন ভালো খাওয়ার তো চাহিদা রয়েছে,, আউটসোর্সিং এর মাধ্যমে আমরা যারা আছি নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, একটা রাজস্বের ব্যবস্থা করে দেন,, এটাই প্রাণের দাবি,মাস্টার্স পাশ করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির জন্য ২০ গ্রেডের চাকরি করি,, আল্লাহর আস্তে আমাদের জন্য ভালো কিছু করেন নাইলে আমারা প্রাণে মারা যাবো,,,