Ministry of Public Administration কে সংক্ষেপে বলা হয় MOPA যা বাংলায় জনপ্রশাসন মন্ত্রণালয় নামে পরিচিত। পূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নাম ছিল সংস্থাপন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় মূলত জনপ্রশাসনের সেবা প্রদান সম্পর্কিত বিষয়াদির ব্যবস্থাপনার জন্য দায়িত্বপ্রাপ্ত-OPA.GOV.BD
MOPA.GOV.BD এ ওয়েব সাইট ব্যবহারকারীগণ ওয়েবসাইটটিতে অন্তর্ভুক্ত তথ্য ও উপাত্ত জানতে, একজন নাগরিক হিসেবে কিংবা কেবলমাত্র ঔৎসুকের বশে অথবা অন্য যেকোনো উদ্দেশ্যে ব্যবহার করতে সমর্থ হবেন। এ সাইটি এ মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো সম্পর্কে তথ্য প্রদান ছাড়াও এ মন্ত্রণালয়ের কার্যাবলি এবং সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের সাথে ওয়েব সংযোগ স্থাপনে সহায়তা করে।
একজন সরকারি কর্মচারী বা সাধারণ জনগণ সরকারের বিভিন্ন কার্যক্রম বা সেবা সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইট হতে তথ্য জানতে পারবেন। বাংলাদেশে সরকার কীভাবে কাজ করছে এবং জনগণের আকাঙ্ক্ষা ও বৈষিক প্রতিশ্রুতি বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয় কীভাবে নিজেকে নিয়োজিত রেখেছে এই সাইটি অনুধাবনে সহায়তা করবে। এ বিষয়ে আপনাদের চিন্তাশীল মতামত ও সুপারিশ সাদরে গৃহীত হবে। আপনিও একজন সচেতন নাগরিক হিসাবে ঘুরে আসতে পারেন সরকারের তথ্য বহুল এ ওয়েব সাইটটিতে জনপ্রশাসন মন্ত্রণালয় MOPA.GOV.BD।
জনপ্রশাসন মন্ত্রণালয় MOPA.GOV.BD ওয়েব সাইটটিতে যে সকল তথ্য পাওয়া যাবে তার একটি তালিকা নিম্নে সন্নিবেশিত হ’ল।
আইন ও বিধি
নতুন ওয়েব সাইটের তথ্য পর্যাপ্ত মনে না হলে আপনি চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয় MOPA.GOV.BD এর পুরাতন ওয়েবসাইট বা OLD.MOPA.GOV.BD ওয়েব সাইট ভিজিট করে আসতে পারেন।
যানবাহন |
---|
প্রেষণ/মাঠ প্রশাসন/প্রকল্পে কর্মরত প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় সম্পর্কিত |
প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ অগ্রিম এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা, ২০১৪(সংশোধিত) অফিস স্মারক , নীতিমালা |
সুদমুক্ত অগ্রিম ও গাড়ি সেবা নগদায়ন নীতিমালা, ২০১১ |
সুদমুক্ত অগ্রিম ও গাড়ি সেবা নগদায়ন নীতিমালা, ২০১১ (সংশোধিত) |
সুদমুক্ত বিশেষ অগ্রিম এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা, ২০১৪ |
সরকারি যানবাহন ও সরকারি সড়ক পরিবহণ পুলে ডরমেটরির সিট ভাড়া পুনঃনির্ধারণ |
মোটরযান, নৌযান, কম্পিউটার ও অফিসে ব্যবহৃত অন্যান্য যন্ত্রপাতি অকেজো ঘোষণাকরণ ও নিষ্পত্তির নীতিমালা কভার , নীতিমালা |
পরিপত্র (সমাপ্ত উন্নয়ন প্রকল্পের যানবাহন সরকারি যানবাহন অধিদপ্তরের অধীন কেন্দ্রীয় পরিবহণ পুলে জমাকরণ, ব্যবহার ও নিষ্পত্তি) |
প্রজ্ঞাপন (সরকারি যানবাহনে জ্বালানী ব্যবহার) |
এছাড়াও যদি আপনার কাঙ্খিত তথ্য খুজে না পান আপনি ঘুরে আসতে পারেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পুরাতন ওয়েব সাইটে OLD.MOPA.GOV.BD । যাতে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যেতে পারেন।