সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

muktopaath gov bd । সরকারি শিক্ষকগণকে ই লার্নিং প্লাটফর্ম ব্যবহারে MyGov কোর্স সম্পন্নের নির্দেশনা

সরকারি ও বেসরকারি যে কোন কর্মকর্তা/ কর্মচারী বা সাধারণ জনগনও এ কোর্স করতে পারবেন – মুক্ত পাঠ প্লার্টফর্মে ক্রমান্বয়ে বিভিন্ন কোর্স যুক্ত করা হচ্ছে– muktopaath gov bd

মুক্তপাঠ আসলে কী, কেন এবং সক্রীয় থাকার উপায় কি? – আমরা প্রতিদিন মুক্তপাঠ মুক্তপাঠ শব্দটি ব্যবহার করছি।।আমার কাছে প্রতিদিন ম্যাসেঞ্জারে সবাই এই বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছে। তাই এ বিষয় টি সম্পর্কে কিছু কথা বলতে চাই, যেন আর কারো কোন সমস্যা না থাকে। আসলে প্রথমে মুক্তপাঠ কী সেটা জানতে হবে।। মুক্তপাঠ হচ্ছে উন্মুক্ত একটি ই লার্নিং প্ল্যাটফর্ম। এটি একটি অনলাইন কোর্স যেখানে অংশগ্রহণ করে আপনি নিজের জ্ঞান দক্ষতা অর্জন করতে পারবেন। শুধু তাই নয় এই মুক্তপাঠের মাধ্যমে অসহায়, সুবিধা বঞ্চিতদের শিক্ষামূলক বৃত্তি প্রদান করে তাদের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করে দিবে। তাহলে আমাদের কী করতে হবে? এ জন্য মুক্তপাঠ নামক একটি ওয়েব সাইট আছে যার ঠিকানা www.muktopaath.gov.bd এই ওয়েব সাইটে গিয়ে আপনার ইমেইল দিয়ে নিবন্ধন ফর্ম পূরন করে আপনারা এর সদস্য হতে পারবেন।

মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এর নির্দেশনা– মাউশি অধিদপ্তরের আওতাধীন সকল অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারি এবং সরকারি কলেজ ও সরকারি স্কুলে কর্মরত শিক্ষকগণ ই-লার্নিং প্লাটফর্ম ‘মুক্ত পাঠ’ এর মাধ্যমে ‘মাই গভ ওরিয়েন্টেশন কোর্স সম্পন্নকরণ পত্র জারি হয়েছে। সরকারি কর্মচারিগণের জন্য ‘মাইগভ’

‘হাতের মুঠোয় সরকারি সেবা’ বাস্তবায়নের লক্ষ্যে A2i ও Cabinet Division এর তত্তাবধানে মাউশি অধিদপ্তরের সেবাসমূহ শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের জন্য মাই গভ প্লাটফর্ম ব্যবহারের কার্যক্রম চলমান রয়েছে। এই মাই গভ প্লাটফর্ম ব্যবহার করে মাউশি অধিদপ্তরের সংশ্লিষ্ট অংশীজন সংশ্লিষ্ট সেবার জন্য অনলাইনে আবেদন এবং সেবা নিতে পারছেন।

তবে নাগরিকগণের দাখিলকৃত আবেদনসমূহ মাইগভ প্লাটফর্মের মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে একজন সরকারি কর্মচারির জন্য এ বিষয়ে একটি ওরিয়েন্টেশনের প্রয়ােজনীয়তা রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারিগণ মাইগভ প্লাটফর্ম সম্পর্কে দ্রুততম সময়ে অনলাইনে একটি ধারণা পেতে পারেন এ লক্ষ্যে ই-লার্নিং প্লাটফর্ম ‘মুক্তপাঠ’ এ ‘মাইগভ ওরিয়েন্টেশন কোর্স’ প্রস্তুত করা হয়েছে। কোর্সটি সফলভাবে সম্পন্ন হলে মাইগভ প্লাটফর্মের প্রায়ােগিক ব্যবহার ও সেবাপ্রদান কৌশল রপ্ত করতে পারবেন।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিদেশগামী কর্মীদের করনীয়,বিদেশে চাকুরী ইচ্ছুক কর্মীদের অনলাইন আবেদন ।

মুক্তপাঠ সাপোর্ট সেন্টারে যোগাযোগের মাধ্যম – ই মেইল করুন support@muktopaath.gov.bd যদি প্রয়োজন হয় +৮৮ ০১৩০২৮৭৯২২৭ এ আমাদের কল করুন

মাউশি অধিদপ্তরের আওতাধীন সকল অফিস এবং সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-শিক্ষক-কর্মচারিদের মুক্তপাঠে মাইগভ কোর্স সম্পন্ন করার নির্দেশনা: ডাউনলোড

মাইগভ কোর্স ২০২২ । যে সকল সেবা মাইগভ হতে পাওয়া যাবে

  1. বিদেশগামী কর্মীদের করনীয়;
  2. বিদেশে চাকুরী ইচ্ছুক কর্মীদের অনলাইন আবেদন;
  3. অনলাইনে ভিসা চেক টিউটোরিয়াল পাসপোর্ট;
  4. অনলাইন এ এজেন্ট ব্যাংকিং চেক;
  5. অনলাইনে পন্যের বিজ্ঞাপন;
  6. শিক্ষা প্রতিষ্ঠান এ ভর্তি;
  7. অনলাইনে পরীক্ষার ফলাফল প্রকাশ;
  8. ই লার্নিং প্লাটফর্ম এ ভিডিও টিউটোরিয়াল,
  9. স্বাস্থ্য সেবা;
  10. টিন সার্টিফিকেট আবেদন;
  11. ভিসা চেক করার উপায়;
  12. কৃষি সেবা;
  13. ই ফাইল;
  14. ই পর্চার জন্য আবেদন;
  15. ফটোশপ,
  16. কম্পিউটা;
  17. ট্রাবল শূটিং ইত্যাদির ভিডিও টিউটোরিয়াল যা দেখে খুব সহজেই নিজের দক্ষতা অর্জন করতে পারবেন।

সরকারি অফিসের কর্মকর্তা/কর্মচারীদেরও কি মাইগভ কোর্স করতে হবে?

জি। ক্রমান্বয়ে নির্দেশনা প্রদান করা হচ্ছে – মাউশি অধিদপ্তরের আওতাধীন সকল অফিস, সরকারি কলেজ এবং সরকারি স্কুলে কর্মরত কর্মকর্তা ও শিক্ষকগণ ইলার্নিং প্লাটফর্ম ‘মুক্তপাঠ’ এর মাধ্যমে ‘মাই গভ ওরিয়েন্টেশন কোর্স’ সম্পন্নের জন্য অনুরােধ করা হয়েছে। কোর্স করার লিংক: https://muktopaath.gov.bd/course-details/858

ই মুক্তপাঠে যে কোর্স সমূহ রয়েছে তা হলো শিক্ষা সংক্রান্ত শিক্ষক বাতায়ন,মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি,মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেম,তাছাড়া কেঁচো সার,আছে ইলাস্ট্রেটর আছে বৈদেশিক কর্মসংস্থানের জন্য পূর্বপ্রস্তুতি, আছে হাউস কিপিং গৃহকর্ম প্রশিক্ষণ, UDC উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন। মুক্তপাঠের ব্যপকতা এত বেশি যে এখানে শিক্ষক,শিক্ষার্থী, যুবসমাজ,কর্মজীবি ব্যক্তিবর্গ,বিদেশগামী কর্মী,প্রবাসী কর্মী,গৃহিণী সবাই সবাই এই মুক্তপাঠ ব্যবহার করতে পারবেন।।তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে মুক্তপাঠ সবার জন্য। একদম উন্মুক্ত।

সরকারি শিক্ষকগণকে ই লার্নিং প্লাটফর্ম ব্যবহারে MyGov কোর্স সম্পন্নের নির্দেশনা ভিডিও দেখুন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

3 thoughts on “muktopaath gov bd । সরকারি শিক্ষকগণকে ই লার্নিং প্লাটফর্ম ব্যবহারে MyGov কোর্স সম্পন্নের নির্দেশনা

  • Thank you.

  • Subjective mathematics training korte chai.

  • ক্রমান্বয়ে অনেক কিছু যুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *