বৈষম্য । দাবীর খতিয়ান । পুন:বিবেচনা

সরকারি পে-স্কেল যেমন হওয়া উচিৎ 2024 । যেভাবে জাতীয় বেতন কাঠামো সংস্কার করা যেতে পারে

২০১৫ সালের ১৫ ডিসেম্বর সরকার অষ্টম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ করে। প্রাথমিক অবস্থায় যখন দেখেছি সরকার চাকরিজীবিদের বেতন আগের চেয়ে প্রায় দ্বিগুণ করে দিয়েছে, তখন বেতন স্কেলের অন্য দিকগুলো নিয়ে তেমন ভাববার প্রয়োজন মনে হয়নি। যেমন: আগে আট বছর পর যে টাইম স্কেল দেওয়া হতো, তা বাদ দিয়ে নতুন স্কেলে ১০ বছরে একটা গ্রেড বৃদ্ধির নিয়ম করা হয়-সরকারি পে-স্কেল যেমন হওয়া উচিৎ

সিলেকশন গ্রেড বাদ দেয়া হল- অষ্টম বেতন স্কেলের গেজেট প্রকাশের পর আরো অনেকগুলো অসঙ্গতি ও বৈষম্য নিয়ে রাজপথে আন্দোলন হতে এবং পত্রপত্রিকায় লেখালেখি করতে দেখা যায়। কিন্তু তেমন কোনো লাভ হয়নি। আমি নিজে ঐ সময় এ বিষয়ে কিছু লেখার চিন্তাভাবনা করিনি। কিন্তু বিগত কয়েক মাস ধরে বেতন স্কেলের একটা বিষয় আমাকে বেশ ভাবাচ্ছে। এ বিষয়ে নিজের ভাবনাগুলো গোছানোর চেষ্টা করি। শেষে বেতন স্কেলটা সামনে নিয়ে এ বিষয়ে কিছু লেখা বৃহত্তর জাতীয় স্বার্থেই খুব জরুরী মনে হয়।

যে বিষয়টা কিছুদিন ধরে আমাকে ভাবাচ্ছে, তা হলো, বেতন স্কেলে মোট ২০ টি ধাপ। আমি আছি ১৪ নং ধাপে। এ বছর আমার একটা ধাপ বৃদ্ধি পাবে। কিন্তু যখন দেখি ১০ বছর অপেক্ষা করার পর একটা ধাপ বৃদ্ধি পাবার পরও বেতন তেমন বাড়বে না, তখন সঙ্গত কারণেই অন্য ধাপগুলোর প্রতি দৃষ্টি আকৃষ্ট হয়। দেখি অন্য অনেক ধাপে ধাপ বৃদ্ধি পেলে বেতন অনেক বেড়ে যায়। বিশেষ করে উপরের দিকের ধাপগুলোতে। কিন্তু নিচের দিকের ধাপগুলোতে ধাপ পরিবর্তন হলে বেতন বৃদ্ধি পাওয়াটা তেমন বুঝাই যায় না। উপরের দিকের ধাপগুলোতে ধাপগুলো ঘোড়ার মতো লাফ দেয় আর নিচের দিকের ধাপগুলোতে ধাপগুলো কচ্ছফের মতো হাঁটে। বিষয়টা আরো পরিষ্কার হবার জন্য আমরা সরাসরি বেতন কাঠামোর দিকে একবার চোখ বুলিয়ে নিই।

২০ তম গ্রেডের বেতন ৮২৫০ থেকে ২৫০ টাকা বেড়ে ১৯ তম গ্রেডে বেতন হয় ৮৫০০ টাকা, ১৯ তম গ্রেড থেকে ৩০০ টাকা বেড়ে ১৮ তম গ্রেডে বেতন হয় ৮৮০০ টাকা, ১৮ তম গ্রেড থেকে ২০০ টাকা বেড়ে ১৭ তম গ্রেডে বেতন হয় ৯০০০ টাকা, ১৭ তম গ্রেড থেকে ৩০০ টাকা বেড়ে ১৬ তম গ্রেডে বেতন হয় ৯৩০০ টাকা, ১৬ তম গ্রেড থেকে ৪০০ টাকা বেড়ে ১৫ তম গ্রেডে বেতন হয় ৯৭০০ টাকা, ১৫ তম গ্রেড থেকে ৫০০ টাকা বেড়ে ১৪ তম গ্রেডে বেতন হয় ১০২০০ টাকা, ১৪ তম গ্রেড থেকে ৮০০ টাকা বেড়ে ১৩ তম গ্রেডে বেতন হয় ১১০০০ টাকা, ১৩ তম গ্রেড থেকে ৩০০ টাকা বেড়ে ১২ তম গ্রেডে বেতন হয় ১১৩০০ টাকা, ১২ তম গ্রেড থেকে ১২০০ টাকা বেড়ে ১১ তম গ্রেডে বেতন হয় ১২৫০০ টাকা, ১১ তম গ্রেড থেকে ৩৫০০ টাকা বেড়ে ১০ম গ্রেডে বেতন হয় ১৬০০০ টাকা, ১০ম গ্রেড থেকে ৬০০০ টাকা বেড়ে ৯ম গ্রেডে বেতন হয় ২২০০০ টাকা, ৯ম গ্রেড থেকে ১০০০ টাকা বেড়ে ৮ম গ্রেডে বেতন হয় ২৩০০০ টাকা, ৮ম গ্রেড থেকে ৬০০০ টাকা বেড়ে ৭ম গ্রেডে বেতন হয় ২৯০০০ টাকা, ৭ম গ্রেড থেকে ৬৫০০ টাকা বেড়ে ৬ষ্ঠ গ্রেডে বেতন হয় ৩৫৫০০ টাকা, ৬ষ্ঠ গ্রেড থেকে ৭৫০০ টাকা বেড়ে ৫ম গ্রেডে বেতন হয় ৪৩০০০ টাকা, ৫ম গ্রেড থেকে ৭০০০ টাকা বেড়ে ৪র্থ গ্রেডে বেতন হয় ৫০০০০ টাকা, ৪র্থ গ্রেড থেকে ৬৫০০ টাকা বেড়ে ৩য় গ্রেডে বেতন হয় ৫৬৫০০ টাকা, ৩য় গ্রেড থেকে ৯৫০০ টাকা বেড়ে ২য় গ্রেডে বেতন হয় ৬৬০০০ টাকা, ২য় গ্রেড থেকে ১২০০০ টাকা বেড়ে ১ম গ্রেডে বেতন হয় ৭৮০০০ টাকা।

২০ তম গ্রেড থেকে ১২তম গ্রেড পর্যন্ত মোট ৮টা গ্রেড মিলিয়ে যেখানে বেতন বাড়ে মাত্র ৩০৫০ টাকা, সেখানে ৭ম গ্রেড থেকে মাত্র ১টা গ্রেড বেড়ে ৬ষ্ঠ গ্রেডে গেলেই বেতন বাড়ে ৬৫০০ টাকা, দ্বিগুণেরও বেশি! একটা গ্রেড পরিবর্তনে যেখানে সর্বোচ্চ বেতন বাড়ে ১২০০০ টাকা, সেখানে শেষের দশটা গ্রেড মিলিয়ে বেতন বাড়ে মাত্র ৭৭০০ টাকা!

বেতন বৃদ্ধির এই ধারা

(২৫০<৩০০>২০০<৩০০<৪০০<৫০০<৮০০>৩০০<১২০০<৩৫০০<৬০০০>১০০০<৬০০০<৬৫০০<৭৫০০>৭০০০>৬৫০০<৯৫০০<১২০০০) কি বিজ্ঞানের কোনো সূত্র অনুসরণ করেছে, নাকি গণিতের কোনো সূত্র অনুসরণ করেছে, বুঝতে খুব কষ্ট হচ্ছে। এটাকে লুডু খেলার মইয়ের সাথে তুলনা করারও সুযোগ নেই। কারণ সেখানে যে-কারো ভাগে বড় মইও পড়তে পারে, ছোট মইও পড়তে পারে। কিন্তু এখানে অন্যদের জন্য নির্দিষ্ট করে দেয়া হয়েছে শুধু বিভিন্ন আকারের ছোট ছোট মই, আর নিজেদের জন্য নির্ধারণ করা হয়েছে সব বড় বড় মই। এখানে প্রতিপক্ষের জন্য বড় মইয়ে ওঠার কোনো সুযোগ রাখা হয়নি আর যারা খেলাটা আয়োজন করেছে, তাদের ভাগে ছোট মই পড়ার কোনো সম্ভাবনাই রাখা হয়নি। পক্ষপাতিত্ব আর কাকে বলে!

বেতন বৃদ্ধির এই ধারায় ২৫০ টাকা থেকে বাড়তে বাড়তে এক পর্যায়ে ২০০ টাকায় নেমে গেছে আবার বাড়তে বাড়তে ৮০০ টাকা পর্যন্ত গিয়ে পা পিছলে হঠাৎ নেমে গেছে ৩০০ টাকায়, আবার বাড়তে বাড়তে ৬০০০ টাকায় গিয়ে শেয়ার বাজারের মতো হঠাৎ নেমে গেছে ১০০০ টাকায়! এভাবে নাটকের পর নাটক হয়েছে মাত্র ২০টা গ্রেডের একটা কাঠামোতে। এটা কি শেয়ার বাজারের দরের উঠানামা? আমার মনে হয়, যারা এই কাঠামোটা করেছে, তাদের কাছে এই উঠানামার পক্ষে গ্রহণযোগ্য কোনো যুক্তি নেই। এটা সম্পূর্ণ মনগড়া। স্বার্থপরতার সর্বোচ্চ প্রদর্শনী। বিমূর্ত কবিতা সম্পর্কে একটি রম্যরচনা পড়েছিলাম অনেক আগে একটি দৈনিক পত্রিকায়। সেখানে একটি গল্প উল্লেখ করা হয় এরকম, ইংল্যান্ডের একজন প্রসিদ্ধ কবির একটি কবিতার অনুষ্ঠানে এক পাঠক ঐ কবিকে তাঁর একটি কবিতার দু’টি চরণ উল্লেখ করে প্রশ্ন করলো, ‘স্যার, এই দু’টি চরণ দ্বারা আপনি কী বুঝিয়েছেন?’ কবি জবাবে বললেন, ‘সত্যি কথা বলতে কি, কবিতাটি যখন লিখেছিলাম, তখন এই চরণ দু’টির অর্থ শুধু আমি আর ঈশ্বর জানতাম, কিন্তু এখন দেখি শুধু ঈশ্বরই জানেন!’

আমার এক সহকর্মী বললো, ‘১২তম গ্রেড থেকে ২০তম গ্রেডে বেতন পায় কর্মচারী ও কামলারা, তাই তাদের গ্রেডে বাড়ে ২০০/৩০০ টাকা করে আর ১ম গ্রেড থেকে ১১তম গ্রেডে বেতন পায় কর্মকর্তা ও আমলারা, এই জন্য তাদের বেতন বাড়ে ৬০০০/৭০০০ টাকা করে।’

আমার মনে হয়, যদি বেতন কাঠামো প্রণয়নের দায়িত্বটা আমলাদেরকে না দিয়ে একজন সাধারণ শিক্ষিত মানুষকে, যে সরকারি চাকরি করে না, তাকে দেওয়া হতো, সে হয়তো এরচেয়ে আরো গ্রহণযোগ্য ও যৌক্তিক একটা কাঠামো জাতিকে উপহার দিতে পারতো। আমলা ছাড়া যারা এই বেতন কাঠামোর সুবিধার আওতার বাইরে, এমন ১ লক্ষ সচেতন মানুষের মতামত নেয়া হলে এমন ১ জনও খুঁজে পেতে কষ্ট হতে পারে, যে এরকম ধাপ নির্ধারণকে পক্ষপাতহীন ও যৌক্তিক বলে মতামত দেবে।

মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার দেশকে উন্নত দেশের কাতারে শামিল করতে আপ্রাণ চেষ্টা করছে। আমার মনে হয়, দেশের উন্নত হবার পথে এক বড় বাধার নাম আমলাতন্ত্র। জাপানের একটা বিষয় লক্ষ্য করলে আমার এই মতামতের সত্যতা প্রমাণিত হবে। জাপানে শ্রমের মূল্য অনেক বেশি। সেখানে একজন মুচি বা নাপিতের আয়ও দেশের প্রথম সারির পেশাজীবিদের গড় আয়ের অনেকটা কাছাকাছি। দেশের সব নাগরিকের হাতে যেন পর্যাপ্ত টাকা থাকে, সে জন্য জাপান সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে থাকে। সেখানে একজন নাপিতের গড় আয় মাসে ২০০০ ডলার। [দেখুন, জাপান কাহিনি ২য় খন্ড, আশির আহমেদ, ঐতিহ্য, পৃষ্ঠা-৬০]

অস্ট্রেলিয়ায় যান। দেখবেন, সেখানে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বেতন যা, একজন সাধারণ শ্রমজীবি মানুষের বেতনও তার প্রায় কাছাকাছি। কিন্তু বাংলাদেশে সব শ্রেণির মানুষের হাতে পর্যাপ্ত টাকা থাক, এটা অন্তত এদেশের নেতৃস্থানীয় কিছু লোক চায় না। এরা মারাত্মক স্বার্থপর, সঙ্কীর্ণ মনের অধিকারী। যার উৎকৃষ্ট প্রমাণ এই চরম বৈষম্যমূলক বেতন কাঠামো, যেখানে নিচের শ্রেণির এক গ্রেড পরিবর্তনে বেতন বাড়ে ২০০/৩০০ টাকা করে আর উপরের শ্রেণির এক গ্রেড পরিবর্তনে বেতন বাড়ে ৬০০০/৭০০০ টাকা করে। কেন, সব গ্রেডে যদি সমানহারে বেতন বাড়ে, উপরের গ্রেডে চাকরিজীবিদের কি মস্ত বড় ক্ষতি হয়ে যাবে বা নিচের গ্রেডের চাকরিজীবিদের বেতন কি উপরের গ্রেডে চাকরিজীবিদের চেয়ে বেড়ে যেতে পারে?

বেতন গ্রেডের সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের পার্থক্য বের করে তাকে ১৯ দিয়ে ভাগ করলে যা হয় (৭৮০০০-৮২৫০/১৯ = ৩৬৭১ বা ৩০০০/৪০০০), প্রতি গ্রেডে পার্থক্য তা’হলে অসুবিধা কোথায়? ১৯ দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে এ কারণে, যেহেতু শেষ গ্রেড চাকরি শুরুর পর প্রথম গ্রেডে আসতে সর্বোচ্চ ১৯ বার গ্রেড পরিবর্তন হতে পারে। উপরের গ্রেডের চাকরিজীবিরা হয়তো বলতে পারেন, নিচের দিকের গ্রেডগুলোতে জনবল বেশি। তাই তাদেরকে বেশি বেতন দিতে গেলে দেশের অর্থনীতির উপর চাপ পড়তে পারে।

যদি দেশের প্রতি তাদের এতোই মায়া থাকে, তাহলে নিজেদের গ্রেডগুলোর মধ্যকার পার্থক্য এত বেশি রেখেছেন কেন? এমনিতেই উপরের দিকের গ্রেডে চাকরি করছেন, এরপর বেতন বৃদ্ধিটা যদি নিচের দিকের গ্রেডগুলোর চেয়ে দু’তিন গুণ বেশি হতো, তবু কম হতো না। কিন্তু তাদের বেতন বাড়ে নিচের দিকের গ্রেডগুলোর চেয়ে ২০/২৫ গুণ বেশি করে। তাদেরকে এতো বেতন দিতে গেলে দেশের অর্থনীতির উপর কি চাপ পড়ে না? আসলে এসব হচ্ছে বাহানা। নিজেরা বেতন কম নিয়ে দেশপ্রেমের কথা বললে তা সত্যিকার দেশপ্রেম হতো।

বর্তমান বেতনকাঠামো অনুযায়ী মাসশেষে সরকারের যে টাকা খরচ হয়, সবার বেতন সমান হারে বৃদ্ধি করলেও সরকারের খরচ বেশ একটা বাড়বে না। তাছাড়া দেশের সব নাগরিকের প্রতি সুবিচার করতে গেলে যদি দেশের কিছু টাকা বাড়তি খরচ হয়, তা তো আর উপরের গ্রেডের চাকরিজীবিদের পকেট থেকে যাবে না! এদেশে সরকার যতো রাজস্ব পায়, তার বেশির ভাগ পায় সাধারণ মানুষ থেকে। উপরের গ্রেডের অল্প সংখ্যক চাকরিজীবি মুঠোফোনে কথা বলে প্রতি মাসে সরকারকে যা রাজস্ব দেয়, কোটি কোটি সাধারণ মানুষ মুঠোফোনে কথা বলে সরকারকে তার চেয়ে অনেক গুণ বেশি রাজস্ব দেয়। দেশের অর্থনীতির বড় চালিকা শক্তি হচ্ছে বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স। সেক্ষেত্রে উপরের গ্রেডে চাকরিজীবিরা সাধারণ মানুষের চেয়ে যোজন যোজন পেছনে। দেশের অর্থনীতিতে তাদের চেয়ে সাধারণ মানুষের অবদানই বেশি। তাই সকল গ্রেডে সমান হারে বেতন বৃদ্ধি করলে তা দেশের সামগ্রিক মানুষের অর্থ থেকেই যাবে, উপরের গ্রেডে চাকরিজীবিদের এ নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই।

উপরের গ্রেডে চাকরিজীবিদের স্বার্থপরতার কাছেই জিম্মি হয়ে আছে দেশের সামগ্রিক মানুষের জীবনমানের উন্নতি। একটা বিশেষ শ্রেণির হাতে দেশের টাকা চলে যাচ্ছে বেশি। সরকার বিষয়টা যতদিন বিবেচনায় না নেবে, ততদিন দেশ সত্যিকার উন্নতির পথ খুঁজে পাবে না।

Salary Increment by 1st July 2024 । আগামী জুলাই মাসে কাদের বেতন আর বাড়বে না

বেতন কাঠামোর বৈষম্য নিরসনের উদ্যোগ যখনই নেয়া হয় তখন অথবা পরবর্তী পে-স্কেল যখনই দেয়া হয়, তখন কিছু প্রস্তাব বিবেচনায় নেয়ার অনুরোধ থাকবে।

১. প্রতি গ্রেডে ব্যবধান যেন সমান করে দেয়া হয়। এতে উপরের দিকের গ্রেডে যারা চাকরি করে, তাদের কোনো ক্ষতি হবার কথা নয়। কারণ তারা তো বড় স্কেলেই চাকরি শুরু করেছে।২. প্রতি ৮ বছর পর পর যেন সকল চাকরিজীবির বেতন গ্রেড পরিবর্তন করা হয়, চাকরিজীবনে ন্যূনতম ৩ বার যেন উন্নীত গ্রেডে যাবার সুযোগ থাকে। এতে যেসব পদে প্রমোশনের সুযোগ নেই, সেসব পদে চাকরিজীবিদের মনে হতাশা কমবে।

৩. ২০ গ্রেড থেকে কমিয়ে ১৬ গ্রেড করা হলে অনেক দিক থেকে ভালো হতে পারে।

৪. সরকারি চাকরিতে যেহেতু মোট ৪টি শ্রেণি, গ্রেড কমিয়ে ১৬টি করে নিয়োগের ক্ষেত্রে ১৬টি গ্রেডকে ৪ শ্রেণি দিয়ে ভাগ করে প্রতি শ্রেণির প্রান্তিক গ্রেডকে সেই শ্রেণিতে নিয়োগের প্রারম্ভিক গ্রেড হিসেবে নির্ধারণ করা হোক। যেমন: প্রথম শ্রেণির চাকরিজীবিদের নিয়োগ হবে ৪র্থ গ্রেডে, দ্বিতীয় শ্রেণির চাকরিজীবিদের নিয়োগ হবে ৮ম গ্রেডে। তাহলে সব শ্রেণির চাকরিজীবিই নিজের পদ, সম্মান ও বেতন নিয়ে সন্তুষ্ট থাকবে; বর্তমান কাঠামোর অনেক জটিলতা এবং অসঙ্গতিও দূর হবে।

৫. সবার জন্য ন্যূনতম ৩ বার উন্নীত গ্রেডে যাবার সুযোগ রাখা হোক। যেমন: তৃতীয় শ্রেণির চাকরিজীবি যারা, তারা ১২ তম গ্রেডে চাকরি শুরু করবে, এরপর প্রতি ৮ বছর পর পর নতুন গ্রেডে যেতে যেতে শেষে ৯ম গ্রেড পর্যন্ত পৌঁছবে, এভাবে ১ম শ্রেণির চাকরিজীবিরা ৪র্থ গ্রেডে চাকরি শুরু করবে, এরপর প্রতি ৮ বছর পর পর নতুন গ্রেডে যেতে যেতে ১ম গ্রেড পর্যন্ত পৌঁছবে। এতে কোনো শ্রেণির চাকরিজীবি নিজের শ্রেণি অতিক্রম করে উপরের শ্রেণি স্পর্শ করার সম্ভাবনাও থাকবে না, যা বর্তমান কাঠামোয় আছে এবং অযৌক্তিক।

৬. সর্বনিম্ন গ্রেড ৮৫০০ টাকা নির্ধারণ করে প্রতি গ্রেডে ২০০০/২৫০০/৩০০০ টাকা করে নির্দিষ্ট এবং সমান ব্যবধান রেখে বেতন কাঠামো নির্ধারণ করা হোক। কয়েক বছর চাকরির পর গ্রেড পরিবর্তনে কারো বেতন বাড়বে ৩০০ টাকা, কারো বাড়বে ৬০০০ টাকা, এটা বড়ই তামাশাপূর্ণ। প্রতি ধাপে পার্থক্য সমান করা হলে উপরের গ্রেডের চাকরিজীবিদেরই শুধু আপত্তি থাকতে পারে। আগ থেকে বেশি ভোগ করে করে তারা সবসময় বেশি পেতে অভ্যস্ত হয়ে গেছে। তাছাড়া সকল শ্রেণির চাকরিজীবিদের সমান হারে বেতন বাড়লে যদি উপরের গ্রেডের চাকরিজীবিরা একে অসম্মানজনক মনে করে, সেক্ষেত্রে অন্তত এটা করা যেতে পারে, চতুর্থ শ্রেণির ধাপ পরিবর্তনে বেতন বাড়বে ২৫০০ টাকা, তৃতীয় শ্রেণির বাড়বে ৩০০০ টাকা, দ্বিতীয় শ্রেণির বাড়বে ৩৫০০ টাকা এবং প্রথম শ্রেণির বাড়বে ৪০০০ টাকা। আশা করি, এটা করলেও সবাই সন্তুষ্ট হবে, কেউ কোনো আপত্তি করবে না।

৭. ন্যূনতম দু’টি গ্রেড পরিবর্তন না হলে যেন বাড়ি ভাড়া কমানো না হয়।

লেখকের অনুরোধে লেখাটি প্রকাশ করা হলো।

নূর আহমদ : সরকারি চাকরিজীবি
nurahmad786@gmail.com

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

8 thoughts on “সরকারি পে-স্কেল যেমন হওয়া উচিৎ 2024 । যেভাবে জাতীয় বেতন কাঠামো সংস্কার করা যেতে পারে

  • একদম ঠিক।
    আমি একজন ১৬ তম গ্রেডের কর্মচারী।
    বেতন আমার সর্বসাকুল্যে পাই ১৭০০০/
    ঘর ভাড়া দেই(এক রুমে ভাড়া থাকি) ৪৫০০/
    বিদ্যুৎ, গ্যাস,ডিস বিল দেই ১৬০০/
    দুই বাচ্চার স্কুলের বেতন ১৭০০/
    দুই বাচ্চার হাত খরচ মাসিক ৬০০/
    স্কুলের যাতায়াত ভাড়া মাসিক ১৪০০/
    অসুস্থ মায়ের ঔষধ মাসিক ৭০০/
    বাজার খরচ?????????
    উত্তর ঃ ঋণ করছি।

  • ১১-২০ গ্রেডের আমরা কর্মচারী আমাদের উপায় নেই মাননীয় প্রধানমন্ত্রী,
    বছরে বেতন বাড়ে ৪০০+ টাকা,
    ঘড় মালিক ভাড়া বাড়ায় ৫০০/ টাকা।
    এছাড়াও,
    বিদ্যুৎ বিল বাড়ে,
    গ্যাস বিল বাড়ে,
    ঔষধের দাম বাড়ে,
    গাড়ি ভাড়া বাড়ে,
    নাস্তা খরচ মূল্য বাড়ে,
    চাউলের দাম বাড়ে,
    মোবাইল বিল বাড়ে,
    সবজির দাম বাড়ে,
    বাচ্চার স্কুল খরচ বাড়ে,
    বাচ্চার প্রাইভেট খরচ বাড়ে,
    শিক্ষা উপকরণের মূল্য বাড়ে,
    পুষ্টিকর খাবার তো খাইতে পারিই না।যখন বাচ্চারা গালি দেয় গোস্ত মাছ খাইতে তখনই টাকা হাওলাত করে বাধ্য হয়ে মাছ গোস্ত কিনি।
    তৈলের দাম থেকে শুরু করে সবকিছুর দাম বাড়ে তাহলে আমার কি উপায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।১৫-১৬০০০/

    টাকা দিয়ে আজকাল ৫ সদস্যের একটা পরিবার কিভাবে চালাই?
    রাতে বাসায় আসলে মা যদি বলে তাঁর ঔষধ শেষ তাহলে আর রাতে ঘুম কি আসে?
    পকেটে টাকাও থাকেনা রাতে ঘুমও ধরে না।

  • নিচের গ্রেডের কথা কেউ ভাবে না। সবাই যার যার আখের গোছাতে ব্যাস্ত

  • এটা আসলে অযৌক্তিক কাঠামো এতো বিভেদ নিম্ন পদে মানা যায় না।

  • এটি থেকে বেরিয়ে আসা কঠিন হবে।

  • জি। এখানেও একটি বিপ্লব দরকার অন্যথায় ব্রিটিশ কাঠামো রহিত করা যাবে না।

  • ঠিকই বলেছেন ভাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *