নতুন ভ্রমণ ভাতা প্রজ্ঞাপনে শ্রেণী উঠিয়ে দেয়া হয়েছে –টিএ রেট কি:মি: অনুসারে করা করা হয়েছে– নতুন টিএ/ডিএ রুলস ২০২৪
বর্তমান দৈনিক ভাতা বা ডি/এ নির্ধারণ – পূর্বে মুল বেতন অনুসারে শ্রেণী নির্ধারিত হত এখন গ্রেড অনুসারে ক্যাটাগরি নির্ধারিত হবে– পূর্বে বেতন গ্রেডের ধাপ অনুযায়ী ডিএ নির্ধারিত হতো, সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী বেতন গ্রেড অনুযায়ী নির্ধারিত হবে।তবে এক্ষেত্রে বেতন গ্রেড বলতে টাইম স্কেল/সিলেকশন গ্রেড/ উচ্চতর গ্রেড প্রাপ্তিজনিত গ্রেড নয়, Substantive বা প্রকৃত যে গ্রেডের কর্মচারী সে গ্রেডকে বুঝানো হয়েছে। পূর্বের থেকে ডি/এ নির্ধারণ অনেক সহজ হল। সর্বনিম্ন ডিএ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং নতুন ব্যয় বহুল অঞ্চলগুলো ৩০% অতিরিক্ত হারের আওতায় আনা হয়েছে।
বাস ভাড়া কি পাওয়া যাবে না? না। এখানে একক ভাড়া বাতিল করা হয়েছে। প্রতি কি:মি: দূরত্বের জন্য সর্বনিম্ন ৬ টাকা করা হয়েছে। ৩০০ কি:মি: বাস/ লঞ্চ/ সড়ক/ স্টিমার যে পথ বা মাধ্যমই ব্যবহারের করেন না কেন আপনি কি:মি: হারে ভাড়া পাবেন অর্থাৎ ৩০০*৬ = ১৮০০ টাকা। ১১-২০ পর্যন্ত অর্থাৎ ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে ১৯৯ কি:মি: পর্যন্ত ভ্রমণের জন্য বাস ভাড়া/রেল ভাড়া বাবদ খরচ পাবেন ১৯৯*৮ = ১৫৯২ টাকা পাবেন। একইভাবে ১০ কি:মি: ভ্রমণের জন্য ১০*৮ = ৮০ টাকা পাবেন। অন্যদিকে যদি আপনি ট্রেন বা বাসে ৫০০ কি:মি: ভ্রমণ করেন তা রিক্সা, বাস বা সিএনজি যে কোন মাধ্যমে তবে ৫০০*৬ = ৩০০০ টাকা পাবেন। একজন কর্মকর্তা (৬ষ্ঠ হতে ১০ গ্রেড) ৫০০ কি: মি: যে কোন মাধ্যমে ভ্রমণের জন্য ৫০০*১২ = ৬০০০ টাকা পাবেন। পূর্বে ১.৫০ হতে ৩.৭৫ টাকা ভ্রমণের মাইলেজ এর চেয়ে এটি অধিক সুবিধাজনক।
বদলিজনিত ভ্রমণের হার কিভাবে নির্ধারিত হবে? এখানেও আপনি প্রতি কিমি: হারে ভাতা প্রাপ্য হইবেন। যদি আপনি বদলি জনিত কারণে ১৮০ কি: মি: অতিক্রম করেন এবং মালামাল আনয়ন করেন তবে ব্যয় কিভাবে? আপনি যদি পরিবার সহ স্থানান্তর হউন তবে ১৮০ কি:মি: হারে সর্বোচ্চ ৪টি ভাতা পাবেন। ১৮০*৮*৪ = ৫৭৬০ টাকা বাস বা অন্যান্য যে কোন মাধ্যমের জন্য ভাড়া পাবেন। একা আসলে ১৮০*৮*১ = ১৪৪০ টাকা পাবেন। পরিবারের ক্ষেত্রে মালামাল প্যাকিং এর জন্য ১৭-২০ গ্রেডের জন্য ৬০০ টাকা এবং একাকী হলে ৫০০ টাকা প্রাপ্য হবেন। যা পূর্বে সর্বনিম্ন ৪০০ টাকা নির্ধারিত ছিল। সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে সর্বনিম্ন ৬০০ টাকা এবং সর্বোচ্চ ৩০০০ টাকা প্যাকিং চার্জ বা নির্ধারিত খরচ পড়বে। এখানে একটু বৈষম্য হয়ে গিয়েছে এজন ১৭ থেকে ২০ গ্রেডের কর্মচারী নির্ধারিত ব্যয় অর্থাৎ প্যাকিং ও অন্যান্য ব্যয় বাবদ পাবেন ৬০০ টাকা অন্যদিকে কর্মকর্তাগণ ২৫০০-৩০০০ টাকা।
পরিবহন ব্যয় কি কর্মচারীদের পক্ষে? না। পরিবহন ব্যয় বাবদ প্রতি ১০০ কেজি এর জন্য ২ টাকা নির্ধারিত ছিল এবং প্রতি কি:মি: হারে যা খুবই কম ছিল। বর্তমানে ১৭-২০ গ্রেডের কর্মচারী ১৮০ কি:মি: যে কোন মাধ্যমে মালামাল পরিবহনের জন্য ৮ টাকা হার পাবেন অর্থাৎ ১৮০*৮ = ১৪৪০ টাকা অন্যদিকে একজন কর্মকর্তা যে কোন মাধ্যমে মালামাল পরিবহনের জন্য ১৮০*৫০ = ৯০০০ টাকা পাবেন। যদি ৬ষ্ঠ থেকে ১০ গ্রেড ধরি তবুও ১৮০*৪৫ = ৮১০০ টাকা পাবে। এখানে কর্মচারী ও কর্মকর্তা খুব বেশি পার্থক্য হয়ে গিয়েছে। এতে কর্মকর্তাগণই লাভবান হয়েছে।
সরকারি কর্মচারীর বদলিজনিত ভ্রমণ ভাতা ব্যাপক পরিবর্তন আনা হয়েছে / নির্ধারিত পরিমান টাকা (Fixed Rate) 2022 । ভ্রমণ ভাতা ও বদলি জনিত ভ্রমণ ভাতা
একজন ক্যাটিগরি-১ এর কর্মচারী ঢাকা হতে রংপুর যাবেন। উক্ত কর্মচারী বিমানযােগে ঢাকা হতে সৈয়দপুর এবং বাসযােগে সৈয়দপুর হতে রংপুর ভ্রমণ করতে পারেন। এক্ষেত্রে বিমানযােগে সৈয়দপুর হয়ে ভ্রমণ করলেও তিনি ঢাকা হতে রংপুর সড়ক পথে দূরত্ব x ৩০ টাকা (প্রতি কি.মি) হারে ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন। তবে বিমান ব্যতীত ভ্রমণের ক্ষেত্রে প্রতি কি.মি. ১৮/- টাকা হারে ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন।
শিরোনাম: বদলিজনিত ভ্রমণের ক্ষেত্রে সরকারি কর্মচারীগণ নিজের জন্য প্রাপ্য ক্যাটিগরির ০১(এক)টি ভ্রমণ ভাতা এবং পরিবারের প্রত্যেক সহগামী সদস্যের জন্য ০১টি করে ভ্রমণ ভাতা (স্ত্রীসহ সর্বোচ্চ তিনজন) অর্থাৎ সর্বোচ্চ ০৪(চার)টি ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন। সরকারি কর্মচারীগণ বদলির সময় নিজস্ব মালামাল (Personal Effect) পরিবহনের জন্য উপরোক্ত নির্ধারিত হারে পরিবহন খরচ প্রাপ্য হবেন।
একনজড়ে সরকারি কর্মচারীতে ভ্রমণ বিধিতে পরিবর্তন গুলো দেখা যাক
- বাস/রেল/ স্টিমারের জন্য আলাদা হার থাকছে না।
- রিক্সা বা সিএনজি যে মাধ্যমেই ভ্রমণ করা হোক না কেন একই মাইলেজ রেট প্রযোজ্য হইবে।
- ডি/এ নির্ধারিণের ক্ষেত্রে মূল বেতন নয়, গ্রডে বিবেচ্য বিষয়।
- বিমানের জন্য ২০% প্রযোজ্য নয়। গন্তব্য স্থল পর্যন্ত বাসে গেলেও বিমানের রেট প্রযোজ্য হইবে।
- প্রতি ১০০ কেজি জন্য ২ টাকা রেট বাতিল করে প্রতি কি:মি: জন্য রেট ধার্য করা হয়েছে।
- বদলিজনিত ভ্রমণের জন্য সর্বোচ্চ ৫টি টিকিট বাতিল করে মাইলেজ হিসেবে সর্বোচ্চ ৪ ভাড়া প্রাপ্যতা নির্ধারণ করা হয়েছে। প্যাকিং চার্জ শব্দটি বাদ দিয়ে নির্ধারিত পরিমাণ বা ফিক্সড এমাউন্ট করা হয়েছে। প্রতি কি:মি: মালামাল পরিবহনের হার নির্ধারণ করা হয়েছে তা সে যে মাধ্যমেই মালামাল পরিবহন করেন না কেন।
- গ্রেড বলতে প্রকৃত গ্রেডকে বুঝানো হয়েছে সিলেকশন গ্রেড বা টাইমস্কেল বা উচ্চতর গ্রেড পেয়ে যে গ্রেড সেটি নয়।
- পাহাড়ি পথে যাতায়াতের জন্য সাধারণ হারের দ্বিগুন রেট বাতিল করা হয়েছে।
- বাস ভাড়ার দ্বিগুন, সিএনজি একগুন, নৌপথে ১.৮ গুন এগুলো সবই বাতিল করে কি:মি: ও গ্রেড অনুসারে ভাড়া নির্ধারণ করা হয়েছে।
- যাত্রা পথে ও ফিরতি পথে অর্ধ ডিএ হার প্রযোজ্য থাকবে এবং অন্যান্য বিধি প্রযোজ্য থাকবে।
ভ্রমণের ক্ষেত্রে যাত্রা পথের জন্য কি ১/২ বা অর্ধ ডি/এ পাওয়া যাবে না?
অবশ্যই পাওয়া যাবে। – নতুন ভ্রমণ ভাতা প্রজ্ঞাপনে এ সম্পর্কে কিছু বলা নাই। তবে এটুকু বলা আছে এ প্রজ্ঞাপন জারির পরিপ্রেক্ষিতে ইত:পূর্বে জারীকৃত এতসংক্রান্ত অন্যান্য আদেশসমূহ অনুরূপভাবে পরিবর্তিত /সংশোধিত হয়েছে বলে গণ্য হবে। মোট কথা ৩ দিনের ট্যূর হলে একদিন অবস্থান হলে আপনি অর্ধ+১+অর্ধ হারে ডিএ প্রাপ্য হবেন।
প্রশ্নোত্তর পর্ব-
প্রশ্ন: ভ্রমণ ভাতা বিধি ২০২২ অনুযায়ী প্রতি কিমি কত হবে?
উত্তর: গ্রেড অনুসারে ক্যাটাগরি দেখুন। ১৭-২০ গ্রেড ২০০ কি:মি: এর নিচের জন্য ৮ টাকা। ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেড ১৫ টাকা।
প্রশ্ন: ট্রেনিং এর জন্য পূর্ণ হার, ৩/৪ হার, অর্ধ হার ডিএ কি প্রযোজ্য থাকবে?
উত্তর: অবশ্যই প্রযোজ্য থাকবে।
প্রশ্ন: ভ্রমণ বিলে কি মাইলেজ এবং কিছু বাস দেখাতে হবে?
উত্তর: না। মিক্সডভাবে বাস এবং মাইলেজ দেখানো যাবে না। এখন সবই কি:মি: এর ভিত্তিতে নির্ধারিত হবে।
প্রশ্ন: কর্মচারীদের বিল কি এতে বেশি আসে?
উত্তর: হ্যাঁ। কিছুটা হলেও বেশি আসে।
নতুন ভ্রমণ ভাতা বিধি সুবিধা -অসুবিধা ২০২৪: ডাউনলোড
ভ্রমণ বিল দাখিলের নিয়ম ২০২৪ । নন-গেজেটেড কর্মচারীদের টিএ/ডিএ বিল সাবমিট করবেন?
ভ্রমনের কত দিনের মধ্যে ভ্রমন বিল দাখিল করতে হবে? বা কত দিনের মধ্যে ভ্রমন বিল দাখিল না করলে বিল বাতিল হবে নিয়ম জানতে চাই
18 months
১৮ মাসের মধ্যে বিল দাখিল না করলে বিল বাতিল হবে এরকম কোন প্রজ্ঞাপন আছে কি? থাকলে জানাবেন।
আর্থিক ক্ষমতা অর্পন ২০১৫ দেখুন।
একজন কর্মকর্তা ৭ দিনের জন্য পরিদর্শনে গেলেন, তিনি ভ্রমন এর জন্য ঢাকা থেকে রংপুর এর দুরত্ব ৩০০*১২ হিসেবে ৩৬০০ টাকা যাওয়ার জন্য পেলেন, এখন তিনি রংপুর শহরে ৫ দিন পরিদর্শনের জন্য যে সকল যায়গায় ভ্রমন করবেন তার বিল কিভাবে হবে? ( যদি দুরত্ব ২-৩ কিমি. হয়)। কোন শহরে আভ্যন্তরীণ যাতায়াতের জন্য ভ্রমণ বিল হিসাব করা যাবে কি?
যাবে। যদি আদেশে স্থানের নাম উল্লেখ থাকে তবে তিনি প্রতিটি ভ্রমণের জন্য দূরত্ব মোতাবেক টিএ পাবেন।
আসসালামু আলাইকুম, জেলার ভিতরে ভ্রমণ ভাতা, যদি ৫০ কিলোমিটার দূরবর্তী স্থান হয় কিন্তু থানা থেকে ফাঁড়ি পর্যন্ত আরও ১৫ কিলোমিটার হয় তাহলে মোট ৬৫ কিলোমিটার ডাক নিয়ে আসে তাহলে হিসাব হবে 65*8=520*2=1040 শুধো টিএ বিল ই কি পাবে এত টাকা তারপর যদি আবার ৮ ঘন্টার অধিক হয় সেক্ষেত্রে (১৭ গ্রেডের কর্ম চারী) তাহলে ডিএ ও ধরতে হবে সেক্ষেত্রে =1040+400=1440/- এইভাবেই তো হিসাব বের করতে হবে।
যে কোন একটি পাবে। আপনি আইবাস++ এ অনলাইনে এন্ট্রি দিলে হিসাব অটো আসবে।
একজন কর্মচারী বদলী সূত্রে অন্য জেলায় চলে গেলেন । কিন্তু তিনি যে ভ্রমণ করেছেন তার জন্য তিনি অন লাইনে বিল দাখিল করে যান নি এখন তো তিনি অন্য জেলায় চলে গেছেন তাহলে উনার বিলগুলি তিনি কিভাবে পাবেন?
গেজেটেড কর্মকর্তাগণ ভ্রমণ ভাতা বিল দাখিল করলে প্রথমে তা ডিডিও মহোদয়ের আইডিতে আসে। পরে ডিডিও আইডি হতে যাচাই বাছাই করে প্রতিটা বিলের জন্য ডিডিও স্যার এর মোবাইলে অটিপি যায়। কিন্তু অটিপি আনতে গেলে ডিডিও স্যার অনেক কাজে ব্যাস্থ থাকেন বিধায় অটিপি আনা কষ্টকর হয়ে যায় তাছাড়া একজন কর্মকর্তার ০৪ টি ০৫ টি করে বিল থাকে তাহলে ২০০ জন কর্মকর্তার জন্য কতগুলো অটিপি আনতে হবে এগুলো বিচার্য বিষয়। তাছাড়া একটি অটিপি যাওয়ার পরে পরবর্তীতে অটিপি ও যাচ্ছে না যাহার সমাধান অতিব জরুরী। গেজেটেড কর্মকর্তাগণের বিলগুলি তাদের বেতন ভাতাদির মতো অথবা নন গেজেটেড কর্মচারীদের ভ্রমণ ভাতাদির মতো ক্যাটাগরি অনুযায়ী সবগুলো একসাথে করে একটি অটিপি দেয়ার মতো কোন সুযোগ না থাকলে গেজেটেড কর্মকর্তাগণ ভ্রমণ ভাতা বিল প্রাপ্য হিসেবে বঞ্চিত হবেন। এক্ষেত্রে যদি এর সমাধান দেয়া যায় তাহলে অনেক উপকৃত হতাম।
Non Drawal certificate niye new office hote submit korbe.
সবগুলো সিলেক্ট করে একসাথে ফরওয়ার্ড করা যায়। ডিডিও’র কাজ আপনি করছেন, এটি আসলে আমাদের নীতি বিরুদ্ধ বিষয়। কিন্তু কি করার যাবে? মহাশয় যেভাবে বলবেন সেভাবেই করতে হবে।
গেজেটেড ভ্রমণ ভাতা বিল একসাথে সিলেক্ট করে কিভাবে ফরওয়ার্ড করা যাবে যদি একটু বলতেন
অপেক্ষা করুন আমি চেক করে জানাচ্ছি।
আমার আরেকটি প্রশ্ন ছিল? প্রশ্নটা হচ্ছে কেউ যদি ট্রেনিং করে আসে ট্রেনিং সেন্টার থেকে তাহলে যে ট্রেনিং করে আসল তাকে ট্রেনিং সেন্টারে ০২ বেলা খাবারের ব্যবস্থা করা হলে তারা উক্ত ট্রেনিং সেন্টার হতে কোন ডিএ প্রাপ্ত হন নাই তারা কি পরবর্তীতে মাতৃ ইউনিট হতে টিএ এবং ডিএ উভয় বিল কি দাখিল করতে পারবেন না শুধো টিএ বিল প্রাপ্ত হবেন।
সরকারি সুবিধা একইবারই দেওয়া হয়। মূলত থাকা খাওয়ার সুবিধা থাকলে ডি/এ পাওয়া যায় না। তবে কর্তৃপক্ষ চাইলে অনেক কিছুই সম্ভব। সেটি অবস্থা এবং প্রেক্ষপট বিবেচনায় নির্ভর করে।
আমাদের বড় ধরনের সমস্যা হচ্ছে গেজেটেড ভ্রমণ ভাতা বিল নিয়ে যেটা ডিডিও স্যার এর আইডি হতে ফরওয়ার্ড করতে হয় কিন্তু একজন কর্মকর্তার প্রতি মাসে 4/5 টি বিল হতে পারে তাহলে 250 জন কর্মকর্তার প্রতি মাসে ভ্রমণ ভাতা বিল বাবদ 1250 টি অটিপি প্রদান করতে হবে । এটি কি একজন ডিডিও স্যার এর পক্ষে সম্ভবপর। আমার প্রশ্নটি হচ্ছে গেজেটেড কর্মকর্তাদের ভ্রমণ ভাতাদি নন গেজেটেড কর্ম চারীদের ভ্রমণ ভাতাদি 01 টি মাএ অটিপির মাধ্যমে যেভাবে প্রেরণ করা হয় সেইভাবে গেজেটেড কর্মকর্তাদের ভ্রমণ ভাতাদি একটি মাত্র ডিডিও স্যারের মোবাইল হতে অটিপি প্রদানের মাধ্যমে কিভাবে করা সম্ভব । ধন্যবাদ
আরেকটি প্রশ্ন টাঙ্গাইল জেলা হতে সাব-ইন্সপেক্টরগণ ছয় মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ (ডিসি কোর্স) সম্পন্ন করে আসেন তারা এখন ছয় মাসের বিল তৈরি করছেন এখন তাদের বিল প্রায় 1 লক্ষ টাকার মত হয়ে যায় টিএ ডিএ সহ। এখন কিভাবে এই বিলগুলো তৈরি করবেন এই ব্যাপারে একটু দিক নির্দেশন দিলে উপকৃত হব।
এখনতো অনলাইনে দাখিল করতে হবে। শুধুমাত্র ডিএ পাবে। প্রশিক্ষণকালীন ভ্রমণের ক্ষেত্রে টিএ ও ডিএ পাবেন।
অপেক্ষা করুন। কর্তৃপক্ষ অবশ্যই এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে। ভাল হয় বিস্তারিত লিখে এই লিংকে দেওয়া ইমেইলে মেইল করুন https://ibas.finance.gov.bd/ibas2/HelpDocuments/HelpDesk.pdf
জেলার ভিতরে টিএ এবং ডি্এ উভয়টি কি দাখিল করতে পারবে। যেমন স্কটে গেল তাহলে তার নিজের টাকা খরচ হল তাহলে সে টিএ বিল পাবে কিন্তু ০৮ ঘন্টার অধিক সময় অতিবাহিত করার পর নিজ কর্মস্থলে ফেরৎ আসলে তার টিএ বিলের সাথে কি ডিএ বিল প্রাপ্য হবে।
শুধু ডিএ পাবেন।
ধন্যবাদ
আমার আরেকটি প্রশ্ন ভ্রমণ ভাতার ক্ষেত্রে একজন কর্মচারী কিংবা একজন কর্মকর্তা স্বাক্ষী প্রদানের জন্য আসা যাওয়ায় সর্বোচ্চ কয় দিন দেখাতে পারবেন ।
নির্দিষ্ট করা নাই। প্রয়োজনীয় দিন ক্ষণ দেখাতে পারবে।
আয়ন ব্যয়ন কর্মকর্তা হিসেবে 2nd DDO স্যার কি ভ্রমণ ভাতা বিলে স্বাক্ষর করতে পারবেন। দয়াকরে একটু জানাবেন আর কোন বই এ যদি উল্লেখ থাকে তাহলে রেফারেন্স সহ দিবেন।
ডিডিও হলেই পারবে। এ ব্যাপারে বইয়ে কিছু পাইনি। প্রথম বা দ্বিতীয় যেই হোক না কেন ডিডিও বা অফিস প্রধান হতে হবে।
একজন গেজেটেড কর্মকর্তা অথবা নন গেজেটেড কর্মচারী কোন স্থানে ট্রেনিং এ গেলে ট্রেনিংকৃত স্থানে খাবার এবং থাকার ব্যবস্থা থাকলে তিনি ট্রেনিংকৃত স্থান হতে নিজ ইউনিটে ফেরৎ আসলে তিনি কি টিএ বিলের সাথে ডিএ এ্যলাউন্স দেখাতে পারবেন।
না।
তাহলে কি তিনি শুধো টিএ বিল দাখিল করতে পারবেন?
জি।
বর্তমানে আজ ২১/০৩/২০২৪ খ্রিঃ তারিখে যখনই আইবাস++ এ ডিডিও আইডিতে লগইন করি তারপর টিএ ডিএ নন-গেজেটেড বিলে প্রবেশ করি তখনই দেখা যাচ্ছে ফরওয়ার্ড অপশন তারপর সেন্ড বেক অপশন তারপর নতুন করে এখন সিলেক্ট বাটনের অপশন দেয়া হয়েছে । যেখানে সিলেক্ট করে বিল সেন্ড করা যায় কিন্তু আমার প্রশ্ন হলো যখনই আমি সিলেক্ট করে নিচে যাই তখনই দেখাচ্ছে forward All তাহলে আমি যে সিলেক্ট করেছি অইটা কি শুধো Forward হবে নাকি যত বিল আছে তা সবগুলো বিল Forward হবে। একটু জানালে উপকৃত হবো।
জি। শুধু ঐটাই ফরওয়ার্ড হবে।
একজন ১ম/২য়/তয় শ্রেণির কর্মকর্তা কর্মচারী বদলী সূত্রে ঢাকা অথবা বিভিন্ন রেঞ্জ হতে সিলেট রেঞ্জে বদলী হয়ে থাকেন সেক্ষেত্রে ডিআইজি মহোদয়ের নিকট প্রথমে রিপোর্ট করতে হয় তারপর ডিআইজি মহোদয় উক্ত কর্মকর্তা বা কর্মচারীকে রেঞ্জের যেকোন জেলায় পদায়ন করেন।যেমন উক্ত কর্মকর্তা বা কর্মচারীকে হবিগঞ্জ জেলায় পদায়ন করা হলো। সেক্ষেত্রে বদলী ভ্রমণ ভাতার বিধান কি ?
ভ্রমণ ভাতা পাবেন। দূরত্ব অনুসারে পাবেন।
আমি গত ০৪/০৪-২৪ এ পদায়ন পেয়েছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধিনে সরকারি যানবাহন অধিদপ্তরে । আমি কি বদলী বিল করতে পারব? যদি না পারি তাহলে এটি সম্পর্কে জানতে চাই
বদলি হলে বদলি বিল করতে পারবেন।
আমার একটি প্রশ্ন ছিল সেটা হলো একজন কর্মচারী বা কর্মকর্তার বিল পরবর্তীতে কে কোন মাসে ভ্রমণ ভাতা বিল কত পেলেন তা ডিডিও মহোদয় কি অনলাইনে তা দেখার কোন সুযেগ আছে কি না। যদি থাকে তাহলে একটু জানাবেন
না দেখার সুযোগ নেই। প্রতি মাসের বিল রেজিস্টার হতে ডিডিও অবগত হইবেন। মোট ভ্রমণ ব্যয় দেখার সুযোগ রয়েছে।
কোন কর্মচারী যদি চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ যায় সেক্ষেত্রে কর্মচারী শুধু কি যাতায়াত ভাড়া পাবে নাকি টিএ ডিএ বিলও পাবে? একটু জানাবেন প্লিজ
জনস্বার্থে অফিস আদেশ ছাড়া টিএ/ডিএ পাওয়া যায় না।
আমার একটি প্রশ্ন ছিল? প্রশ্নটি হচ্ছে একজন এএসআই, এসআই, পুলিশ পরিদর্শক উনাদের পিডি/ট্যুর বিল বাবদ যদি প্রতি মাসে ০৮ টি ডিএ দেওয়া হয় তাহলে একটি জেলাতে প্রায় ৩০০-৪০০ জন থাকলে তারা প্রতি মাসে যদি একটি করে ডিএ প্রাপ্যতার জন্য বিল দাখিল করে থাকেন তাহলে প্রতি জনের জন্য ০৮ টি করে বিল করলে প্রায় ৩০০ জনের ২৪০০ বিল হয়ে থাকে পূর্বে যাহা ম্যনুয়ালী ছিল এখন অনলাইন হওয়ার দরুণ বিলগেুলো পরিশোধ করতে অনেক সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। এর সমাধান কিভাবে করব তারপর অন্যান্য বিল তারপর সার্ভার সমস্যা সব মিলিয়ে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে ফোর্সের বিল সঠিক সময়ে বিল পাচ্ছেন না তারা। পূর্বে পিডি/ট্যুর গুলো ম্যানুয়াল পদ্ধতিতে দেয়ার কারণে বিল বকেয়া থাকেনি কিন্তু এখন বিল দেয়া সম্ভবপর হচ্ছে না । এক্ষেত্রে এই সমস্যার সমাধান কিভাবে করা যাবে যদি একটু দিক নির্দেশনা দিতেন।
অফিস তাকে চিঠি করে খুলনা হতে ঢাকা বানৌজা হাজী মহসীন যায় সেখান থেকে সি এম এইচ এ ১০ দিন চিকিৎসা শেষে নিজ কর্মস্থলে ফেরত আসে সেই ক্ষেত্রে সে কি টিএ ডিএ দাবি করতে পারে?
পারে। রেফারেনন্স দেখুন। https://bdservicerules.info/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE/
কর্তৃপক্ষ দ্রুতই এমন সমস্যা সমাধানে সিদ্ধান্ত নিবে। অনলাইনে দাখিল করা আরও সহজতর হবে। অনুগ্রহ করে অপেক্ষা করুন এবং সাময়িকভাবে কষ্ট করে কাজ চালিয়ে নিতে হবে।
আমার আরেকটি প্রশ্ন ছিল? প্রশ্নটি হলো আমরা জানি যে কোন কর্মচারী বা কর্মকর্তার জনস্বার্থে বদলী হলে তিনি বদলী বিল দাখিল করতে পারবেন। এখণ যদি প্রশাসনিক কারণে বা মনোনয়নক্রমে বা পদোন্নতিক্রমে বদলী হয়েছেন তাহলে কি তিনি বদলী ভ্রমণ ব্যয় প্রাপ্য হবেন কি না। উল্লেখ্য যে, আমরা জানি যে আবেদনক্রমে বদলী হলে তিনি বদলী ভ্রমণ ব্যয় প্রাপ্য হবেন না।
তারপর আরেকটি প্রশ্ন ডিডিও মহোদয় রেজিস্টার দেখে কর্মচারী কিংবা কর্মকর্তা কে কি বিল প্রাপ্য হলো তিনি অবগত হবেন। সেটা ঠিক আছে কিন্তু সেটা গেজেটেড কর্মকর্তার ক্ষেত্রে সম্ভবপর কিন্তু নন-গেজেটেড কর্মচারীর ক্ষেত্রে সেটা কিভাবে সম্ভব হবে। কারণ নন-গেজেটেড কর্মচারী আছেন মোট 1200 জন তার মধ্যে 900 জনেরই বিভিন্ন ধরণের বিল রয়েছে যেমন ডাক, স্কট,প্রটোকল,ট্রেনিং,সালামী,ক্যাম্প,অভিযান,ভিসেরা,পিডি/ট্যুর,স্বাক্ষী,রেকার,ভিআইপি,ওয়ার্কসপ,সমন আরও বিভিন্ন ধরণের বিল রয়েছে যার মধ্যে একজন যদি প্রতি মাসে 5/6 টি ডিউটি করে থাকেন তাহলে তাদের মোট বিল কতগুলো হতে পারে প্রতি মাসে আমার ধারণা মতে সঠিকভাবে তার হিসাব রাখা এবং রেজিস্টারে সংরক্ষণ করে রাখা কোন ক্রমেই সম্ভবপর না পূর্বে ম্যানুয়েল পদ্ধতিতে করা হতো বিধায় তা সম্ভবপর ছিল এখন তো অনলাইনে বিল সাবমিট করার পর বিল ভাউচার নম্বর আমরা প্রাপ্য হই। ঐ নাম্বারটি দিয়ে বিল ডাউনলোড করে বিল খারিজ করে ডিডিও মহোদয়ের কাছ থেকে স্বাক্ষর নিয়ে এক কপি জেলা এ্যকাউন্স অফিসে এবং আরেক কপি আমাদের অফিস কপি হিসেবে সংরক্ষন করে রাখছি। এখন যদি একজন কর্মচারী প্রতি মাসে একজন কর্মচারী বা কর্মকর্তা কয়টি বিল দাখিল করেছেন পূর্ববর্তী মাসগুলোতে ডিডিও মহোদয়ের যদি দেখার কোন সুযোগ থাকতো ঐ কর্মচারীর মোবাইলে অটিপি ছাড়া তাহলে অনেক ভালো হতো বলে আমি মনে করি। যদি ঐ ব্যপারে একটু দিক নির্দেশনা দিতেন তাহলে অনেক উপকৃত হতাম।
প্রশাসনিক ও পদোন্নতি ক্ষেত্রে জনস্বার্থ উল্লেখ না থাকলেও টিএ বিল পাবেন
ভ্রমন বিল এবং ভ্রমণ রেজিস্টার কর্মকর্তা ও কর্মচারী উভয় ক্ষেত্রেই সংরক্ষণ করতে হবে। আইবাস++ কর্তৃপক্ষ অবশ্যই বিষয়টি চিন্তা করবেন। ই নথি বা ডি নথি চালু হলে এসব সমস্যার সমাধান হয়ে যাবে। সে পর্যন্ত এভাবেই সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে একই রেজিস্টারের প্রতিটি কর্মচারীর নামে খতিয়ান খুলুন এবং সূচীপত্র তৈরি করুন।
ধন্যবাদ।