সরকারি কর্মচারীদের বিভিন্ন কারণে বহি: বাংলাদেশ ছুটি নিতে হয়। এক্ষেত্রে আমরা অনেক সময়ই বিভিন্ন দ্বিধাদন্ডে থাকি। আজ আমি আপনাদের সাথে জিও থাকলে ভিসা লাগবে কি লাগবে না সে বিষয়ে আলোচনা করবো। জিও থাকলে কি ভিসা লাগবে? এসব বিষয় নিয়েই আজকের পোস্ট।
প্রথমেই জানা প্রয়োজন ভিসা কি?
ভিসা হচ্ছে একটি অনুমতি পত্র মাত্র যা একটি দেশ কোন ভিন্ন দেশের নাগরিককে সংশ্লিষ্ট দেশে প্রবেশের ও অবস্থানের জন্য সরবরাহ করে থাকে। ভিসা ছাড়া যদি কোন নাগরিক অন্য কোন দেশে প্রবেশ করে বা অবস্থা বা বসবাস করে তাদের বলা হয় অবৈধ অভিবাসী।
ভিসা পাওয়ার জন্য কি লাগে?
ভিসা পাওয়ার জন্য পাসপোর্ট বা জিও লাগে। সাধারণত পাসপোর্ট বা সরকারি ট্র্যাভেল পারমিটের একটি পাতায় সীল দিয়ে বা একটি স্টিকার লাগিয়ে ভিসা প্রদান করা হয়। দেশের বিদেশীস্থ দূতাবাস বা অ্যামবাসী গুলো ভিসা দিয়ে থাকে।
পাসপোর্ট কয় রকমের হয়?
- অফিসিয়াল বা সরকারি পাসপোর্ট নীল রঙ্গের।
- ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য সবুজ রঙ্গের পাসপোর্ট।
জিও কি?
জিও বা GO হচ্ছে Government order যা সরকারি বা দাপ্তরিক কাজে সরকার বিদেশ পাঠানোর জন্য জারি করে। জিও দিয়ে সব দেশে ভ্রমণ করা যায় না। দাপ্তরিক বা ব্যক্তিগত বিদেশ ভ্রমণে একজন সরকারি চাকরি জীবির সরকারি আদেশ বা জিও সংগ্রহ করতে হয়। জিও নমুনা দেখে নিতে পারেন: ডাউনলোড
সার সংক্ষেপ:
- পাসপোর্ট এর রং দু’রকম: অফিসিয়াল পাসপোর্ট নীল রংয়ের হয় অন্যদিকে ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য যে পাসপোর্ট করা হয় তা সবুজ রংয়ের হয়।
- সাধারণত বাংলাদেশ বর্ডার পর হতে GO লাগে।
- অন্য দেশে ঢুকতে ভিসা লাগে।
- ভিসা লাগবে কিনা তা নির্ভর করে আপনি কোন দেশে যেতে চাচ্ছেন তার উপর।
- অফিসিয়াল পাসপোর্ট এর ক্ষেত্রে কিছু দেশে Arrival ভিসা পাওয়া যায় যেমন, ভারত, চীন, মালয়শিয়া, সিংগাপুর, ইন্দোনেশিয়া, লাউস, ভিয়েতনাম, মায়ানমার, তুর্কি, নেপাল, বেলারুশ, ফিলিপাইন ইত্যাদি সার্কভূক্ত সকল অনুমোদিত দেশগুলোতে কাগজ দিয়েই ভ্রমণ করা যাবে।
- সবুজ পাসপোর্ট হলে ভারত, চীন, মালয়শিয়া যেতে ভিসা লাগবে।
- ইউরোপের কোন দেশে যেতে চাইলে সবুজ বা নীল যে পাসপোর্টই থাকুক না কেন ভিসা লাগবে।
- সংশ্লিষ্ট দেশ হতে ভিসা সংগ্রহ করতে হয়।
- সাধারণত ছুটির আদেশ দেখিয়ে ভিসা সংগ্রহ করা যায়।
NOC কি?
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: সরকারি চাকরিজীবির বিদেশ ভ্রমণে GO বা জিও থাকলে ভিসা লাগে কি?
- উত্তর: লাগে।
- প্রশ্ন: শুধু জিও দিয়ে কোন কোন দেশে যাওয়া যায়?
- উত্তর: অফিসিয়াল পাসপোর্ট এর ক্ষেত্রে কিছু দেশে Arrival ভিসা পাওয়া যায় যেমন, ভারত, চীন, মালয়শিয়া, সিংগাপুর, ইন্দোনেশিয়া, লাউস, ভিয়েতনাম, মায়ানমার, তুর্কি, নেপাল, বেলারুশ, ফিলিপাইন ইত্যাদি সার্কভূক্ত সকল অনুমোদিত দেশগুলোতে কাগজ দিয়েই ভ্রমণ করা যাবে।
- প্রশ্ন: শুধু জিও দিয়ে ভিসা ছাড়া কোন দেশগুলোতে যাওয়া যায় না?
- উত্তর: ইউরোপের কোন দেশে যেতে চাইলে সবুজ বা নীল যে পাসপোর্টই থাকুক না কেন ভিসা লাগবে।
- প্রশ্ন: বহি: বাংলাদেশ ছুটি বা জিও দেখিয়ে কি সংশ্লিষ্ট দেশগুলোতে গিয়ে ভিসা করিয়ে নেয়া যায়?
- উত্তর: হ্যাঁ যায়। সেক্ষেত্রে অ্যামবাসি বা দূতাবাসগুলো গিয়ে যোগাযোগ করে সংগ্রহ করতে হবে।
বি:দ্র: ব্যক্তিগত কাজে কেউ কেউ জিও ছাড়াও বিদেশ যাচ্ছে এবং তাতে কোন ঝামেলাও পড়ছে না। তবে সরকারি কর্মচারীদের জিও জারি করেই বিদেশ ভ্রমণ করা উচিৎ এবং বিধি সম্মত।
আমি ১৬ গ্রেডের একজন সরকারি কর্মচারি।। চাকরি পাওয়ার আগে আমি পাসপোর্ট করি।। যেটা সবুজ রংয়ের।।
এখন অফিসিয়াল পাসপোর্ট করতে হলে আমাকে কি করতে হবে???
এখন পাসপোর্ট করলেও আপনাকে সাধারণ পার্সপোর্ট দেয়া হবে। আপনি আপনার কর্তৃপক্ষে মাধ্যমে জিও জারি করবেন। অনলাইন ফরমে আবেদন করে পাসপোর্ট সংগ্রহ করবেন।
আমি বাংলাদেশ পুলিশে কনস্টেবলে আছি,এখন আমি কি noc passport দিয়ে আমেরিকার বিছা পেতে পারি?
অবশ্যই পারেন।
লিয়েনের ছুটি কেন নেয়া হয় এবং কিভাবে এই ছুটি নিতে হয় এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
চেক ইনবক্স
আমি গেজেটেড অফিসার, নীল/সবুজ কোন পাসপোর্ট পাবো। কিভাবে এপ্লাই করব?
অনলাইনে আবেদন করুন। নীল পাসপোর্ট পাবেন। তার আগে সরকারি জিও জারি করুন।
আমি সরকারি কর্মচারি আমি NOC ছাড়া পাসপোর্ট করতে পারব?
আর যদি NOC দিয়ে পাসপোর্ট করি সেক্ষেত্রে কি জব ভিসায় বিদেশে যেতে পারব?
NOC দিয়ে পাসপোর্ট করে ট্যুরিস্ট ভিসায় বিদেশ যেতে কোন সমস্যা আছে কিনা?
আমি সরকারি কর্মচারি আমি NOC ছাড়া পাসপোর্ট করতে পারব?
আর যদি NOC দিয়ে পাসপোর্ট করি সেক্ষেত্রে কি জব ভিসায় বিদেশে যেতে পারব?
NOC দিয়ে পাসপোর্ট করে ট্যুরিস্ট ভিসায় বিদেশ যেতে কোন সমস্যা আছে কিনা?
পারবেন। কোন সমস্যা হবে না।
আমি সরকারি স্কুলের শিক্ষক। আমি ১৬ হাজার টাকা স্কেলে বর্তমানে ৩০ হাজার টাকা বেতন পাই বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা বাদে। ২০১৬ তে আমি নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট পাই। এখন পাসপোর্ট রিনিউ করার সময় আমি কি অফিসিয়াল পাসপোর্ট পাবো নাকি সবুজ রঙের পাসপোর্ট পাবো? ধন্যবাদ।
সবুজ রঙ্গের।
আমি একজন 16 তম গ্রেডের কর্মচারী। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমি 10 দিনের অর্জিত ছুটি নিয়ে ভারত ভ্রমণ করতে চাই। ভ্রমণের উদ্দেশ্য শুধুই ঘোরাঘুরি। আমি কি্ এই ক্ষেত্রে বর্হি দেশ ভ্রমণের অনুমতি পাবো?
ভ্রমণের এমন উদ্দেশ্যে ছুটি দেওয়া হয় না। তীর্থ স্থান দর্শনের জন্য নিতে পারেন।
আমি সরকারি কর্মকর্তা।চাকরীতে জয়েন করার আগে সবুজ পাসপোর্ট করেছিলাম।এখন অর্জিত ছুটি বিদেশে কাটাতে চাচ্ছি।আমার কি আবার নতুন করে ব্লু পাসপোর্ট করতে হবে নাকি সবুজ পাসপোর্ট দিয়ে বিদেশ ভ্রমন করতে পারব?সেক্ষেত্রে আমার শুধু কি Noc নিলেই ভিসা পাব?
এটি দিয়েই হবে। শুধু এনওসি নিন।
আমি বাংলদেশ পুলিশের একজন সদস্য Noc দিয়ে পাসপোর্ট করলে কি আমি জব ভিসায় বিদেশে যেতে পারবো
পারবেন।
সরকারি কর্মকর্তার পরিবারের কেকে অফিসিয়াল পাসপোর্ট পাবে?
না। সাধারণ পাসপোর্ট হতেই যাওয়া যাবে।
আমি 12 গ্রেডের কর্মচারী। আমার পাসপোর্ট সবুজ। পেশা প্রাইভেট জব দেয়া আছে।
1। আমি কি পাসপোর্টে জব সরকারি সংযুক্ত করতে পারবো?
2। এই পাসপোর্টে ভারত ভ্রমনে কোন জটিলতা হবে কি?
3। যেহেতু পাসপোর্টে প্রাইভেট জব দেয়া আছে আমি কি NOC নিতে হবে?
কোন জটিলতা হবে না। সরকারি যুক্ত করতে পারবেন।
আমি বাংলাদেশ পুলিশর একজন সদস্য। আমি NOC দিয়ে পাসপোর্ট করেছি।যেখানে দেওয়া আছে আমি সরকারি চাকুরীজীবি। আমার প্রশ্ন, আমি কি এই পাসপোর্ট দিয়ে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবো,আর এ ক্ষেত্রে আমার ভিসা পাওয়ার সম্ভাবনা আছে কি? আমি কি চাইলে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবো? এ ক্ষেত্রে আমার কি করনীয়।
আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য।আমি NOC দিয়ে পাসপোর্ট করেছি,যেখানে উল্লেখ আছে আমি সরকারি চাকুরীজীবি।আমার প্রশ্ন, আমি কি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারি?এ ক্ষেত্রে আমার ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু? এর জন্য কি আমাকে আমার কর্তৃপকের অনুমতি নিতে হবে।
না। আপনি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন না। যেহেতু আপনি সরকারি চাকরিজীবী তাই এখনও আর স্টুডেন্ট দাবী করতে পারেন না।
আমি ১৫ গ্রেডের সরকারী চাকুরীজীবী। অনুমতি না নিয়ে পাসপোর্ট করে দেশের বাইরে বেড়াতে গেলে কি সমস্যা হতে পারে?
ছুটির জন্য অনুমতি নিবেন।
আমি ১১ তম গ্রেডে কর্মরত একজন কর্মচারী। আমি ২০১৬ তে এন ও সি দিয়ে অফিসিয়াল (নীল) পাসপোর্ট সংগ্রহ করি। এরপর বহিঃ বাংলাদেশ ছুটি নিয়ে ভিসা ছাড়াই ভারত ভ্রমনে যাই । পাসপোর্টের মেয়াদ শেষ হবার কারনে এ বছর নবায়ন করতে গেলে আমাকে সাধারন সবুজ রঙের পাসপোর্ট দেওয়া হয় । আমার প্রশ্ন হলো : এখন যদি ভারত ভ্রমনে যেতে চাই তাহলে আমাকে কি বহিঃ বাংলাদেশ ছুটি (জিও) এবং ভিসা দুটোই প্রয়োজন হবে ? নাকি শুধু ভিসা সংগ্রহ করে ভারত ভ্রমন করতে পারবো । বহিঃ বাংলাদেশ ছুটি অত্যাবশ্যকীয় কিনা তা জানাবেন প্লিজ ।
বহি: বাংলাদেশ ছুটি নিয়ে ভিসা নিতে হবে।
আমি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক। আমার এনও সি এর মেয়াদ ৬ মাস পার হয়ে গেছে। কিন্তু ওয়েবসাইটে এখনও এনও সি আছে আমি কি এটা দিয়ে পাসপোর্ট করতে পারব।
পারবেন।
আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমার হাজব্যান্ড লন্ডনের সিটিজেন । আমি যদি ইউ কে ভিজিট ভিসার জন্য আবেদন করি তাহলে ভিসা পাবো কি ? তার জন্য প্রসিডিউর কি ?
প্রথমে বহি: বাংলাদেশ ছুটি মঞ্জুর করাবেন নিয়োগকারী কর্তৃপক্ষার মাধ্যমে। তারপর আপনি ভিসার জন্য যথানিয়মে আবেদন করবেন। ভিসা পাবেন।
আমি স্বাস্থ্য বিভাগের ১৬ তম গ্রেডের একজন সরকারি কর্মচারী,আমি এনওসি নিয়ে প্রথমে পাসপোর্ট করি, মেডিকেল ভিসায় ছুটি ছাড়া ও এনওসি ছাড়া ভরত ভ্রমন করি তখন কোন সমস্যা হয়নি,এখন জব ভিসায় জাপান যেতে কি কোন এনওসি বা অনুমতি নিতে হবে কিনা বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ।
আপনি কি চাকরি ছেড়ে দিয়ে জাপান যাচ্ছেন? যদি তাই হয়। তাহলে এনওসি লাগবে না।
আমি স্টুডেন্ট থাকা কালীন পাসপোর্ট করি এবং ইন্ডিয়া ভ্রমণ করি, গত অক্টোবরে আমার পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ছে.. এখন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জব করি, প্রশ্ন হচ্ছে ১)পাসপোর্ট রিনিউ করতে কি আমার Noc লাগবে?? ২) ভিসা করতে কি জিও লাগবে?? ৩) রিনিউ করলে আমার পাসপোর্ট এর কালার কি হবে??
প্লিজ একটু ক্লিয়ার করাবেন..
পাসপোর্ট রিনিউ করতে জিও লাগবে না। ভিসা করতে জিও লাগবে। কালার একই থাকবে।
আমি ১৫ গ্রেডের একজন কর্মচারী। আমার পাসপোর্টে পেশা প্রাইভেট সার্ভিস দেয়া। আমি তুরস্ক ভ্রমনে যেতে চাই। এখন আমার প্রশ্ন হচ্ছে
১. পাসপোর্টে কি পেশা পরিবর্তন করতে হবে না বর্তমান পাসপোর্টেই চলবে?
২. শুধু জিও দিয়ে তুরস্ক ভ্রমন করা যাবে?
৩. যদি ভিসা আবশ্যক হয় সেক্ষেত্রে জিও দিয়ে কি তুরস্কের ভ্রমন ভিসা পাওয়া যায়?
জি যেতে পারবেন এবং পাওয়া যাবে।
০১/ আমি সরকারি ১৯তম গ্রেডের কর্মচারি আমার আগের নরমাল পাসপোর্ট এ প্রাইভেট সার্ভিস দেয়া আছে যার মেয়াদ শেষ, এখন রিনিউ করতে গেলে কি প্রাইভেট সার্ভিস থাকলে সমস্যা হবে কি?
০২/ আমি ব্যাক্তিগত ভাবে যদি ইউরোপ ভ্রমণ করতে চাই তাহলে কি NOC/GO ছাড়া ভ্রমন করতে পারবো কি?
Government Service diben and GO /NOC korei jaben.
আমি ১৩তম গ্রেডর সরকারি কর্মচারী। আমি ইউরোপে জব ভিসায় যেতে চায়। পাসপোর্টের আবেদন থেকে এ্যামবাসি ফেইজ করা পর্যন্ত ৭\৮ মাস সময় লাগে, এই সময় পর্যন্ত সরকারি কর্মচারী হিসাবে চাকরির করে, যাওয়ার আগে চাকরি ছেড়ে দিতে চাই। এখন কোন ধরনের পাসপোর্ট করব এবং কি লাগবে (noc/go বা এসব কিছুই লাগবেনা)?
কিছুই লাগবে না। যেহেতু চাকরি ছেড়ে যেতে চান। সাধারণ পাসপোর্ট হলেই হবে। চাকরি ছাড়ার সময় ১ মাসে বেতন জমা দিয়ে ছেড়ে দিবেন ব্যাস। আর কিছু করা লাগবে না।
আমি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে ১৩ গ্রেড এর জব করি। আমি জানতে চাচ্ছি, আমি পার্সোনাল পাসপোর্ট করে টুরিস্ট ভিসায় ভারতে যেতে পারবো কিনা? এবং টুরিস্ট ভিসায় গেলে আমার কি জিও নিতে হবে নাকি ভিসাতেই যেতে পারবো??
আর এনওসি দিয়ে কি পার্সোনাল ভিসা করা যাবে না অফিসিয়ালি করতে হবে??
এখন শুধুমাত্র সরকারি কাজে বিদেশ ভ্রমণ ছাড়া সকল ক্ষেত্রে পার্সোনাল পাসপোর্ট ব্যবহৃত হয়। আপনি যেতে পারবেন। বর্হিবিশ্ব ছুটি নিয়ে ভিসা করে যেতে পারবেন।
আমি ৯ম গ্রেডের একজন সরকারী কর্মকর্তা, আমার অফিসিয়াল পাসপোর্ট আছে। আমি আমার ছেলের সাথে দেখা করতে সিংগাপুর যেতে চাই। আমার কি শুধু বহিঃবাংলাদেশ ছুটি গ্রান্ড করে NOC নিয়ে যেতে পারব, নাকি আমার visa লাগবে? প্লিজ আমাকে সঠিক তথ্যটি দিবেন।
বহি: বাংলাদেশ ছুটি নিবেন এবং ভিসা করাবেন। ভিসা ছাড়াই ৪১ দেশে ভ্রমণ করতে পারেন বাংলাদেশিরা
আমি বাংলাদেশ রেলওয়েতে ১৫তম গ্রেডে কর্মরত আছি, এ বছরের মে তে আমি শ্রান্তিবিনোদোন ছুটি ও ভাতা প্রাপ্য হবো। আমি এ সময়টুকুতে ভ্রমণের জন্য ভারতের সিকিমে যেতে চাচ্ছি। প্রশ্ন হলঃ
১- আমি কি এই ছুটিকে বহিঃ বাংলাদেশ ছুটিতে রূপান্তর করতে পারবো?
২- এক্ষেত্রে জিও নিলে কি আমাকে আবার ভিসা করতে হবে?
দয়াকরে জানাবেন।
জি পারবেন। জিও নিলেই হবে ভিসা নিতে হবে না।
আমার পাসর্পোটে প্রাইর্ভেট সারভিস লেখা আছে কিন্ত এখন আর চাকুরি নাই। আমি কি NOC ছাড়াই কি ভারতে ভ্রমণ ভিসা পেতে পারি। NOC ছাড়া কি বাংলাদেশ ভারত ইম্যগ্রোশোন পর হতে পরবো।
এনওসি লাগবে না। শুধু পাসপোর্ট হলেই হবে। ভারত ভ্রমণে ভিসা লাগে না।
আমি সরকারি চাকুরী করি ১৩ তম গ্রেডে প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে। এ বছরের জুন মাসে আমি শ্রান্তিবিনোদন ছুটি ও ভাতা প্রাপ্য হবো। আমি এ সময়টুকুতে ভ্রমণের জন্য ভারতের আগরতলা যেতে চাচ্ছি। প্রশ্ন হলঃ
১- আমি কি এই ছুটিকে বহিঃ বাংলাদেশ ছুটিতে রূপান্তর করতে পারবো?
২- এক্ষেত্রে জিও নিলে কি আমাকে আবার ভিসা করতে হবে?
১। বহি: বাংলাদেশ ছুটিতে রুপান্তর করতে পারবেন।
২। শুধু জিও জারি করলেই হবে।
আসসালামু আলাইকুম।
আমি বাংলাদেশ পুলিশ এর একজন ১৭তম গ্রেডের কর্মচারী।চাকরীতে প্রবেশের আগে আমি আমার অরিজিনাল বয়স থেকে ৫ বছর বাড়িয়ে একটা নীল/ সাধারন পাসপোর্ট করেছিলাম,কিন্তুু আমি এখন স্পাউজ/ বা স্টুডেন্ট ভিসায় বিদেশ যেতে চাই,আর আমি চাকরীতে থাকা অবস্থায় আমি আমার পাসপোর্টটা সংশোধন করতে চাই,সেক্ষেত্রে আমি কি করবো দয়া করে একটু জানালে খুবই উপকৃত হবো।
সংশোধন করতে হবে না। আপনি বর্তমান পাসপোর্ট দিয়েই বিদেশ যেতে পারবেন। চাকরি ছেড়ে দিয়ে ব্যক্তিগত কারণে বা চাকরির উদ্দেশ্যে বিদেশ যেতে পারবেন ঐ পাসপোর্ট দিয়েই।
আমি একজন বেসরকারি হাইস্কুলের শিক্ষক আমি বন্ধের সময় ভারতে তীর্থ ভ্রমনে যেতে চাই তাই আমার কি প্রতিষ্ঠান থেকে ছুটি না নিয়ে ভিসা করা যাবে কী? আমাকে পরামর্শ প্রদান করলে খুবই উপকৃত হবো।
আপনাকে অবশ্যই বহি: বাংলাদেশ ছুটি নিয়ে যেতে হবে। আপনি তীর্থ স্থানে ভ্রমনের জন্য যেতে পারবেন তবে জিও জারি করে যদি আপনি এমপিওভূক্ত তা তালিকা ভূক্ত উচ্চমাধ্যমিকের শিক্ষক হয়ে থাকেন। কেন আপনি ছুটি না নিয়ে ভিসা করে যাবেন? অবশ্যই বিধি মোতাবেক যাওয়া উচিৎ
আমি ” সি জি এ” এর ১২তম গ্রেডের কর্মচারী। আমি একটি সরকারী পাসপোর্ট করেছিলাম যদিও কোথাও যাওয়া হয় নি। তখন আমি শুধু এন ও সি দিয়ে পাসপোর্ট করেছিলাম যার মেয়াদ গত মে মাসে শেষ হয়ে যা্য়। এখন আমি ঐ পাসপোর্ট রিনিউ করতে চাই এবং বিদেশ ভ্রমন করতে চাই।এখন ঐ পাসপোর্ট রিনিউ এবং বিদেশ ভ্রমনের অনুমতির প্রসেসটা যদি জানতে পারতাম কুব উপকৃত হতাম।
পাসপোর্ট আপনি রিনিউ করবেন নিজ দায়িত্বে আমজনতা যেভাবে নির্ধারিত ফি সাপেক্ষে করেন। বিদেশ ভ্রমণের জন্য বহি: বাংলাদেশ ছুটির আদেশ জারি করাবেন। ব্যাস কাজ শেষ। কিছু দেশে ঐ বহি: বাংলাদেশ জিও দিয়েই যেতে পারবেন কোন ভিসা লাগবে না।
১.৯ম গ্রেডের কর্মকর্তার ব্যক্তিগত প্রয়োজনে অফিসিয়াল নীল পাসপোর্ট এর জন্য জিও জারি করার প্রক্রিয়াটা জানান…
২. অপ্রাপ্তবয়স্ক সন্তান বাবা/মার জারিকৃত ব্যক্তিগত ভ্রমনের জিও এর ভিত্তিতে কি অফিসিয়াল নীল পাসপোর্ট পাবে নাকি অর্ডিনারি সবুজটা…??
৩. অফিসিয়াল নীল পাসপোর্ট দিয়ে কি ব্যক্তিগত ভ্রমনের সুযোগ আছে..??
৪. অফিসিয়াল পাসপোর্ট দিয়ে ব্যক্তিগত ভ্রমনের জন্য কি ভিসার প্রয়োজন…??
১। সরকারি প্রয়োজনে গমন করলে নীল পাসপোর্ট পাবেন। পরিবারের অবশিষ্ট সবাই সবুজ পাসপোর্ট পাবেন। নীল পাসপোর্ট দিয়েও ব্যক্তিগত ভ্রমণ করা যাবে। যে সব দেশে ভিসা লাগে না সে সব দেশের জন্য জিও হলেই হবে ভিসা লাগবে না।
আসসালামুয়ালাইকুম, যারা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের এনওসিতে তাদের স্বামী/স্ত্রী অথবা ১৫ বছরের সন্তানের নাম লিখা থাকে তারা কি পাসপোর্ট করার সময় এনওসি সুবিধা পাবে নাকি পাবে না, প্লিজ একটু বলবেন।
অবশ্যই পাবে।
আমি ৯ম গ্রেডের একজন কর্মকর্তা। অধিদপ্তর থেকে NOC পেয়েছি। এখন আমি কি এই NOC দিয়ে সবুজ রঙের সাধারণ পাসপোর্ট করতে পারবো নাকি নীল; রঙের অফিসিয়াল পাসপোর্টই করতে হবে?? জানালে উপকৃত হব।
সবুজ রঙ্গের পাসপোর্টই পাবেন।
সরকারি চাকুরিজীবী কি noc ছাড়া পাসপোর্ট করতে পারবে এবং বিদেশ ভ্রমন করতে পারবে??
অবশ্যই পারবেন। বিদেশ যেতে জিও জারি বা বর্হি: বাংলাদেশ ছুটির আদেশ জারি করতে হয়। আপনি যদি অফিসকে না জানিয়ে যেতে পান যেতে পারেন। তবে অফিস পরবর্তীতে জানতে পারলে আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।
আমি সরকারি কর্মচারী nocদিয়ে পাসপোর্ট করেছিলাম।আমি কী Students ভিসার জন্য আবেদন করতে পারব?আমি চাচ্ছিলাম ভিসা হলে চাকুরী ছেড়ে দিব।প্লিজ উত্তর দিলে খুব উপকৃত হতাম।অবশেষে কীভাবে যাওয়া যাবে আমাকে suggest den plz?
অবশ্যই পারবেন। এনওসি দিয়ে পাসপোর্ট করলেও এটি দিয়ে সব কাজই করা যাবে। ভিসা পেলে ১৫ বা একমাসের নোটিশে চাকরি ছেড়ে দিবেন। ব্যাস।
আমি ১৫তম গ্রেডের সরকারি কর্মচারী। আমি NOC দিয়ে পাসপোর্ট করেছি। এখন আমি ভ্রমনের উদ্দেশ্যে মালদ্বীপ, ভূটান, নেপাল যেতে চাই।
আমি কি একই জিও তে এই ৩ দেশ ভ্রমন করকে পারবো।
একই সাথে একাধিক দেশে ভ্রমনের জন্য জিও এর আবেদন করা যাবে কি?
দয়া করে একটু জানাবেন প্লিজ।
হ্যাঁ। বর্হি: বাংলাদেশ ছুটির আদেশ জারি করে একই এনওসি দিয়ে সকল দেশ ভ্রমণ করতে পারবেন। আবেদন করা যাবে।
আমি সরকারি কর্মচারী, সরকারি পাসপোর্টের মেয়াদ আছে এখন কি পার্সোনাল পার্সপোর্ট করতে চাইলে পারব, সেক্ষেত্রে সরকারি পাসপোর্টেরর কার্যকারিতা থাকবে কিনা দ্রুত জানতে চাচ্ছি
আমি সরকারি চাকরি করি তাই সরকারি পাসপোর্ট আছে কিন্তু এখনকি পার্সোনাল পাসপোর্ট করতে পারব
হ্যাঁ। করতে পারবেন। আপনি ঐ সরকারি পাসপোর্ট ই ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন।
আলাদা পাসপোর্ট একই এনআইডিতে করতে পারবেন না। বর্তমান পাসপোর্ট সব কাজে ব্যবহার করতে পারবেন।
আমি একজন সরকারি চাকরিজীবী ।স্বাস্থ্য বিভাগে কমʼরত আছি।আমি স্বামীর চিকিসার জন্য সফরসংগী হিসাবে জিও নিয়েছি।এখন আমি কোন ভিসা নিতে পারবো । ভ্রমন ভিসা নিতে পারবো কি। জানালে উপকৃত হব।
হ্যাঁ পারবেন। যে কোন ভিসা নিতে পারবেন।
আমি একজন সরকারী স্কুলের শিক্ষিকা,,, আমি ২ মাস আগে noc দিয়ে পাসপোর্ট করেছিলাম,, এখন আমি কি স্টুডেন্ট ভিসাই এই পাসপোর্ট দিয়ে বিদেশে যেতে পারব,,,,,, কুন ছুটি না নিয়ে
অবশ্যই পারবেন। কিন্তু কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বহি: বাংলাদেশ গেলে বিভাগীয় মামলা হতে পারে। তাই বহি: বাংলাদেশ ছুটি নিয়ে বেড়াতে যান অথবা যে কোন উদ্দেশ্যে যান।
আমি ৬ষ্ঠ গ্রেডের সরকারী চাকরিজীবি। অসুস্থ ছেলের চিকিৎসার জন্য এটেল্ডেন্ট হিসেবে ভারতে যাওয়ার জন্য জিও নিয়েছি যেখান্ ভ্রমনের তারিখ ১০/১১/২২ থেকে ০৯/১২/২২ পর্যন্ত। আমি কি এই তারিখের এক সপ্তাহ আগে যেতে পারবো?
আ্মার জিও হয়েছে 13/3/2022 এখনও ওমরা (সৌদি আরব) যেতে পারিনি। এখন কি যাওয়া যাবে ? জিও মেয়াদ কত দিন থাকে। সৌদি আরব থেকে আসার সময় অন্য দেশ ভ্রমন করা যাবে কি?
6 মেয়াদ থাকে। পেরিয়ে গিয়েছে। পুনরায় জারি করতে হবে।
যদি প্রকৃত যাত্রার তারিখ থেকে উল্লেখ থাকে তবে আপনি পরে বা পূর্বেই যেতে পারবেন।
PRL থাকাকালে অফিসিয়াল পাসপোর্ট দিয়ে ভারত ভ্রমণ করা যায় কি? এসময় PRL এর আদেশ GO হিসেবে গণ্য হবে হবে কি?
না। অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করা যাবে না। পূর্বে অনুমতি লাগতো এখন অনুমতিও লাগবে না।
আমি বর্তমানে সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত। আমি NOC দিয়ে পাসপোর্ট করেছি।
প্রশ্ন-০১ঃ আমি ভারতের ভিসার জন্য আবেদন করে পরবর্তীতে ভারতে টুরিস্ট ভিসা/তীর্থ স্থান ভ্রমনে যেতে চাইলে সরকারি ভাবে ছুটি প্রয়োজন হবে কি?
প্রশ্ন-০২ঃ সরকারিভাবে অনেক সময় সপ্তাহে টানা ০৩ দিন বন্ধ থাকে। তখন এই ০৩ দিন ভারতে ট্যুরিস্ট ভিসায় যেতেও কী অনুমতি লাগবে?
উত্তর জানালে উপকৃত হবো….
দুটি ক্ষেত্রেই সরকারি ছুটি নিতে হবে। বহি: বাংলাদেশ গেলেই বহি: বাংলাদেশ অর্জিত ছুটি নিতে হবে। অন্যথায় এটি অপরাধ হবে এবং বিদেশ মৃত্যুবরণ করলে সরকার কোন আর্থিক সুবিধাই আপনার পরিবারকে দিতে পারবে না।
NoC দিয়ে পাসপোর্ট করলে সংশ্লিষ্ট অফিস থেকে অনুমতি না নিয়ে বিদেশ যাওয়া যাবে?
আমি একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। Noc দিয়ে পাসপোর্ট করলে অফিসের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমন করার সময় বিমান বন্দরে কোনো সমস্যা হবে?
অথবা ইমিগ্রেশন কর্মকর্তা কি কোনো ভাবে জানতে পারেন যে আমি অনুমতি ছাড়া বিদেশ যাচ্চি?
কোনো সমস্যা নেই।
যাবে। তবে রিক্স থাকে। আপনার মৃত্যুজনিত কারণে পেনশন নিয়ে আপনার পরিবার ঝামেলায় পড়বে।
আমি ১০ম গ্রেড সরকারি কর্মচারি আমি NOC ছাড়া পাসপোর্ট করতে পারব?
পারবেন। এনওসি দিয়েই করা ভাল কারণ এতে করে পুলিশ ভেরিফিকেশন লাগে না।
NOC নিয়ে পাসপোর্ট করেছি, সবুজ পাসপোর্ট, এই NOC দিয়েই কি ইন্ডিয়ান ভিসা আবেদন করতে পারবো। Help please.
আপনি যদি দেশের বাইরে যেতে চান তবে এখনও জিও হলেই হবে। যেমন ধরুন, বহি: বাংলাদেশ ছুটির আদেশ জারি করলে সেটি নিয়ে যেতে পারবেন।
আমি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের ৩য় শ্রেণীর কর্মচারী হয়।NOC নিয়ে ই-পাসপোর্ট করি। সবুজ ই-পাসপোর্ট পাই। এখন আমি থাইল্যান্ড ভ্রমণ করতে চাচ্ছি। ভিসার জন্য NOC/জি,ও চাচ্ছে। এক্ষেত্রে বহিঃ বাংলাদেশ ছুটি ( NOC/জি,ও) কার থেকে নিব? চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়ের নিকট থেকে নিলে হবে? অর্জিত ছুটির তারিখ উল্লেখ থাকবে?
নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট হতে নিতে হবে। যদি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় হতে নিয়োগপত্র পান তবে সেখান থেকে নিলেই হবে। ছুটির তারিখ উল্লেখ থাকবে। তবে সেখানে আরও একটি লাইন উল্লেখ করাবেন। প্রকৃত যাত্রার তারিখ হতে ছুটি গণ্য হবে।
আমি পুলিশ সদস্য। আমি noc নিয়ে পাসপোর্ট করেছি।
এখন আমি যদি…
(১)চাকরিরত আবস্থায় বিদেশ যাওয়ার জন্য ভিসার চেস্টা করলে চাকরি বা ভিসার জটিলতা হবে কিনা?
(২) ভিসা পাওয়ার পর সব কিছু নিশ্চিত করে তার পর চাকরি ছেড়ে এ পাসপোর্ট দিয়ে বিদেশ যেতে অসুবিধা হবে কিনা?
জানতে চাচ্ছি।
না সমস্যা হবে না। তবে চাকরি ছাড়ার ছাড়পত্র দেখাতে হবে।
সরকারি চাকুরীজীবিদের এখন বিদেশে ভ্রমন নিষেধ আছে। তবে চিকিৎসা সংক্রান্ত কাজে যাওয়া যায়। মেডিকেল এটেন্ডেন্ট হিসাবে কর্তৃপক্ষের কাছ থেকে ছুটির অনুমোদন পেয়ে কি টুরিস্ট ভিসার জন্য আবেদন করা যাবে? দয়া করে জানাবেন।
তা যেতে পারবেন। সরকারি খরচে বিদেশ যাওয়া বন্ধ। ব্যক্তিগত খরচে যেতে পারেন।
Noc না নিয়ে শুধু সরকারি চাকরি উল্লেখ করে পাসপোর্ট করা যাবে, তাইলে কি পুলিশ ভ্যারিফিকেশন লাগবে না, আমার মা রিটায়ার্ড সরকারি জব করতেন, তিনি শুধু পেনশনের কপি জমা দিছেন আর কোন পুলিশ ভ্যারিফিকেশন লাগে নাই আবার ৭ দিনে পাইছেন পাসপোর্ট, আমি এখন জব করি আমিও এমন পাবো কি
সরকারি চাকরিজীবী হলে এনওসি লাগবে তা আপনি পাসপোর্ট রিনিউ করুন বা নতুন পাসপোর্ট করুন।
এনওসি লাগবে অবশ্যই।
এনওসি লাগবে। নতুন পাসপোর্ট বা পুরাতন পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রেও এনওসি লাগবে।
জিও হওয়ার পরে বিদেশে গিয়ে দেশে ফিরে এসে যদি ছূটির মেয়াদ থাকে ঐ একই আদেশ দিয়ে কি আবার বিদেশে যাওয়া যাবে?
না। দেশে ফিরে কাজে যোগদান করতে হবে ছুটি জমা থাকলেও। পুন: জিও করতে হবে।
আমি সরকারি চাকরি করি সেক্ষেত্রে আমি এন ও সি না দিয়ে ব্যাক্তিগত ব্যাবসার সার্টিফিকেট দিয়ে পেশা ব্যাবসা দিয়ে পাসপোর্ট পাব কি?
পাসপোর্ট পাবেন। সেটি বৈধ হবে না। আপনি দেশের বাহিরে গেলে এনওসি লাগবে। তাছাড়া অনুমতি ব্যতিরেকে ব্যবসা দেখানোর সুযোগ নাই।
আমি শুধু মাত্র ভারত ভ্রমণের অনুমতি নিয়ে অন্য যে কোন দেশে যেতে পারবো কি না?
দয়া করে জানাবেন।
না।
আমি ভারত ভ্রমণের অনুমতি নেব এবং ভারত থেকে অন্য যে কোন দেশে যেতে পারবো কি না (অর্থাৎ অন এরাইভাল ভিসা বা একদেশে প্রবেশ করে সেই দেশ থেকে অন্য যে কোন দেশে প্রবেশ)? তাতে কি কোন সমস্যা হবে? নাকি অন এরাইভাল ভিসা নিয়ে যেতে পারবো।
প্লিজ জানান।
জিও যে দেশের জন্য জারি হয় ঐ দেশেই যেতে হয়। Arrival Visa lagbe
আমি ১৬ তম ও গ্রেডে সরকারী চাকুরী করি।Noc দিয়ে পাসপোর্ট করি। এখন বিদেশে যেতে বাংলাদেশ ইমিগ্রেশন কোনপ ধরনের সমস্যা হবে।।।
না।
একজন প্রাইমারি শিক্ষকের জিও প্রাপ্তির জন্য যে আবেদন করবে সে আবেদনপত্রের একটা নমুনা পত্র দিলে উপকৃত হব।
দু:খিত।
আমি ১৬ গ্রেডের একজন সরকারি কর্মচারী। আমার NOC দিয়ে নীল রংয়ের (সরকারি পাসপোর্ট) পাসপোর্ট করা আছে। আমি কি এখন শুধুমাত্র জিও দিয়ে চিকিৎসা করার উদ্দেশ্যে ভারত ভ্রমন করতে পারবো। এক্ষেত্রে কোন অসুবিধা হবে কিনা? এক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে। সঠিক তথ্য দিলে উপকৃত হব।
ভিসা লাগবে কিনা তা নির্ভর করে আপনি কোন দেশে যেতে চাচ্ছেন তার উপর।
আমি ভারত ভ্রমন করতে চাই।এক্ষেত্রে কি ভিসা করা লাগবে। আর কি কি ডকুমেন্ট লাগবে।
ভিসা লাগবে না। জিও এবং অফিস থেকে অবমুক্তির আদেশ, পাসপোর্ট ইত্যাদি
Noc দিয়ে আবেদন করলে কতদিনের মধ্যে পাসপোর্ট হাতে পাব?
১৫ দিনের মধ্যেই।
আমি 16তম গ্রেডে সরকারি চাকরি করি। আমার পাসপোর্ট noc দিয়ে করা হয়েছে। আমি কিভাবে ইউরোপের কোন দেশ ভ্রমণ করতে যাব।
প্রথমে বহি: বাংলাদেশ ছুটি মঞ্জুর করতে হবে। অতপর ভিসা করে যাবেন।
সরকারী নীল পাসপোর্টধারী গণ ভিসা ছাড়া শুধু জিও নিয়ে যেসব দেশে যেতে পারবেন তার তালিকা পাওয়া যাবে?
https://bdservicerules.info/visa-free-country-for-bangladeshi-%e0%a5%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%a6/
আমি সরকারি স্কুলে শিক্ষকতা করছি। কিছুদিন আগে আমি পাসপোর্ট করি প্রাইভেট সার্ভিস পেশা দিয়ে। আমার হাজব্যান্ড ইংল্যান্ড এ থাকে। এখন আমি ডিপেন্ডেন্ট ভিসায় যেতে ভিসার এপ্লিকেশন করি। ভিসা হলে আমি চাকুরি ছেড়ে দিয়ে যাব। আমার প্রশ্ন হলো যে, ইউকে ইমিগ্রেশন অফিসার কি কোন ভাবে জানার রাস্তা আছে যে, আমি দেশে সরকারি চাকুরী করি? বাংলাদেশ সরকার কি সরকারি চাকুরীজীবিদের তথ্য কি বাইরের দেশের ইমিগ্রেশন এর সাথে শেয়ার করে?
প্লিজ আমাকে একটু জানাবেন! আমি খুব চিন্তিত এই বিষয়টা নিয়ে!!
কোন সুযোগ নেই। এনআইডিতে কোন তথ্য দেয়া না থাকলে জানতে পারবে না।
আমি পাসপোর্ট এ পেশা প্রাইভেট সার্ভিস দিয়েছি। কিন্তু ভিসা এপ্লিকেশন এ জিজ্ঞাসা করা হয়েছিল যে, তুমি কি কখনো সরকারি চাকুরি করেছ? সেখানে আমি বলেছি যে, হ্যা আমি করেছি। তো এখন কি ইউকে হোম অফিস আমার এমপ্লয়মেন্ট ভেরিফাই করার জণ্য আমার সরকারি প্রতিষ্ঠান এ যোগাযোগ করতে পারে? উল্লেখ্য আমি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক এবং ইংল্যান্ড এ ডিপেন্ডেন্ট ভিসায় আবেদন করেছি। প্লিজ কাইন্ডলি জানাবেন
আমি একজন ৯ম গ্রেডের সরকারি কলেজ এর শিক্ষক (সদ্য জাতিয়করনকৃত)।এই বছর আমি ওমরাহ হজ এ যেতে চাই।এখন আমার কলেজ থেকে এন ও সি নিয়েছি পাসপোর্ট করার জন্য, কিন্তু আমার কলেজ এর ওয়েবসাইট নেই।সরাসরি এন ও সি কপি দিয়ে কি আমি সরকারি পাসপোর্ট নিতে পারবো? আমার পাসপোর্ট কি রঙের হবে?
না পারবেন না। dshe বা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তর এরর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। প্রুভ দেখুন http://dshe.gov.bd/sites/default/files/files/dshe.portal.gov.bd/moedu_office_order/065d2f49_6647_4b44_8da5_1a70e62fac0a/noc.pdf
যেহেতু সরকারি চাকরি করেছেন বলছেন এক্ষেত্রে অব্যাহতি পত্র অথবা অনাপত্তি পত্র বা এনওসি লাগবে।
আমি ১০ম গ্রেডের একজন সরকারি কর্মচারী। আমি NOC সংগ্রহ করে পাসপোর্ট বানালে কি, যে কোন দেশে টুরিস্ট ভিসায় যেতে পারব? এই পাসপোর্ট থাকলে কি ভিসা পাওয়া যায় না?
আমি ১০ম গ্রেডের একজন সরকারি কর্মচারী। আমি NOC সংগ্রহ করে সবুজ রংয়ের পাসপোর্ট পাব। এই পাসপোর্ট দিয়ে আমি কি স্টুডেন্ট/ টুরিস্ট ভিসায় যে কোন দেশে যেতে পারব? বা এই পাসপোর্ট থাকলে কি ভিসা পেতে জটিলতার সৃষ্টি হয়?
পারবেন। এক্ষেত্রে জিও জারি হতে হবে। চাকরি ছেড়ে দিলেও জিও লাগবে না।
কোন জটিলতার সৃষ্টি হয় না। এখন ব্যক্তিগত পাসপোর্টই ইস্যু করা হয়। তবে অব্যাহতি পত্র সাথে রাখলে চাকরি ছেড়ে দিলেও কোন সমস্যা হয় না।
আমার সরকারী আদেশে (জিও) ২০/০৭/২০২৩ হতে ৩৫ দিন পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে লেখা আছে।এক্ষেত্রে আমি কি ২২/৮/২০২৩ খিঃ হতে ভারত ভ্রমন করতে পারবো।
প্রকৃত যাত্রার তারিখ হতে লেখা থাকলে পারবেন। নতুবা আবার মঞ্জুরী নিতে হবে।
আমি এনওসি নিয়েছিলাম ১ বছর আগে। কিন্তু মেয়াদের মধ্যে পাসপোর্ট করতে পারিনি। এনওসি এখনও ওয়েবসাইটে আছে। এখন কি এই এনওসি দিয়ে পাসপোর্ট করতে পারব?
না। এনওসি মেয়াদ ৬ মাস তা এনওসিতেই লেখা থাকে।
কিভাবে আমার অফিসিয়াল পাসপোর্টকে সাধারণ পাসপোর্টে পরিবর্তন করব? বর্তমানে, আমি একটি অফিসিয়াল পাসপোর্ট নিয়ে স্বাস্থ্য খাতে কাজ করছি৷ আমি ব্যক্তিগত কারণে আমার অফিসিয়াল পাসপোর্টকে সাধারণ পাসপোর্টে রূপান্তর করতে চাই৷
জিও ছাড়াই নবায়ন করলেই হবে।
আমি রেলওয়েতে জব করি, আমার স্ত্রী Mpoভূক্ত স্কুলের শিক্ষিকা। আমার Noc দিয়ে দুজনের pasport করা করা আছে।ভারতে চিকিৎসা নিতে গেল আমি জিও নিলেই হবে।নাকি আমার স্ত্রীর জিও নিতে হবে।জানাবেন please!
দুজনেরই জিও জারি করিতে হইবে।
আমি চতুর্থ গ্রেডের একজন সরকারি কর্মকর্তা। ভিয়েতনামে আমার একটি প্রশিক্ষণ পড়েছে। জিও প্রক্রিয়াধীন। প্রশ্ন হলো, ভিয়েতনাম যেতে আগেই ভিসা করাতে হবে না-কি অন-এরাইভাল ভিসা পাবো?
ভিয়েতনামে যেহেতু অন এরাইভাল ভিসা তাই আপনাকে ভিয়েতনাম এয়ারপোর্টে পৌঁছে ভিসা করতে হবে। তবে ভিসা পাবার পূর্বে আপনাকে অবশ্যই ভিয়েতনামে ভিসা অনুমোদন পত্রের (visa approval letter) জন্য অগ্রিম আবেদন করতে হবে এবং ভিয়েতনাম এয়ারপোর্টে পৌঁছানোর পরে আপনার পাসপোর্টে ভিয়েতনাম সরকারী ভিসা স্ট্যাম্প লাগিয়ে নিতে হবে।
নবনিয়োগ প্রাপ্ত একজন সরকারি কর্মচারীর পাসপোর্ট এর জন্য আবেদন করার জন্য ন্যূনতম সময় কত ?
১৮ হলেই হবে।
আমি একজন সিনিয়র স্টাফ নার্স,
আমি সরকারী জব করি, আমি ইউরোপে জব ভিসার জন্য এপ্লিকেশন করতে চাচ্ছি, এ ক্ষেত্রে সরকারি 1.পাসপোর্ট, গ্রহন যোগ্য হবে কিনা??
2.বিদেশে জব করতে পারবো কিনা??
ভাল হয়। পাসপোর্ট রিইস্যু করে নিন। পাসপোর্টে Govt. Service মেনশন থাকলে পরবর্তীতে ঝামেলা পোহাতে হবে।
আমি তৃতীয় শ্রেনীর একজন কর্মচারি। বর্ডার পেরিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন অফিসে বহির্গমন ছুটির সনদ দেখালে কি ছুটির সনদে ইমিগ্রেশন অফিস থেকে কোন স্বাক্ষর বা সিল দিয়ে থাকে?
না।
আমি সরকারী চাকুরীজীবী ।আমার জামাই একটি বেসরকারি কোম্পানিতে আছে। আমি আমার ফ্যামিলি সহ work permit এ UK তে যেতে চাই । পাসপোর্টে আমি gov employee দিয়েছি যদিও সেটা সাধারণ গ্রিন পাসপোর্ট।
এখন, আমার হাসবেন্ড যদি care giver job এর জন্যে Uk তে এপ্লাই করে তাহলে কি আমি সেখানে হাসব্যান্ড এর উপর depended দেখিয়ে , আমার gov জব না ছেড়েও ভিসা পাবো? এটাই মূল জিজ্ঞেসা… জানিনা কতটা বুঝিয়ে বলতে পেরেছি তবে প্লিজ এটুকু জানালেই হবে যে হাসবেন্ডের উপর depended দেখিয়ে wife কি ভিসা পেতে পারে কিনা তার gov job না ছেড়েও।
ধন্যবাদ।
আপনার হাসব্যান্ড বিদেশে থাকলে আপনি বেড়ানোর ভিসায় যেতে পারবেন এবং এজন্য জিও জারি করতে হবে। ওয়ার্কপারমিট নিয়ে যেতে পারবেন না। কারণ সরকার ওয়ার্কপারমিট নিয়ে বিদেশ যেতে দিবে না। তবে আপনি অফিসকে না জানিয়ে বিদেশ যেতে চাইলে সেটি পারবেন। পাসপোর্টে সরকারি চাকরি লেখা থাকলে বিমান বন্দরে জিও চাইবে।
আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি noc নিয়ে পাসপোর্ট করেছি। আমি টিও অফিস হতে ৩ মাসের মেডিকেল লিভ নিয়েছি। আমি ডিপেন্ডডেন্ট ভিসায় ৩ মাসের জন্য মালয়েশিয়া যেতে চাচ্ছি। এখন কি আবার জিও নিতে হবে? জিও ছাড়া শুধু মেডিকেল লিভ দিয়ে গেলে বিমানবন্দরে কোনো অসুবিধা হবে কিনা? আমি জিও ছাড়া যেতে চাই, পারব কিনা?
জিও ছাড়াও অনেকেই যাচ্ছে। তবে বিধি অনুযায়ী জিও নিয়ে যাওয়াই শ্রেয়।
আমি সরকারি লিয়েন ছুটিতে বিদেশে বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করছি। লিয়েন ছুটি শেষে সময়মত কাজে যোগদান করতে না পারার কারণে সরকারি চাকুরী থেকে অব্যাহতির নোটিশ পেয়েছি। এখনও বিদেশে অবস্থান করছি। বহনকৃত সরকার পাসপোর্টের মেয়াদ ও শেষ হয়ে গেছে। কিভাবে তা সাধারণ পাসপোর্টে পরিবর্তন করব?
বিনা বেতনে ছুটি কিভাবে নেয়া যায়, একটানা কত মাস পর্যন্ত নেয়া যাবে, এসময় বিদেশে কোন কাজ করা যাবে কিনা? সময় শেষ হয়ে গেলে দেশে ফিরে আবার চাকরি করা যাবে কি? বিস্তারিত জানালে উপকৃত হবো এবং এ সংক্রান্ত সঠিক প্রজ্ঞাপন দিলে চিরকৃতজ্ঞ থাকবো।
কর্তৃপক্ষ যত দিন দিবে। সাধারণত সর্বোচ্চ ২ বছর দিয়ে থাকে। কাজ করতে পারবেন। তবে জিও জারি করে বিদেশ যাওয়ার অনুমতি দিবে যদি স্কলারশীপ পেয়ে থাকেন এবং দপ্তরকে বোঝাতে পারেন আপনার পড়াশুনা দপ্তরের কাজে আসবে।
রিনিউয়ের সময় সরকারি না দেখিয়ে আবেদন করলেই সাধারণ পাসপোর্ট পাবেন। নো অবজেকশন সার্টিফিকেট না নিলেই হলো।
আমি ১৭ তম গ্রেডের একজন সরকারি চাকুরিজীবী (পুলিশ সদস্য)। আমার কোন পাসপোর্ট নেই। আমি কিছু দিন পরে চাকরি ছেড়ে বিদেশে জব ভিসায় যেতে চাচ্ছি সেক্ষেত্রে আমি কি চাকরি রত থাকা অবস্থায় NOC ছাড়া পাসপোর্ট তৈরি করতে পারবো।
আমি চট্টগ্রাম ওয়াসা তে জব করি । Autonomous প্রতিষ্ঠান । নবম গ্রেড। Noc নিয়েছি কিন্তু আমার প্রতিষ্ঠানের নাম ওয়েবসাইট দেখছি না। আমি কি অফিসিয়াল পাসপোর্ট পাবো নাকি সাধারণ পাসপোর্ট।
আমি সরকারি চাকুরিজীবি। Noc দিয়ে পাসপোর্ট করা। আমি বিদেশে চাকুরির জন্য যেতে চাই। চাকুরী না ছেড়ে লিয়েন নিয়ে কি যেতে পারবো? যদি যায় পদ্ধতি কি একটু বলা যাবে? ২। এ্যাম্বাসিতে ভিসার জন্য দাড়াঁতে কি GO লাগে?
please জানালে উপকৃত হবো।
এনওসি জারিকারী কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাবলিশ করাতে হবে। অন্যথায় সাধারণ পাসপোর্ট করতে হবে এবং পাসপোর্ট ভেরিফিকেশন হবে।
কোন স্কলারশীপ নিয়ে যেতে হবে। জিও লাগবে।
পারবেন। এনওসি না নিলে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন হবে। করতে পারবেন।
আমি সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসাবে কর্মরত আছি (গেরেড ৯ম)। NOC দিয়ে পাসপোর্ট করেছি। ভারতে ভ্রমণে GO এর পাশাপাশি VISA লাগবে কি?
জি। লাগবে।
আমি ১৬ তম গ্রেডে পুলিশে কর্মরত আছি, লিয়ন ছুটি নিয়ে বিদেশে মাস্টার ডিগ্রি করতে পারব?জরুরী একটু জানাবেন।
নিয়োগকারী কর্তৃপক্ষ অনুমতি দিলে বা জিও জারি করলে পারবেন।
আমি ১১ তম গ্রেডে চাকরিতে ঢোকা একজন কর্মচারী। আমার চাকরী পাবার আগের পাসপোর্ট আছে। আমার ভারত ছাড়া কোথাও যাওয়ার দরকার পরে না। আমি কি ভিসা ছাড়া ভারত যেতে পারব? যদি এই পাসপোর্ট না হয়, তাহলে নতুন করবো। কিন্ত কোনও উপায় আছে কি?
ভিসা ছাড়া ভারত যেতে পারবেন না।
আমি দুই বছর হলো ৩য় শ্রেনির চাকুরীতে যোগদান করেছি।এক বছর আগে পাসপোর্ট করেছি এনওসি দিয়ে।তবে আমাকে সবুজ রংয়ের ব্যক্তিগত পাসপোর্ট দেওয়া হয়।আমি ম্যাটারনিটি লিভে যাবো ১ মাস পর।আমার স্বামী দক্ষিণ কোরিয়া প্রবাসী হওয়ায় আমার ছুটিতে সেখানেই অবস্থান করতে চাই ও পার্শ্ববর্তী দেশ ভ্রমন করতে আমার কি জিও লাগবে?
জিও লাগবে। পাসপোর্টে সরকারি চাকরিজীবী লেখা তাই জিও ছাড়া যেতে পারবেন না।
আচ্ছা জিও ছাড়া কি ভিসার আবেদন করা যায় না…? মানে ভিসার আবেদন করতে গেলে এবং ভিসা পেতে গেলে কি অবশ্যই GO লাগবে…?? নাকি GO ছাড়াই ভিসার আবেদন করা যায় এবং ভিসা পাওয়া যায় সরকারি চাকুরীজীবীর ক্ষেত্রে…??
ভিসার আবেদন তো যে কেউ করতে পারে। কিন্তু সরকারি কর্মচারীদের বিদেশ যেতে হলে জিও জারি করেই ভিসার জন্যে আবেদন করতে হবে।
অফিসিয়াল পাসপোর্টে (নীল) ভিসা ছাড়া GO দিয়ে চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়া যাবে?
অফিসিয়াল ( নীল) পাসপোর্ট দিয়ে জিও দিয়ে চিকিৎসার জন্য ইন্ডিয়া গেলে ভিসা ছাড়া যাওয়া যাবে?
GO তে যদি উল্লেখ থাকে যে গমনের নির্দিষ্ট তারিখ হতে ছুটি আরম্ভ হবে তাহলে কারণবশতঃ ৩৫ দিনের মধ্যে না যেতে পারলে সমস্যা হবে? আর জিও ও অফিসিয়াল পাসপোর্ট নিয়ে ইন্ডিয়ায় চিকিৎসা করাতে গেলে ভিসা ছাড়া,যাওয়া যাবে?
ভিসা লাগে।
ভিসা লাগবে।
না। ভিসা লাগবে।
আমি বহি বাংলাদেশ ছুটি নিয়ে ভারত যেতে চাই। আমার প্রশ্ন হলো যদি আমি ভ্রমণের নির্দিষ্ট জায়গা উল্লেখ করে ছুটি নিই তাহলে ঐ নির্ধারিত জায়গা গুলো ছাড়া ভারতের অন্য জায়গা গুলো ভ্রমণ করতে পারব কিনা।
পারবেন।
আমি সরকারি চাকরিজীবি কিছু দিন আগে জি ও নিয়ে ওমরাহ করেছি। আমার পাসপোর্ট এনওসি দিয়ে করা,পাসপোর্ট সবুজ রংয়ের।এক্ষেত্রে পাসপোর্টের রং কি নীল হওয়া দরকার ছিল নাকি সবুজই ঠিক আছে? আমি আগামী বছরে ৫ দিনের জন্য ভিয়েতনাম যেতে চাই সেক্ষেত্রে স্থানীয়ভাবে ছুটি নিলে হবে? নাকি অধিদপ্তর থেকে ছুটি নিতে হবে? দয়া করে জানালে উপকৃত হবো।
পাসপোর্ট সবুজই ঠিক আছে। নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট হতে বহি: বাংলাদেশ ছুটি অর্থাৎ জিও জারি করে নিতে হবে।
আমি সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়,এনওসি দিয়ে পাসপোর্ট।ভিসা ছাড়া কি জিও নিয়ে ভারত চিকিৎসার জন্য যাওয়া যাবে?
শান্তি বিনেদন ছুটি কি বহি:বিশ্ব ছুটিতে করা যাবে?
ভিসা লাগবে। শ্রান্তি ও বিনোদন ছুটিকে বহি: বাংলাদেশ ছুটিতে রূপান্তর করা যায়।
আমি 17 গ্রেডের কর্মচারী। আমার এনওসি দিয়ে করা সবুজ পাসপোর্ট আছে। বর্তমানে আমি ফ্যামিলির সদস্য সহ বহিঃবাংলাদেশ ছুটির আবেদন করেছি এনওসি পাওয়ার জন্য। সেক্ষেত্রে আমাদের কি ভারত যাওয়ার জন্য সবার জন্যই ভিসা করা লাগবে ?
ভিসা লাগবে।
আমি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকুরী করি।আমি এনওসি নিয়ে পাসপোর্ট করি!এখন এনওসি না নিয়ে কি কোন দেশে ট্যুরিস্ট ভিসায় যাওয়া, সম্ভব,ইমিগ্রেশন এ কি কোন সমস্যা হশ,ইমিগ্রেশন কি কোনভাবে জানতে পারে যে আমার পাসপোর্ট টি অফিসিয়াল! আর অফিসিয়াল পাসপোর্ট আনঅফিশিয়াল করার উপায় কি??
জি। যেতে পারবেন না। জিও জারি করেই যেতে হবে। পাসপোর্টে লেখা আছে যে, আপনি সরকারি চাকরিজীবী তাই জিও চাইবে।
আমি রাষ্ট্রায়ত ব্যাংকে আমি এনওসি নিয়ে অফিসিয়াল পাসপোর্ট করি,এখন এটি আনঅফিশিয়াল পাসপোর্ট করার সুযোগ আছে কি?
নতুন করে করতে হবে। সাধারণ পাসপোর্ট সিলেক্ট করলেই হবে।
আমি ১৬ গ্রেডের একজন সরকারি চাকুরিজীবী।আমার চাকুরী হওয়ার আগেই পাসপোর্ট করেছিলাম। আমার হাজবেন্ড ইউরোপের স্হায়ী বাসিন্দা। আমি চাকুরিটা ছাড়তে চাচ্ছি না।কিছু দিন পরে আমার বিজা চলে আসবে।এক্ষেত্রে আমি কি করতে পারি।আর
আমি কি GO ছাড়া বিদেশে যেতে পারবো?
অফিসিয়াল থেকে আনঅফিশিয়াল পাসপোর্ট করতে কোনো ডকুমেন্টস লাগবে??অনেক ধন্যবাদ
না। নতুন আবেদন করলেই হবে।
জিও ছাড়াই যেতে পারবেন। যাদের পাসপোর্টে সরকারি চাকরিজীবী উল্লেখ আছে তারা জিও ছাড়া যেতে পারে না।
আমিতো এখনো চাকরিরত,নতুন করে আবেদন করলে,পাসপোর্ট অফিস কি বুঝবে না যে আামার আগের পাসপোর্ট টি অফিসিয়াল করা ছিলো!!পাসপোর্ট অফিস এটা নিয়ে কি ঝামেলা করবে কিনা?আপানকে অগ্রীম ধন্যবাদ
আগের পাসপোর্ট তো জমা নিয়ে নিবে।
আমি ১৬ গ্রেড এর একজন কর্মচারি। এনওসি দিয়ে পাসপোর্ট করা। আমি কি জিও ছাড়া আমার ফ্যামিলি ভিসার জন্য কানাডা এ্যামাবাসিতে ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবো ।
ইমিগ্রেশনে কি সমস্যা হতে পারে।
ভিসা পাওয়ার পর জিও নেওয়ার বিদান আছেনি। জানলে উপকৃত হবো।
জিও থাকলে চীনে যেতে হলে ভিসা দরকার হবে কি হবে না একচু জানান প্লিজ?
আমি সরকারী চাকুরীজীবী এনওসি দিয়ে অফিসিয়াল পাসপোর্ট করি,সবুজ রঙ্গের পাসপোর্ট পাই,এখন এনওসি ছাড়া সাধারণ পাসপোর্ট করতে পারবো,পেশা পরিবর্তন করে প্রাইভেট দেয়ার সুযোগ কি আছে?
পারবেন। বর্তমান পাসপোর্ট জমা নিয়ে নিবে। এনওসি ছাড়া করলেই হলো।
ভিসা লাগবে।
ভিসার পূর্বেই জিও নিতে হয়। নিতে হবে।
সাধারন পাসপোর্ট বানিয়ে বাহিনীর লোক অবসরে গিয়ে ইউরোপে যেতে পারে ৷
পারবে।
আমি ১৩ তম গ্রেডের চাকুরীজীবী। আমি এন ও সি নিয়ে পাস্পোর্ট করি ।সবুজ রঙের পাসপোর্ট পাই। আমি সিঙ্গাপুর মালেশিয়া ভ্রমণে যেতে চাই ।আমার বহি বাংলাদেশ ছুটি নাই । আমার কি কোন সমস্যায় পড়তে হবে ইমগ্রেশনে ? সমাধান কি?
পাসপোর্টে চাকুরি স্ট্যাটাস চেঞ্জের নিয়ম কি?
দশম গ্রেডের সরকারি কর্মকর্তা অর্ডিনারি পাসপোর্ট নিয়ে জিও ইস্যু করানোর পর ভারতে কি অন এরাইভ্যাল ভিসা পাবেন? নাকি সাধারণ জনগণের ন্যায় ভারতীয় এম্ব্যাসি থেকে জিও নিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে?
হ্যাঁ। পাসপোর্টে পেশা সরকারি চাকরিজীবী থাকলে জিও ছাড়া যেতে পারবেন না। অর্ডিনারী পাসপোর্ট নিতে হবে জিও ছাড়া। তাহলেই কেবল লুকিয়ে যেতে পারবেন।
জিও নিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে।
আমি প্রাইভেট চাকরি করার সময় সাধারণ পাসপোর্ট নিয়েছিলাম। পরে সরকারি চাকুরিতে প্রবেশের পর পাসপোর্ট রিনিউ করার সময়ে গভর্মেন্ট সার্ভিসের কথা উল্লেখ করিনি। এখন জিও নিয়ে যদি ৭ দিনের ব্যক্তিগত সফরে মালয়েশিয়া যাই তাহলে কি আমার প্রাইভেট পাসপোর্ট সরকারি পাসপোর্টে রূপান্তর করতে হবে?? নাকি শুধু জিও থাকলেই চলবে?
না। এটি দিয়েই যেতে পারবেন। শুধু জিও হলেই হবে।