ফর্ম I আবেদনপত্র । নমুনা

Earned Leave Form Officer Word File 2024। সরকারি অর্জিত ছুটির আবেদন ফরম ওয়ার্ড ফাইল ডাউনলোড

সরকারি কর্মকর্তাদের অর্জিত ছুটি হিসাব রাখেন এজি অফিস। তাই কর্মরত অফিস হতে প্রায়ই তাদের ছুটির হিসাব জানতে অর্জিত ছুটির ফরম পূরণ পূর্বক এজি অফিসে প্রেরণ করতে হয়-Earned Leave Form Officer Word File 2024

  • শুধুমাত্র কর্মকর্তাদের অর্জিত ছুটির ক্ষেত্রে ব্যবহৃত হবে।
  • যথাযথভাবে পূরণ করে এজি অফিসে প্রেরণ করতে হয়।
  • হাতে পূরণ অথবা কম্পিউটারে কম্পোজ করে পূরণ করা যাবে।

কর্মচারীদের অর্জিত ছুটি কে দেয়? সরকারি কর্মচারীদের অর্জিত ছুটি তাদের অফিস কর্তৃক মঞ্জুর হয়ে থাকে এবং ছুটির হিসাব অফিসে রাখে তাই তাদের ফর্ম কিন্তু কর্মকর্তাদের ফর্মের মত নয়। কর্মকর্তাদের যে কোন প্রকার ছুটির জন্য হিসাব রক্ষণ অফিস হতে ছুটির হিসাব আনতে হয় এবং কর্মকর্তাদের ছুটির হিসাব এজি অফিস বা হিসাব রক্ষণ অফিসার সংরক্ষণ করে থাকে।

ছুটির হিসাব না আনা পর্যন্ত কি ছুটি পাওয়া যায় না? না । কর্মকর্তাদের ক্ষেত্রে হিসাব রক্ষণ অফিস হতে এই নির্ধারিত ফর্মে ছুটির হিসাব আনতে হয় আনার পরে কর্তৃপক্ষ ছুটি মঞ্জুর করে থাকে। নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষ যদি ছুটি মঞ্জুর করতে না পারে তবে এই ছুটির হিসাবসহ আবার অথরিটি বা ছুটি মঞ্জুরকারী অথরিটির নিকট আবেদন ফরওয়ার্ড করে থাকে।

 

কর্মকর্তাদের অর্জিত ছুটির ফরম ডাউনলোড করুন: ডাউনলোড

অফিসারদের অর্জিত ছুটির ফরম

বাংলাদেশ ফরম নং ২৩৯৫ । Officer Earn Leave Form Word File : ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *