সঞ্চয়পত্র খবর । ক্রয় সীমা । নগদায়ন

Paribar sanchayapatra form 2022 । পরিবার সঞ্চয়পত্র ফরম

পরিবার সঞ্চয়পত্র ফর্ম অনলাইনে জাতীয় সঞ্চয় অধিদপ্তর এর ওয়েবসাইটে যেটি পাওয়া যায় সেটি কালার PDF সেটি প্রিন্ট করলে পরিস্কার আসে না। ওয়ার্ডকপিও আপলোড করা নাই। অনলাইনে যে কপি গুলো পাওয়া যায় সেগুলো সোনালী ব্যাংকে গ্রহণ করে না। আজ আপনাদের জন্য পরিবার সঞ্চয়পত্র যে PDF ফরমটি নিয়ে এসেছি সেটি আপনি সাদাকালো প্রিন্টার এ প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।

পরিবার সঞ্চয়পত্র ফরম ২০২২

সঞ্চয়পত্রে মুনাফার হার সবচেয়ে বেশি হচ্ছে পেনশনার সঞ্চয়পত্রে ১১.৭৬% শতাংশ। এরপরই যে স্কিমটি মাথায় আসে সেটি হচ্ছে পরিবার সঞ্চয়পত্র এটিতে ১১.৫২% মুনফার দেয়া হয়। যদিও এ মুনাফা ১৫ লক্ষ টাকা বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হইবে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের মুনাফার হার নিয়ে বেশি চিন্তা ভাবনা করে বিনিয়োগ করতে হয়। এদিক থেকে পরিবার সঞ্চয়পত্রে আপনার স্ত্রীর নামে আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন। পরিবার সঞ্চয়পত্র ফরম ডাউনলোড করতে ক্লিক করুন

সঞ্চয়পত্র ফরম পূরণের নিয়ম

সঞ্চয়পত্র পূরণ খুব একটি জটিল বিষয় নয়। আপনি ফরমটি নিয়ে বসলেই পূরণ করতে পারবেন। প্রথমে ক্রেতার এবং নমিনি এনআইডি নিয়ে বসুন। সাথে টিআইএন সার্টিফিকেট এবং ব্যাংকের চেক বইয়ের পাতা নিয়ে বসুন। আপনি প্রথমে ব্যক্তিগত তথ্য অবশ্যই এনআইডি বা জাতীয় পরিচয়পত্র মোতাবেক পূরণ করবেন। অতপর নমিনির তথ্য পূরণ করবেন সেটিও এনআইডি অনুসারে দিতে হবে। অতিরিক্ত হিসেবে ক্রেতার মোবাইল নম্বর এবং নমিনি মোবাইল নম্বর ফর্মে দিতে হবে। আপনি চাইলে ওয়ার্ড ফাইলে নমুনা ফরম্যাট দেয়া হলে এটি অনুসরণ করে পূরণ করতে পারেন: ডাউনলোড

৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ফরম

আপনি যদি স্ত্রীর নামে বিনিয়োগ করতে না চান অথবা আপনি যদি স্বামীর নামে বিনিয়োগ করতে চান তবে ২য় অপশন হিসেবে ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। এছাড়াও বাংলাদেশ সঞ্চয়পত্রেও বিনিয়োগ করতে পারেন। যদিও বাংলাদেশ সঞ্চয়পত্র বর্তমানে ব্যাংক গুলো পাওয়া যায় না। আপনি যদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করতে চান অবশ্যই জেলা সঞ্চয় ব্যুরো অফিসে যোগাযোগ করতে হবে। সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম

পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম word file

পরিবার সঞ্চয়পত্র ফরম আপনি কম্পিউটারেও পূরণ করে জমা দিতে পারবেন। এক্ষেত্রে নমুনা ওয়ার্ড ফাইল দেয়া হলো আপনি তথ্যগুলো পরিবর্তন করে আপনার তথ্যগুলো এন্ট্রি দিবেন। অনলাইনে জাতীয় সঞ্চয় অধিদপ্তর হতে আপনি ফর্ম পেতে পারেন। সরেজমিনে ব্যাংকে গিয়েও আপনি ফর্ম পাবেন। তবে যদি আপনি কম্পিউটারে পূরণ করতে চান তবে এই লিংক হতে ডাউনলোড করে নিতে হবে। Paribar sanchayapatra form 2022

সোনালী ব্যাংক সঞ্চয়পত্র ফরম

সোনালী ব্যাংক সঞ্চয়পত্র ফরম এবং জেলা সঞ্চয় ব্যুরো হতে প্রাপ্ত ফরম একই। সঞ্চয়পত্র তফসিলিভূক্ত বাংলাদেশের যে কোন ব্যাংক হতে ক্রয় করা যায়। বেসরকারি ব্যাংক অথবা সরকারি ব্যাংক যে কোন ব্যাংক হতে ক্রয় করতে পারবেন। শুধুমাত্র ইসলামী শরিয়াভিত্তিক ব্যাংক গুলোতে সঞ্চয়পত্র বিক্রি করা হয় না। সোনালী ব্যাংক সঞ্চয়পত্রের নতুন নিয়ম ২০২২

অনলাইন সঞ্চয়পত্র ক্রয়ের ফরম

ব্যাংকগুলোতে গেলে মুহুর্তেই বর্তমানে সঞ্চয়পত্র ক্রয় করা যায়। অনলাইনে জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ব্যাংকগুলো অনলাইনে ফরম পূরণ করে থাকে। আপনি সরাসরি অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না। আপনি ম্যানুয়াল ফর্ম দাখিল করবেন এবং ব্যাংকগুলো সঞ্চয়পত্র বিক্রেতা হিসেবে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কেন্দ্রীয় সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে সঞ্চয়পত্র ক্রয়ের ফরম পূরণ করে আবেদন করবে। You saving Certificate purchased issued and activated এমন ম্যাসেজ না পাওয়া পর্যন্ত আপনার সঞ্চয়পত্র ক্রয় সফল হয়নি বলে ধরে নেয়া হবে। অনলাইনে আবেদনপত্র দাখিল মানেই সঞ্চয়পত্র ক্রয় হয়ে গেল এমনটি নয়। আপনার নিকট মোবাইলে সঞ্চয়পত্র ইস্যু এবং একটিভিয়েটেড হয়েছে এমন ম্যাসেজ যেদিন আপনার মোবাইলে আসবে ঠিক সেদিনই সঞ্চয়পত্র ক্রয় হয়েছে ধরে নিতে হবে।

সঞ্চয়পত্র নিউ ফর্ম ট২১ ডাউনলোড ওয়ার্ড

সঞ্চয়পত্র ক্রয়ের এক পাতার ফরম এবং ৩ পৃষ্ঠার ফরমও রয়েছে। কোন কোন ব্যাংক সঞ্চয়পত্র এক পাতার ফর্মের মাধ্যমেই সঞ্চয়পত্র ক্রয় বিক্রয় করে থাকে এবং কোন কোন ব্যাংক এখনও ৩ পৃষ্ঠার সঞ্চয়পত্র ফর্ম ব্যবহার করে থাকে। তাই ব্যাংক হতে সঞ্চয়পত্র ক্রয়ের ফর্ম সংগ্রহ করাই ভাল। তবে চাইলে আপনি এখন থেকেই দু”ধরনের ফরম সংগ্রহ করতে পারেন। সঞ্চয়পত্র ক্রয়ের সকল আবেদন ফরম ২০২২। এক পাতার ফর্মও এখান থেকেই সংগ্রহ করতে পারবেন। এক পাতার সঞ্চয়পত্র ফরম।

 

সোনালী ব্যাংক সঞ্চয়পত্রের নতুন নিয়ম ২০২২

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *