ফিন্যান্স এন্ড রেভিনিউ ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চের স্মারক নং ২৫৬৬(৪০)-এফ, তারিখ: ১৬ এপ্রিল, ১৯৫৯ এর সেকশন-১ এর অনুচ্ছেদ-২ এবং উক্ত স্মারকের সহিত সংযুক্ত ফরম A ও B অনুযায়ী পেনশনের উদ্দেশ্যে কেবল পরিবারে সদস্যদেরকেই মনোনয়ন দেওয়া যাইবে না।
পরিবারের সদস্য নয় এমন কোন ব্যক্তিকে মনোন দেওয়া যাইবে না। দেওয়া হইলেও তাহা আপনা হইতে অকার্যকর হইয়া পড়িবে এবং উক্তক্ষেত্রে উপরোক্ত স্মারকের সেকশন-১ অনুচ্ছেদ অনুসারে আনুতোষিক এবং উক্ত স্মারকের ৫ং অনুচ্ছেদ অনুসারে পেনশন প্রদেয় হইবে।
মনোনীত ব্যক্তি অধিকার
বৈধ মনোনয়ন থাকার ক্ষেত্রে চাকরিজীবী কর্তৃক মনোনীত ব্যক্তি বা ব্যক্তিগণ মনোনয়নপত্রে উল্লেখিত হারে আনুতোষিক ও পেনশন প্রাপ্য হইবেন।
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: পরিবার বর্হিভূত সদস্যকে কি মনোনয়ন দেওয়া যাইবে?
- উত্তর: না।
- প্রশ্ন: পরিবারের যাকে যে শতাংশ বা হারে মনোনয়ন দেওয়া হইবে সেই হারেই পাবে?
- উত্তর: হ্যাঁ।
পরিবার বলতে কি বোঝায়? দেখে নিন: সরকারি কর্মচারী পরিবারসহ বিনা মূল্যে চিকিৎসা সুবিধা পাইবেন।
কর্মচারীর মৃত্যুতে পেনশন প্রাপ্তির যোগ্য সদস্যবৃন্দ।