পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

পেনশন নমিনি বিধান ২০২৫। পেনশন ও আনুতোষিকের উদ্দেশ্যে মনোনয়ন প্রাপ্তির যোগ্য ব্যক্তিগণ কে কে?

ফিন্যান্স এন্ড রেভিনিউ ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চের স্মারক নং ২৫৬৬(৪০)-এফ, তারিখ: ১৬ এপ্রিল, ১৯৫৯ এর সেকশন-১ এর অনুচ্ছেদ-২ এবং উক্ত স্মারকের সহিত সংযুক্ত ফরম A ও B অনুযায়ী পেনশনের উদ্দেশ্যে কেবল পরিবারে সদস্যদেরকেই মনোনয়ন দেওয়া যাইবে না-পেনশন নমিনি বিধান ২০২৫

পরিবারের সদস্য নয় এমন কোন ব্যক্তিকে মনোন দেওয়া যাইবে না। দেওয়া হইলেও তাহা আপনা হইতে অকার্যকর হইয়া পড়িবে এবং উক্তক্ষেত্রে উপরোক্ত স্মারকের সেকশন-১ অনুচ্ছেদ অনুসারে আনুতোষিক এবং উক্ত স্মারকের ৫ং অনুচ্ছেদ অনুসারে পেনশন প্রদেয় হইবে।

মনোনীত ব্যক্তি অধিকার

বৈধ মনোনয়ন থাকার ক্ষেত্রে চাকরিজীবী কর্তৃক মনোনীত ব্যক্তি বা ব্যক্তিগণ মনোনয়নপত্রে উল্লেখিত হারে আনুতোষিক ও পেনশন প্রাপ্য হইবেন।

প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: পরিবার বর্হিভূত সদস্যকে কি মনোনয়ন দেওয়া যাইবে?
  • উত্তর: না।
  • প্রশ্ন: পরিবারের যাকে যে শতাংশ বা হারে মনোনয়ন দেওয়া হইবে সেই হারেই পাবে?
  • উত্তর: হ্যাঁ।

পেনশন নমিনির ক্ষেত্রে পরিবার বলতে কী বোঝায়?

পেনশন নমিনির ক্ষেত্রে “পরিবার” বলতে সাধারণত মৃত সরকারি কর্মচারীর স্ত্রী বা স্বামী (যদি মহিলা কর্মচারী হন), তাঁদের সন্তান, এবং ক্ষেত্রবিশেষে পিতা-মাতা, ভাই, ও অবিবাহিত বা বিধবা বোনকে বোঝায়। আরও বিস্তারিতভাবে, “পরিবার” এর অন্তর্ভুক্ত হতে পারে: পুরুষ কর্মচারীর ক্ষেত্রে স্ত্রী বা একাধিক স্ত্রী।
মহিলা কর্মচারীর ক্ষেত্রে স্বামী। কর্মচারীর সন্তান (ছেলে বা মেয়ে)। মৃত পুত্রের বিধবা স্ত্রী এবং তার সন্তানরা। পিতা-মাতা (যদি কর্মচারী অবিবাহিত হন বা তার মৃত্যুর সময় জীবিত থাকেন)। ১৮ বছরের কম বয়সী ভাই। অবিবাহিত বা বিধবা বোন। পারিবারিক পেনশনের ক্ষেত্রে, এই “পরিবার” এর সংজ্ঞার মধ্যে উল্লিখিত ব্যক্তিরাই সাধারণত পেনশনের জন্য বিবেচিত হন।

 

বিস্তারিত দেখুন

স্ত্রী থাকার পরও কি সন্তানকে নমিনি দেওয়া যায়?

হ্যাঁ, স্ত্রী থাকার পরও সন্তানকে নমিনি দেওয়া যায়। সাধারণত, পেনশনার তার সুবিধাভোগী (যেমন স্ত্রী, সন্তান, বা অন্যান্য নির্ভরশীল ব্যক্তি) হিসেবে একাধিক ব্যক্তিকে মনোনীত করতে পারেন। এক্ষেত্রে, পেনশনার চাইলে তার স্ত্রীর পাশাপাশি সন্তানদেরও নমিনি করতে পারেন। তবে, নমিনি মনোনীত করার ক্ষেত্রে কিছু নিয়ম ও পদ্ধতি রয়েছে যা অনুসরণ করা উচিত। বিভিন্ন পেনশন স্কিমের নিয়মকানুন ভিন্ন হতে পারে, তাই যে স্কিমের আওতায় সুবিধাভোগী আছেন, তার নিয়মকানুন ভালোভাবে জেনে নেওয়া উচিত। সাধারণত, পেনশন সুবিধাভোগীর মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তিরা এই সুবিধা পেয়ে থাকেন। তাই, মনোনীত ব্যক্তির নাম স্পষ্টভাবে উল্লেখ করে একটি লিখিত ঘোষণা জমা দেওয়া উচিত। যদি আপনি নিশ্চিত না হন, তবে একজন আইনি পরামর্শকের সাথে যোগাযোগ করে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া আপনার জন্য ভাল হবে।

কর্মচারীর মৃত্যুতে পেনশন প্রাপ্তির যোগ্য সদস্যবৃন্দ।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

2 thoughts on “পেনশন নমিনি বিধান ২০২৫। পেনশন ও আনুতোষিকের উদ্দেশ্যে মনোনয়ন প্রাপ্তির যোগ্য ব্যক্তিগণ কে কে?

  • স্বামী জীবিত অবস্থায় কি তার পেনশনের একমাত্র নমিনি একমাত্র স্ত্রীকে বাতিল করতে পারবে?

  • না। আনুতোষিকের ক্ষেত্রে পারে অথবা স্ত্রী ডিভোর্স হলে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *