পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর সংযোজনী-২১ এর অনুচ্ছেদ ৫(২) (এ)(i) মোতাবেক পারিবারিক পেনশনের পিপিও পরিবারের সকল সদস্যের পক্ষে কেবল একজন সদস্যের (অভিভাবক হিসাবে) অনুকূলে জারি করার বিধান থাকিলেও একাধিক স্ত্রী থাকার ক্ষেত্রে ইহার ব্যতিক্রম করা যাইবে।
অর্থাৎ একাধিক স্ত্রী একজনের অভিভাবত্বে পেনশন গ্রহণে রাজি না হইলে একাধিক স্ত্রীর প্রত্যেকের নামে পৃথক পৃথকভাবে পেনশন মঞ্জুর অর্থাৎ পিপিও জারি করিতে হইবে। একাধিক স্ত্রীর ক্ষেত্রে আনুতোষিক ও পেনশন বন্টন পদ্ধতি।
একাধিক স্ত্রী থাকার ক্ষেত্রে পেনশন বন্টন পদ্ধতি হইবে নিম্নরূপ:
(ক) ২৫ বৎসরের অধিক পুত্র ও বিবাহিতা কন্যা বাদে অন্যান্য সন্তান এবং স্ত্রীগণের মিলিত সংখ্যা ৪ এর অধিক না হইলে স্ত্রী ও সন্তানগণ (২৫ বৎসরের অধিক বয়স্ক পুত্র ও বিবাহিতা কন্যাগণ বাদে) সমহারে পেনশন পাইবেন।
(খ) ২৫ বৎসরের অধিক বয়স্ক পুত্র ও বিবাহিতা কন্যাগণ বাদে অন্যান্য সন্তান এবং স্ত্রীগণের মিলিত সংখ্যা ৪ এর অধিক না হইলে স্ত্রীগণ বাদে অন্যান্য সন্তান এবং স্ত্রীগণের মিলিত সংখ্যা ৪ এর অধিক হইলে স্ত্রীগণ প্রত্যেকে ১/৪ অংশ হিসাবে পাওয়ার পর কোনো অবশিষ্ট থাকিলে, অবশিষ্টাংশ সন্তানদের মধ্যে (২৫ বৎসরের অধিকবয়স্ক পুত্র এবং বিবাহিতা কন্যাগণ বাদে) সমহারে বন্টন করিতে হইবে।
চাকুরীকালীন দুই স্ত্রী থাকলে দুই জন সমান সমান ভাগ পাবেন। স্ত্রী বর্তমান। পেনশনে আসার পরে আরেকটি বিয়ে করলে সেই স্ত্রী কি পেনশনের ভাগীদার হবে (স্বামীর মৃত্যর পর)? না।
সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০: ডাউনলোড
আমার বাবা কিছুদিন আগে মারা যান আমার মা তার ২য় স্ত্রী, কিন্তু যখন তাদের বিয়ে হয়১৯৯০সালে সেই সময়ে েযখানে বিয়ে রেজিষ্ট্রেশন করা হয়েছিল উনি মারা যান বিধায় বিয়ের কাগজতোলা হয়নি তাই পরবতর্ীতে তাদের নতুন করে বিয়ে রেজিষ্ট্রেশন করা হয় ২০১২ সালে…. আমার বাবা রিটায়ার্ড করেন ২০০৯ সালে এবং পেনশনটা আমার মায়ের নামে নমিনি করে দেন, এমতাবস্থায় পেনশনের সব কাগজ টেজারি অফিসে জমা দিলে তারা বলে নতুন আইন অনুযায়ী আপনাদের বিয়ে অবসরে যাবার পর হয়েছে বিধায় আপনি পেনশন পাবেব না।( কেননা বিয়ের কাগজে ২০১২ দেয়া আছে)
এইব্যাপারটা কতটুটু সত্যি যদি একটু বলতেন?
হ্যাঁ এ আদেশ জারি হয়েছে। পূর্বেও বলবৎ ছিল। কিন্তু আপনার মা যেহেতু বৈধ স্ত্রী এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ হতে প্রত্যয়ন পত্র পেলেই ভাতা পাওয়া কথা, বিবাহ নিবন্ধনের কাগজপত্র লাগবে কেন? আদেশ দেখুন: https://bdservicerules.info/%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%97%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%a8%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%bf/
আমার বাবা ২০০৯ সালে মারা যান।
তার ৩ টি স্ত্রী ।১ম স্ত্রী নমনী ছিলেন , কিন্তু তিনি মারা গেছেন। এখন তার ২ স্ত্রী জীবিত আছে।
১ম স্ত্রীর ৪ মেয়ে তার মাঝে একজন অবিবাহিত ছিলেন (এখন বিবাহিত)।
২য় স্ত্রীর ২ সন্তান আছে, ১ ছেলে নাবালক ছিলেন (এখন ছেলের বয়স২৫ বছর পার হয়েছে)
৩য় স্ত্রীর কোনো সন্তান নেই।
সেই অনুযায়ী ২য় স্ত্রী ৭৫ ভাগ এবং ৩য় স্ত্রী ২৫ ভাগ পেনশন পায়।
এটা কি কোনো এক সময় সমান হবার সম্ভবনা আছে।
**দয়া করে জানাবেন
২য় স্ত্রী ৭৫ ভাগ পাওয়ার কথা না। আপনি খোজ নিয়ে দেখুন। থাকলে আমাকে প্রমানক পাঠান সংশোধণ প্রক্রিয়া জানানো হবে।