সরকারি কর্মচারীদের পারিবারিক পেনশনের আওতা আরও বিস্তৃত করা হয়েছে-এখন নাতি নাতনী এবং মেয়ের জামাইও পেনশনের আওতায় এসেছে –Pension Rules- এর সংশোধন ২০২৫
পরিবার বলতে এখন কি বুঝাবে? মৃত্যু-কাম রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি প্রদানের উদ্দেশ্যে “পরিবার” এর অন্তর্ভুক্ত হবে সরকারি কর্মচারীর নিম্নলিখিত সম্পর্ক: (ক) সরকারি কর্মচারীর স্ত্রী; (খ) সরকারি কর্মচারীর সন্তান (পুত্র, কন্যা, হিজড়া); (গ) সরকারি কর্মচারীর মৃত পুত্রের বিধবা ও সন্তান (পুত্র, কন্যা, হিজড়া); এবং (ঘ) সরকারি কর্মচারীর মৃত কন্যার সন্তান (পুত্র, কন্যা, হিজড়া)। এ সংশোধণীর মাধ্যমে মূলত হিজড়াদের পরিবারে অন্তর্ভূক্ত করা হলো। পরিবারের অন্য সদস্যদের মত পেনশন ও গ্র্যাচুইটিতে তাদেরও অধিকার প্রতিষ্ঠা করা হল।
পূর্ব হতেই নমিনি দেওয়া থাকলে পেনশন ও গ্র্যাচুইটি? যখন সরকারি কর্মচারী পরিবার ছেড়ে যান-গ্র্যাচুইটির পরিমাণ বা তার যে কোনো অংশ যার সাথে মনোনীতকরণ সম্পর্কিত, তা তার/তার মনোনীত ব্যক্তি বা মনোনীত ব্যক্তিদের মধ্যে মনোনীতকরণে নির্দিষ্ট অনুপাতে প্রদেয় হবে। মোট কথা সরকারি কর্মচারী যেভাবে নমিটি ফিক্সড করে দিয়ে যাবেন পেনশন এবং আনুতোষিক সেই হারেই বন্টিত হইবে।
নমিনি দেওয়া না থাকলে বন্টন পদ্ধতি কি হবে? যদি পরিবারের কোনো সদস্য বা সদস্যদের পক্ষে কোনো মনোনীতকরণ না থাকে বা যদি মনোনীতকরণ গ্র্যাচুইটির পরিমাণের শুধুমাত্র একটি অংশের সাথে সম্পর্কিত হয়, তাহলে গ্র্যাচুইটির সম্পূর্ণ পরিমাণ বা তার অংশ যার সাথে মনোনীতকরণ সম্পর্কিত নয়, তার পরিবারের সদস্যদের সমান ভাগে প্রদেয় হবে: বেশর্তভাবে কোনো ভাগ প্রদেয় হবে না এবং সরকারি কর্মচারীর মৃত পুত্র বা মৃত কন্যার সন্তান (পুত্র, কন্যা, হিজড়া) যারা ১৮ বছর বয়স অর্জন করেছে; মৃত পুত্র বা কন্যার বিবাহিত কন্যা যাদের স্বামী জীবিত; যদি পরিবারের কোনো সদস্য উপরিউক্ত ধারা (i) এবং (ii) এ উল্লেখিত ব্যক্তিদের ছাড়া অন্য কেউ থাকে: আরও শর্ত থাকে যে, মৃত পুত্রের বিধবা এবং সন্তান (পুত্র, কন্যা, হিজড়া) বা মৃত কন্যার সন্তান (পুত্র, কন্যা, হিজড়া) তাদের মধ্যে সমান ভাগে শুধুমাত্র সেই ভাগ পাবেন যা সেই পুত্র বা কন্যা পেতেন যদি তিনি সেই সরকারি কর্মচারীর বেঁচে থাকতেন এবং প্রথম প্রভাবের কার্যক্রম থেকে অব্যাহতি পেতেন।”
পেনশন ও আনুতোষিক বন্টনের নতুন পদ্ধতি ২০২৫ / হিজড়াকে পরিবারের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে
সরকার মূলত মহিলা বা পুরুষ কর্মচারীর সন্তানের প্রতি বন্টন পদ্ধতি এবং মৃত ব্যক্তি নাতি নাতনি কি হারে পারেন তাই উল্লেখ করা হয়েছে। মৃত সন্তান যে হারে পেতে সেই হার বা অংশ মৃত পুত্রের সন্তানদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। মৃত পুত্রের বিধবা এবং সন্তান (পুত্র, কন্যা, হিজড়া) বা মৃত কন্যার সন্তান (পুত্র, কন্যা, হিজড়া) তাদের মধ্যে সমান ভাগে শুধুমাত্র সেই ভাগ পাবেন যা সেই পুত্র বা কন্যা পেতেন যদি তিনি সেই সরকারি কর্মচারীর বেঁচে থাকতেন এবং প্রথম প্রভাবের কার্যক্রম থেকে অব্যাহতি পেতেন।”
Caption: Download Pension rules new
পেনশন রুলস সংশোধন ২০২৫ । মূলত কি বিষয়ে সংশোধন আনা হয়েছে?
- (d) children (son, daughter, hijra) of a deceased daughter of the Government servant”.; (খ) Para 3 এর sub-para (1) এর পরিবর্তে নিম্নরূপ sub-para (1) প্রতিস্থাপিত হইবে, যথা :- “(1) When the Government servant leaves a family-
- (a) the amount of gratuity or any part thereof to which the nomination relates shall become payable to his/her nominee or nominees in the proportion specified in the nomination;
- (b) if no nomination in favour of a member or members of a family subsists or if a nomination relates only to a part of the amount of the gratuity the whole amount of the gratuity or the part thereof to which the nomination does not relate, shall become payable to the members of his/her family in equal shares : Provided that no share shall be payable to-
- (i) children (son, daughter, hijra) of a deceased son or a deceased daughter of the Government servant who has attained the age of 18 years;
- (ii) married daughters of a deceased son or daughter whose husbands are alive; if there is any member of the family other than those specified in clauses (i) and (ii) : Provided further that the widow and the children (son, daughter, hijra) of a deceased son or children (son, daughter, hijra) of a deceased daughter shall receive between them in equal parts only the share which that son or daughter would have received if he or she had survived that Government servant and had been exempted from the operation of the first proviso.” |
নাতি নাতনিও কি পেনশন পাবে?
হ্যাঁ। যদি নমিনি ঠিক করা থাকে তবে যাকে নমিনি দেওয়া হবে ঠিক শুধুমাত্র সেই পেনশন ও আনুতোষিক পাবেন। তবে পরিবারের বহির্ভূত কাউকে নমিনি করা যাবে না। নমিনি না থাকলে হিজড়া সন্তান বা নাতি নাতনীরাও যাতে বঞ্চিত না হয় সেই ব্যবস্থা করা হয়েছে। মৃত কন্যা বা পুত্রের সন্তান বেঁচে থাকলে যে হারে পেনশন বা এককালীন পেতে সেই হারে তাঁর সন্তান বা নাতি নাতনী ও পুত্র বধু বা মেয়ের জামাই পেনশন ও আনুতোষিক ভোগ করবে।
‘Pension Rules snd Retirement Benefits’ এর আংশিক সংশোধিত প্রজ্ঞাপনটি অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে প্রেরণ প্রসঙ্গে। | ||