বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

Police Monthly Salary in Bangladesh । একজন পুলিশ কনস্টেবল এর বেতন ভাতাদি সম্পর্কে জানুন

নতুন নিয়োগ প্রাপ্ত একজন পুলিশ কনস্টেবল ১৭তম গ্রেডে বেতন পেয়ে থাকে। বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বিধি মোতাবেক পেয়ে থাকেন। একজন পুলিশের বেতন কত?

পুলিশ হচ্ছে একটি দেশের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত আইন কার্যকর, সম্পত্তি রক্ষা, সামাজিক অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। তাদের ক্ষমতা বল বৈধতা ব্যবহারের অন্তর্ভুক্ত। পুলিশ হলো সিভিলিয়ান ফোর্স, মানে এটি সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত, ফৌজদারি মামলা গ্রহণ এবং নিষ্পত্তি করবে৷ আর সামরিক বাহিনী এসবের জন্য না। সামরিক বাহিনী হলো দেশের ভৌগোলিক নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সচেষ্ট৷ তো এই দুই বাহিনীর মাপকাঠি সম্পূর্ণ ভিন্ন।

পুলিশের কনস্টেবলে যোগদানকালীন বেতন কত? মূল বেতন  ৯০০০ (স্কেল ৯০০০-২১৮০০)। বাড়ি ভাড়া সর্বনিম্ন ৫০% হারে ৪৫০০ টাকা। ধোলাই ও চুলকাটা ভাতা মাসিক-৮৫ টাকা। ট্রাভেলিং এলাউন্স মাসিক সর্বোচ্চ ২০০ টাকা। চিকিৎসা ভাতা-১৫০০ টাকা মাসিক। বিশেষ সুবিধা ১০০০ টাকা, উৎসব ভাতা, ভ্রমণ ভাতা বিধি মোতাবেক। আনুমানিক সর্বমোট মাসিক ১৬,২৮৫ টাকা।  প্রতিবছর মূল বেতনের সাথে ৫% যোগ হবে । রেশন সুবিধা তো আছেই । এছাড়া কিট ভাতা, স্কিলড ও অন্যান্য ভাতা পেয়ে থাকেন।

বিভিন্ন পুলিশের বেতন ভাতাদি । পুলিশের এস.আই-১০-১৬০০০-স্নাতক পাশ থাকতে হয়

  • আইজিপি – ৮২০০০ (সিনিয়র সচিব)পদমর্যাদা
  • অতিঃ আইজিপি – ৭৮০০০ গ্রেড ১ পদমর্যাদার ৪ জন।
  • ডিআইজি – ৬৬০০০
  • অতিঃ ডিআইজি – ৫৬৫০০
  • এসপি – ৪৩০০০
  • অতিরিক্ত এসপি – ৩৫০০০
  • সিনিয়র এএসপি – ২৯০০০
  • এএসপি – ২৩১০০
  • পরিদর্শক – ২২০০০
  • সাব ইন্সপেক্টর/ সার্জেন্ট/টিএসআই – ১৬০০০
  • এএসআই/ এটিএসআই – ১০২০০
  • নায়েক – ৯৭০০
  • কনস্টেবল – ৯০০০

পদ গ্রেড ভিত্তিক বেতন ও শিক্ষাগত যোগ্যতা ২০২৫ । কোন পদে যোগদানকালীন বেতন কত?

একজন পুলিশ কনস্টেবল এর বেতন ভাতাদি সম্পর্কে জেনে রাখুন বিস্তরিত জানতে গেজেট পড়ুন: ডাউনলোড

অস্ত্র ভাতা মাসিক কত পেয়ে থাকেন? মূলবেতন-৯০০০/— টাকা। চিকিৎসা ভাতা-১৫০০/— টাকা। ঝুঁকি ভাতা-১৫০০/—টাকা।  বাসা ভাড়া  অবিবাহিত হলে মূল বেতনের ২০%, বিবাহিত হলে মূল বেতনের ৪০% এবং বিবাহিতরা স্বপরিবারে কর্মস্থলে থাকলে ৪৫-৬৫% পর্যন্ত হারে এলাকা ভিত্তিক বাসাভাড়া পেয়ে থাকেন। বিশেষ সুবিধা ১০০০ টাকা। অস্ত্র ভাতা-১০০ টাকা। এছাড়া ধোলাই ভাতা ও চুলকাটা-৩০০ টাকা এবং টিফিন ভাতা-২০০ টাকাসহ একজন কনস্টেবল চাকুরীতে যোগদানের পর প্রাথমিক ভাবে সাধারণত ১৫,৪০০/— টাকার মত বেতন পেয়ে থাকেন।

পুলিশে পদোন্নতি কি সময় মত হয়?

একজন কনস্টেবলের চাকুরির বয়স ০৩ বছর পূর্ণ হলে এবং চাকুরী কনফার্ম হলে নায়েক পদে পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়। আর চাকুরির বয়স ৬ বছর পূর্ণ হলে এএসআই হিসেবে পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হিসেবে বিবেচিত হয়। পদোন্নতির পদ্ধতি হলো কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতির ক্ষেত্রে সার্ভিস বই, প্যারেড, মাঠ পরীক্ষার মাধ্যমে নির্বাচিত সদস্যদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক জনবলের বিপরীতে পদোন্নতি লাভ করে থাকেন। আর এএসআই পদের জন্য প্রিলিমিনারি হিসেবে প্রথমে আইন বিষয়ক ৫০ নাম্বারের নৈর্ব্যক্তিক পরীক্ষায় পাস করার পর পুস্তকসহ ও পুস্তক ব্যতীত লিখিত আইন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এরপর প্যারেড পরীক্ষা ও ভাইভা অনুষ্ঠিত হয়৷ এভাবে নির্বাচিত সদস্যদের মধ্যে নির্দিষ্ট জনবলের বিপরীতে পদোন্নতি পেয়ে থাকে। একজন কনস্টেবল পদোন্নতি পেয়ে এসপি পর্যন্ত হতে পারেন।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

12 thoughts on “Police Monthly Salary in Bangladesh । একজন পুলিশ কনস্টেবল এর বেতন ভাতাদি সম্পর্কে জানুন

  • সঠিক খবর না জেনে, মিথ্যা কথা বলে জনমনে বিভ্রান্তি ছড়াবেন না। #রামছাগল কোথাকার।

  • Ami Cakri Cai

  • এত কম বেতনে সংসার চলেনা । জিনিস পত্রের দাম অনেক‌। বেতন বাড়ানো উচিত ।

  • সহমত। সরকার অবশ্যই উদ্যোগ নিবেন।

  • আমার নাম দৃষ্টি মন্ডল |আমি এসএসসি তে4:00 পেয়েছি |আমার উচ্চতা 5ফুট 2ইঞ্চি |আমি কি পুলিশ লাইনে দাড়াইতে পারি ? আমি বাংলাদেশের একজন রক্ষাকরী হয়ে বেচে থাকতে চাই|

  • শারীরিক মাপ: সাধারণ, মুক্তিযোদ্ধার সন্তানদের সন্তান ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বুক মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি। থাকতে হবে।

  • Assistant sub inspector of police ai job tar grade koto?

  • বেতন: ১৬,০০০ – ৩৮,৬৪০/- টাকা
    গ্রেড: ১০ম

  • আমার জন্মসাল ০১-০৪-২০০৬ .উচ্চতা ৫”২ ই্ঞ্চি.এসএসসি রেজাল্ট ৪.৭৮. আমি কি পুলিশ লাইনে দাঁড়াতে পারবো?অনেক বড় স্বপ্ন আমার

  • মনে হচ্ছে না। আপনি সার্কুলারে দেওয়া মাপ অনুসরণ করুন।

  • এএসআই/ এটিএসআই – ১১০০০ ভুল সঠিক তথ্য-10200/-
    নায়েক – ১০২00 ভুল সঠিক তথ্য-9700/- হবে।
    ধন্যবাদ।

  • ধন্যবাদ কারেকশন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *