PPR 2008 & 2006 PDF ডাউনলোড করুন।

সরকারি অফিসের ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুসরণ করতে হয়। অডিট আপত্তি এড়াতে এই গেজেটগুলো অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পাবলিক প্রকিউমেন্ট বিধিমালা দুটি ভাল করে পড়ে নিন এবং সে মোতাবেক সরকারি ক্রয় কার্য পরিচালনা করুন।

যা আছে পাবলিক প্রকিউমেন্ট বিধিমালা, ২০০৮

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন।

২। সংজ্ঞা

৩। বিধিমালার প্রযোজ্যতা।

৪। ক্রয় সংক্রান্ত দলিল এবং উহাতে অন্তর্ভূক্ত বিবরণাদি

৫। দরপত্র মূল্য নির্ধারণে অনুসরণীয় বিধান

৬। ক্রয় সংক্রান্ত দলিল বিতরণ সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ

৭। উন্মুক্তকরণ কমিটির গঠন।

৮। মূল্যায়ন কমিটির গঠন এবং মূল্যায়ন পদ্ধতি।

৯। মূল্যায়ন কমিটির সদস্য হিসাবে নিয়োগের ক্ষেত্রে ক্রয়কারীর কার্যালয় বর্হিভূত কর্মকর্তার যোগ্যতা।

১০। মূল্যায়ন কমিটির সভায় সভাপিত্বকরণ

১১। দরপত্র বা প্রস্তাব অনুমোদন

১২। অর্পিত ক্রয়কার্য অনুমোদন

১৩। ক্রয় সংক্রান্ত আইন, ইত্যাদি সাধারণের প্রাপ্যতা

১৪। যোগাযোগের ধরন।

১৫। ক্রয় পরিকল্পনা

১৬। ক্রয় পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি।

১৭। একক কাজকে একাধিক প্যাকেজে বিভক্তকরণ।

১৮। ক্রয়কার্যে প্রতিযোগিতা।

১৯। দরপত্র বা প্রস্তাবের বৈধতার মেয়াদ নির্ধারণ।

২০। দরপত্র বা প্রস্তাব মূল্যায়নের সময়সীমা।

২১। বৈধতার মেয়াদ বৃদ্ধি।

২২। দরপত্র জামানত।

PPR 2008 & 2006 PDF সংগ্রহ করে রাখুন: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে [email protected] ঠিকানায় মেইল করতে পারেন।

2 thoughts on “PPR 2008 & 2006 PDF ডাউনলোড করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *