সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

PRL or Pensioner GO Bangladesh । PRL ভোগরত বা পেনশনারদের কি বিদেশ ভ্রমণের ক্ষেত্রে জিও নিতে হবে?

সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের ক্ষেত্রে বিদেশে ভ্রমণে জিও লাগে-পিআরএল বা পেনশনারগণ সরকারি কাজে নিয়োজিত নন- পিআরএল অর্ডার দিয়েই সরকারি পাসপোর্ট দিয়ে বিদেশ ভ্রমণ করা যাবে-যেখানে ভিসা দরকার ভিসা নিলেই হবে-PRL or Pensioner GO

পিআরএল তারিখই কি পাসপোর্ট এর মেয়াদের তারিখ হবে? হ্যাঁ। পি আর এল শেষ করার পর চূড়ান্ত অবসর গ্রহণ করবে। তাছাড়া পাসপোর্ট করার সময় সবুজ পাসপোর্ট আবেদন করা হয়েছিলো, কিন্তু পরবর্তীতে আবেদন হোল্ড করে রাখা হয়েছিলো। তারপর পাসপোর্ট অফিসের ডিডি সরকারি পাসপোর্টে আবেদনটি কনভার্ট করে দেন এবং চূড়ান্ত অবসর গ্রহণের দিন পর্যন্ত অর্থাৎ পি আর এল যেদিন শেষ হবে সেইদিন পর্যন্ত সরকারি পাসপোর্টের মেয়াদ করে দেয়। এই প্রজ্ঞাপনে তো বলেছে পি আর এল গ্রহণ না করলে ৫৯ বছরেই চূড়ান্ত অবসর গ্রহণ করবে।

ভারত যেতে কি অবসরগ্রহণকারীদের ভিসা লাগবে? সরকারি কর্মচারী যেহেতু পিআরএল এ যাওয়ার পর বিদেশ ভ্রমণের জন্য GO প্রয়োজন নেই। সে ক্ষেত্রে অফিসিয়াল পাসপোর্টধারী কোনো অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী পিআরএল চলাকালীন বিনা ভিসাতে ভারত ভ্রমণ করতে পারবে। ভারতে প্রবেশের পর নীল পাসপোর্ট বা অফিসিয়াল পাসপোর্টধারী কোনো ব্যক্তিকে GO দেখে Visa On Arrival দিয়ে থাকে। সে ক্ষেত্রে যেহেতু পিআরএলে যাওয়া একজন কর্মকর্তার সরকারি নির্দেশনা অনুযায়ী GO নেয়ার প্রয়োজন নেই, সেহেতু GO এর পরিবর্তে পিআরএল মঞ্জুরপত্র দেখে বিনা ভিসাতে অফিসিয়াল পাসপোর্টের মেয়াদ থাকাকালীন ভারতে ভ্রমণ করতে পারবে।

সরকারি পাসপোর্ট দিয়ে অবসরভোগী কেউ কি বিদেশ ভ্রমণ করেছেন? PRL শেষ হওয়ার দিন পর্যন্ত অফিসিয়াল পাসপোর্ট এর validity থাকে। আমি নিজে PRL পিরিয়ডে ভারতে গিয়েছি জিও ছাড়া। আমাদের immigration PRL order দেখতে চায়। আর কোন সমস্যা নেই। এমনটিই দাবী করেছেন Mohammod Hossain Milon । অন্যদিকে কেউ কেউ বলছেন অফিসিয়াল পাসপোর্টে পিআরএল শুরুর আগের দিন পর্যন্ত মেয়াদ থাকে তাই পিআরএল কালীন অফিসিয়াল পাসপোর্ট থাকার কথা নয়। এছাড়া, অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে বহিঃ বাংলাদেশ ছুটি থাকলে ভারত ভ্রমনকালে বর্ডারে শুধু এক্সিট/এন্ট্রি সিল দেয়। কোন ভিসার প্রয়োজন হয় না বা অন-এরাইভ্যাল ভিসাও দেয় না।

পিআরএল বা অবসরভোগীর বিদেশ ভ্রমণ ২০২৪ / পিআরএল এ যাওয়ার পর অফিসিয়াল পাসপোর্ট অকার্যকর হয়ে যায়।

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট না নিয়েই বিদেশ ভ্রমণ করা ভাল। যেহেতু পাসপোর্ট ইস্যুর সময় পিআরএল ডেট বিবেচনায় আনা হয় তাই সাধারণত পিআরএল ডেটই পাসপোর্ট মেয়াদ হিসেবে উল্লেখ থাকে। তবে যদি পিআরএল এ গিয়েও মেয়াদ থাকে তবে ভ্রমণ করতে পারবেন।

Caption: The Best looking man in Bangladesh / Most Handsome Man in Bangladesh

সরকারি চাকরি আইন ২০১৮ এর ৫২ ধারা । নতুন পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়ন ইত্যাদি ক্ষেত্রে সরকার বা কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হবে না।

  1. “৫২। অবসরপ্রাপ্ত কর্মচারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রণমুক্ত। চাকরি হইতে অবসরে গমনের পর, ধারা ৪৯ এর অধীন চুক্তিভিত্তিক কর্মরত থাকা ব্যতীত কোনো ব্যক্তির বৈদেশিক বা বেসরকারি চাকরি বা কোনে প্রকল্পে চাকরি গ্রহণ, অন্য কেনো পেশা গ্রহণ, ব্যবসা পরিালনা এবং বিদেশ যাত্রার জন্য সরকার বা কর্তৃপক্ষের অনুমতি গ্রহণের প্রয়োজন হইবে না;

     

  2. তবে শর্ত থাকে যে, সরকার বা উপযুক্ত কর্তৃপক্ষ, কোনো বিশেষ ক্ষেত্রে, অনুরূপ ভিন্ন চাকরি বা পেশা গ্রহণ, ব্যবসা পরিচালনা বা বিদেশ যাত্রা বারিত করিয়া বা উহার ক্ষেত্রে অনুমতি গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করিয়া আদেশ প্রদান করিতে পারিবে।”

     

  3. এমতাবস্থায়, চাকরি হতে অবসর গমনের পর বা অবসর উত্তর ছুটি (পি.আর.এল.) আরম্ভের তারিখ হতে “সরকারি চাকরি আইন ২০১৮” এর ৫২ ধারা মোতাবেক কোনো ব্যক্তি, চুক্তিভিত্তিক কর্মরত থাকা ব্যতীত, বৈদেশিক বা বেসরকারি চাকরি বা কোনো প্রকল্পে চাকরি গ্রহণ, অন্য কোনো পেশা গ্রহণ বা ব্যবসা পরিচলনা এবং বিদেশ যাত্রা বা এ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম; যেমন-নতুন পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়ন ইত্যাদি ক্ষেত্রে সরকার বা কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হবে না।

অবসর উত্তর ছুটিতে থাকলেও কি মেয়াদ থাকে?

হ্যাঁ থাকে। পিআরএলকালীন সময় পর্যন্ত অফিসিয়াল পাসপোর্টের মেয়াদ থাকে। Md Shahidullah  বলেছেন যে, আমি নিজেই পিআরএলকালীন সময় পর্যন্ত অফিয়াল পাসপোর্ট পেয়েছিলাম এবং এই পাসপোর্টে পিআরএলকালীন সময় অষ্ট্রেলিয়া ভ্রমণ করেছিলাম। বাংলাদেশের ইমিগ্রেশন এ পিআরএল এর জিও দেখিয়েছিলাম। অস্ট্রেলিয়ায় শুধু পাসপোর্ট ও ভিসা দেখেছিল।পিআরএল এর জিও এর কোনো ইংলিস ভার্সন লাগে নাই। পিআরএল তো একটি জিও। আপনার ভারত যেতে অফিসিয়াল পাসপোর্ট ও পিআরএল আদেশ হলেই সমস্যা হওয়ার কথা নয়।

   
   
   

পেনশনারের পেশা বেছে নেয়ার নিয়ম ২০২৪ । PRL এরপর যে কোন পেশা গ্রহণে সরকারের অনুমতি নিতে হবে না

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *