আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

আয়কর আইন ২০২৪ । গণকর্মচারী আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা জারি?

সরকারি কর্মচারীদের বেতন ভাতাদি গ্রহণ করতে হলে রিটার্ন দাখিল করতে হবে এমন আদেশ বা পত্র বিভিন্ন দপ্তর জারি করছে – আয়কর আইন ২০২৪

রিটার্ন দাখিলের কি নতুন আইন জারি হয়েছে? হ্যাঁ।– আয়কর আইন, ২০১৩ এ গণকর্মচারীর বেতন গ্রেড নির্বিশেষে সকলে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। আয়কর আইনের ১৬৬(গ) ধারা অনুযায়ী কোন ব্যক্তি গণকর্মচারী হলে তিনি রিটার্ন দাখিল করবেন। আয়কর আইনের ২৬৪(৩) ২৭ ধারা অনুযায়ী গণকর্মচারীর বেতন ভাতাদি প্রাপ্তিতে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করতে হবে।

৩.৫ লাখ টাকা আয় নাই রিটার্ন কেন দাখিল করতে হবে? আয়কর আইনের ১৬৭(১) ধারা অনুযায়ী সকল গণকর্মচারী আবশ্যিকভাবে পরিসম্পদ ও দায়ের বিবরণী দাখিল করবেন। ৩.৫ লাখ টাকা বার্ষিক আয় থাকুক বা না থাকুক মূলত সরকারি কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনার জন্য রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা জারি করা হয়েছে। আয়কর আইনের ৮৬ (৩) ধারা অনুযায়ী কোন সরকারী কর্মকর্তা আয়নকারী ও ব্যয়নকারী কর্মকর্তা (ডিডিও) হিসাবে কার্য সম্পাদন করিয়া বা সরকার বা অন্য কোন কর্তৃপক্ষের নিকট হইতে “চাকরি হইতে আয়” উত্তোলন করিবার জন্য নিজের বা অন্য কোন সরকারী অধীনস্তের বিল প্রস্তুত বা স্বাক্ষর করিয়াছেন, সেইক্ষেত্রে তিনি উক্ত বিল তৈরি বা স্বাক্ষরের সময়, উক্ত আয়বর্ষের জন্য প্রদেয় বার্ষিক বেতন যদি কর সীমা অতিক্রম করে, তাহা হইলে উক্ত আয়বর্ষের আনুমানিক মোট আয়ের জন্য প্রযোজ্য করের গড় হারে কর কর্তন করিবেন।

রিটার্ন দাখিল না করলে বেতন বন্ধ থাকবে? কর্তৃপক্ষে চাইলে সরকারি আদেশ মানাতে এমনটি করতেই পারেন। গণকর্মচারী মাত্রই তাঁকে আয়কর রিটার্ন দাখিল এবং প্রযোজ্য ক্ষেত্রে বেতন হতে উৎসে কর কর্তন করতে হবে। এ প্রেক্ষিতে সরকারি কার্যালয়ে কর্মরত সকল গণকর্মচারীকে ই-টিন সংগ্রহ পূর্বক ৩০ নভেম্বর ২০২৪ খ্রিঃ এর মধ্যে আয়কর রিটার্ন দাখিলের বিষয়টি নিশ্চিত করতে হবে।

রিটার্ন দাখিল মানেই আয়কর দিতে হবে এমনটি নয় / ৩.৫ লাখ টাকার কম থাকলে কোন আয়কর দিতে হবে না, শুধুমাত্র কাগজপত্র এবং হিসাব, সম্পদ দায় ইত্যাদি তথ্যাদি দাখিল করতে হবে

ঢাকা শহরের ক্ষেত্রে ন্যূনতম আয়কর ৫০০০ টাকা, অন্যান্য সিটিকর্পোরেশনের ক্ষেত্রে ৪০০০ টাকা এবং উপজেলার ক্ষেত্রে ৩০০০ টাকা পরিশোধ করতে হয়।

Caption: Return submission Instruction Documents Download

আয়কর রিটার্ন দাখিলের আয়সীমা ২০২৪ । কত টাকা আয় করলে কর দিতে হবে?

  1. প্রথম ৩,৫০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর শুন্য শতাংশ কর দিতে হবে।
  2. পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ৫% কর দিতে হবে।
  3. পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ১০% কর দিতে হবে।
  4. পরবর্তী 8,00,000 টাকা পর্যন্ত আয়ের উপর ১৫% কর দিতে হবে।
  5. পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ২০% কর দিতে হবে।
  6. অবশিষ্ট ৩৩,৫০,০০০ এর উপর ২৫% কর দিতে হবে এবং ৫০,০০,০০০ টাকার উপর মোট আয়কর দিতে হবে ১০,৩২,৫০০ টাকা।

রিটার্ন দাখিলের রশিদ কি?

আয়কর আইনের ২৬৪(৩) ২৭ ধারা অনুযায়ী গণকর্মচারীর বেতন ভাতাদি প্রাপ্তিতে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করতে হবে।আয়কর আইনের ১৬৭ (১) ধারা অনুযায়ী সকল গণকর্মচারী আবশ্যিকভাবে পরিসম্পন ও দায়ের বিবরণী দাখিল করবেন। অর্থাৎ গণকর্মচারী মাত্রই তাঁকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। (নতুন ব্যক্তি করদাতার ক্ষেত্রে ৩০ জুন ২০২৪) এর মধ্যে আয়কর রিটার্ন দাখিলের বিষয়টির গেজেট প্রকাশিত হয়েছে। গণকর্মচারী হিসেবে সরকারের প্রণীত আইন পরিপালন এবং দেশের অভ্যন্তরীণ উৎস হতে সংগ্রহ বৃদ্ধির লক্ষে আপনার ঐকাধিক সহযোগিতা প্রয়োজন।

বিনিয়োগ জনিত কর রেয়াত ২০২৩ । আয়কর রেয়াত বের করার নিয়ম কি?Income Tax Return Form MS Word File Download । ব্যক্তি করদাতার আয়কর রিটার্ণ ফরম সংগ্রহ করুন
Online tax return Submission 2023। অনলাইনে ই রিটার্ণ বা আয়কর দাখিল করার নিয়ম দেখুনউৎসে আয়কর কর্তনের হার ২০২৩-২৪ । ৩% উৎসে আয়কর কর্তন পরিপত্র
 

রিটার্ন দাখিল নতুন আইন কোনটি?

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বাংলায় প্রণীত “আয়কর আইন- ২০২৩ ১লা জুলাই ২০২৩ হতে কার্যকর হয়েছে। ইতোপূর্বে গণকর্মচারীদের নির্দিষ্টকৃত মূল বেতনের ভিত্তিতে আয়কর রিটার্ন দাখিলের নিয়ম থাকলেও নতুন আয়কর আইন-২০২৩ এ গণকর্মচারীর বেতন লোড নির্বিশে সকলের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। আয়কর আইনের ১৬৬(গ) ধারা অনুযায়ী কোন ব্যক্তি গণকর্মচারী হলে তিনি রিটার্ন দাখিল করবেন।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *