বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

সামরিক বাহিনীর রেশন ভাতা ২০২৪ । পেনশনভোগীদের রেশনের পরিবর্তে কত টাকা রেশন ভাতা দেয়?

সশস্ত্র বাহিনীর পেনশন ভোগীদের রেশন ভাতা প্রাপ্ত বয়স্কদের জন্য ২৪৭ টাকা হইতে ২৯৭ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ৩৫ টাকা হতে ১৬২ টাকা পুন:নির্ধারণ করা হয়েছে। প্রাপ্ত বয়স্করা ২৯৭ টাকা ভাতা পান এবং অপ্রাপ্ত বয়স্করা ১৬২ টাকা পাবে-পরবর্তীতে জন প্রতি ৪১৮ টাকা করা হয় এবং এখনও পর্যন্ত এটিই বহাল রয়েছে-সামরিক বাহিনীর রেশন ভাতা ২০২৪

রেশন ভাতা কত টাকা? সামরিক বাহিনীর রেশনের পরিবর্তে ভাতা প্রদান করা হয়।

 

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যরা মাসিক জনপ্রতি ৪১৮ টাকা হারে রেশন ভাতা পেয়ে থাকেন। যা বর্তমান বাজার দর অনুযায়ী খুবই নগণ্য। নূন্যতম মাসিক তিন হাজার টাকা রেশন দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। এছাড়াও সরকারি সব হাসপাতালে বিনামূল্যে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা ও ঔষধ দেয়ার জন্য ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সূত্র: এসএ টিভি

স্বামী স্ত্রী জনে কত টাকা রেশন পাওয়া যায়? ২০১৫ সালের আগে রেশন হিসেবে ২০ কেজি চাল, ১২ কেজি আটা, ২ কেজি চিনি ও ৫ কেজি সোয়াবিন তেল ধার্য্য ছিল। যা পরবর্তিতে পে কমিশন গঠনের পর ৪১৮ টাকা হিসেবে ধার্য করা হয়। বর্তমানে দু সদস্যের পরিবারের জন্য স্বামী ৪১৮ টাকা এবং স্ত্রী ৪১৮ টাকা অর্থাৎ দুজনে ৮৩৬ টাকা পেয়ে থাকেন যা নিয়ে বাজারে গেলে চাহিদার পূরণ করা সম্ভব হয় না।

সামরিক বাহিনীর পেনশনভোগীদের রেশনের পরিবর্তে রেশন ভাতা বিস্তারিত জানতে আদেশ দেখুন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *