নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের বেতন ভাতাদির গেজেট জারি-সংস্কার কমিশন সদস্যদের বেতন ভাতাদি ২০২৪
বিচারপতির সম মযার্দা এবং সুবিধা পাবে? হ্যাঁ। এস.আর.ও. নম্বর ৩৪১-আইন/২০২৪ সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে যে গত ৩ অক্টোবর ২০২৪ তারিখে গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং ৬ অক্টোবর ২০২৪ তারিখে গঠিত সংবিধান সংস্কার কমিশন-এর কমিশন প্রধানগণ বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হইবেন।
সদস্যদের প্রতি সভায় কত টাকা সম্মানি পাবে? সংস্কার কমিশনসমূহের সদস্যগণ যাহারা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত নহেন তাহারা কমিশনের প্রত্যেক সভায় অংশগ্রহণের জন্য ১০ (দশ) হাজার টাকা সম্মানি এবং যাহারা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত তাহারা কমিশনের প্রত্যেক সভায় অংশগ্রহণের জন্য ৫ (পাঁচ) হাজার টাকা সম্মানি প্রাপ্ত হইবেন। তবে শর্ত থাকে যে, কমিশন প্রধান বা কোন সদস্য অবৈতনিক হিসাবে দায়িত্ব পালন করিতে চাহিলে বা সুযোগ-সুবিধা গ্রহণ করিতে না চাহিলে তাহা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন করিতে পারিবেন।
সংস্কার কমিশনের কাজ কি? সংস্কার কমিশন হলো একটি বিশেষ ধরনের কমিটি বা দল যার কাজ হলো কোনো একটি প্রতিষ্ঠান, সংগঠন বা সমগ্র দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য পরামর্শ দেয়া। এই পরিবর্তনগুলোকেই সাধারণভাবে সংস্কার বলা হয়। কোনো প্রতিষ্ঠানের কাজের ধরণ বা পরিবেশ পরিবর্তিত হলে তার কাজের পদ্ধতিও পরিবর্তন করতে হয়। সংস্কার কমিশন এই পরিবর্তনগুলোর জন্য সুপারিশ করে। অনেক সময় প্রতিষ্ঠানে দুর্নীতি বা অনিয়ম দেখা যায়। সংস্কার কমিশন এ ধরনের সমস্যা সমাধানের জন্য নতুন নিয়মকানুন প্রণয়ন করে। সরকারি প্রতিষ্ঠানগুলোর কাজ হলো জনগণের সেবা করা। সংস্কার কমিশন এই সেবা আরও দ্রুত ও সহজ করার উপায় খুঁজে বের করে। পুরনো পদ্ধতিগুলো অনেক সময় কাজের গতি ধীর করে দেয়। সংস্কার কমিশন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাজের দক্ষতা বাড়ানোর উপায় খুঁজে বের করে।
সংস্কার কমিটির সম্মানী / সংস্কার কমিটির সদস্যগণ কি কি সুবিধা ভোগ করবে?
প্রথমে তারা যে প্রতিষ্ঠানে সংস্কার করতে যাচ্ছে সেখানে কোন কোন সমস্যা রয়েছে তা খুঁজে বের করে। তারা এই সমস্যাগুলোর কারণ খুঁজে বের করে এবং বিশ্লেষণ করে। তারা এই সমস্যাগুলো সমাধানের জন্য বিভিন্ন পরামর্শ দেয়। তারা তাদের সব পর্যবেক্ষণ এবং পরামর্শ সরকার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে একটি প্রতিবেদনের মাধ্যমে জানায়।
Caption: Reform Commission Salary
কমিশন প্রধানগণ বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হইবেন।
- নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন
- পুলিশ সংস্কার কমিশন
- বিচার বিভাগ সংস্কার কমিশন
- দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন
- জনপ্রশাসন সংস্কার কমিশন
- সংবিধান সংস্কার কমিশন
Pingback: পেনশনারের প্রাপ্য বিভিন্ন ভাতা ২০২৪ । মাসিক পেনশন ছাড়া অবসরভোগী গণ আর কি কি পায়? > বাংলাদেশ সা