সরকারি কর্মচারীগণ প্রতি ৩ বছর অন্তর অন্তর ১৫ দিনের ছুটি ও ভাতাসহ শ্রান্তি ও বিনোদন ছুটি ভোগ করে থাকে। শ্রান্তি ও বিনোদন ছুটি ভোগ শেষে কাজে যোগদানের প্রয়োজন করে। নিম্নোক্ত নমুনা মোতাবেক শ্রান্তি ও বিনোদন ছুটি শেষে কাজে যোগদানের আবেদনপত্র তৈরি করতে পারেন।
বরাবর,
আবাসিক প্রকৌশলী
বাংলাদেশ বেতার,ঢাকা।
বিষয়: শ্রান্তি ও বিনোদন ছুটি শেষে কাজে যোগদানের আবেদন পত্র।
মহোদয়,
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আঞ্চলিক প্রকৌশলীর দপ্তর, বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি কেন্দ্রের ১৯/০১/২০২২ খ্রি: তারিখের ১৫.৫৩.৮৪০০.৩২৫.০৮.০০৫.১৭.৬৩৯ নম্বর দপ্তর আদেশ মোতাবেক আমাকে ২৮-০১-২০২২ খ্রি. তারিখ হতে ১১/০২/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত ১৫ (পনের) দিনের ছুটিসহ ভাতা মঞ্জুর করা হয়। এরই ধারাবাহিকতায় উচ্চশক্তি প্রেরণ কেন্দ্র-১, বাংলাদেশ বেতার, সাভার, ঢাকা কেন্দ্র হতে ৩০/০২/২০২২ খ্রি. তারিখের ৫৩৯ নং পত্রের মাধ্যমে উক্ত ছুটি ভোগের অনুমতি দেওয়া হয়।
প্রেক্ষিতে ১২/০২/২০২২ খ্রি: তারিখ সাপ্তাহিক ছুটি থাকায় আমি অদ্য ১৩/০২/২০২২ তারিখ শ্রান্তি ও বিনোদন ছুটি শেষে একই পদে কাজে যোগদান করতে ইচ্ছুক।
অতএব, মহোদয়ের নিকট আবেদন আমার যোগদানপত্র গ্রহন করত: পরবর্তী প্রয়োজনীয় ব্যবস’া গ্রহণে আপনার সদয় মর্জি হয়।
আপনার অনুগত
তারিখ: ১৩/০২/২০২২ খ্রি:
(মো: জমির উদ্দিন)
উচ্চমান সহকারী কাম কোষাধ্যক্ষ
আঞ্চলিক প্রকৌশলীর দপ্তর
বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি
(সংযুক্তিতে উচ্চ শক্তি প্রেরণ কেন্দ্র-১, বাংলাদেশ বেতার,
সাভার, ঢাকা কেন্দ্রে কর্মরত)
শ্রান্তি ও বিনোদন ছুটি শেষে কাজে যোগদানের আবেদন পত্র নমুনা: ডাউনলোড
প্রশ্নোত্তর:
প্রশ্ন: শ্রান্তি ও বিনোদন ছুটি শেষের দিন যদি সরকারি বা সাপ্তাহিক ছুটি থাকে?
উত্তর: সরকারি বা সাপ্তাহিক ছুটির পরে যোগদান করবেন।
প্রশ্ন: শ্রান্তি ও বিনোদন ছুটি কি অন্য ছুটির সাথে ব্রিজ করা যায়?
উত্তর: না।
প্রশ্ন: শ্রান্তি ও বিনোদন ছুটির শেষে কি যোগদান দেওয়া বাধ্যতামূলক?
উত্তর: হ্যাঁ।
প্রশ্ন: শ্রান্তি ও বিনোদন খাতে যদি বাজেট না থাকে?
উত্তর: ছুটি ভাতাসহ মঞ্জুর হবে। বাজেট আসলে ভাতা দিবে।
প্রশ্ন: শুধু ভাতা বা শুধু ছুটি কি মঞ্জুর করা যায়?
উত্তর: না।