ফর্ম I আবেদনপত্র । নমুনা

Rest & Recreation Joining Letter 2025 । শ্রান্তি ও বিনোদন ছুটি শেষে কাজে যোগদানের আবেদন পত্র নমুনা

সরকারি কর্মচারীগণ প্রতি ৩ বছর অন্তর অন্তর ১৫ দিনের ছুটি ও ভাতাসহ শ্রান্তি ও বিনোদন ছুটি ভোগ করে থাকে। শ্রান্তি ও বিনোদন ছুটি ভোগ শেষে কাজে যোগদানের প্রয়োজন করে। নিম্নোক্ত নমুনা মোতাবেক শ্রান্তি ও বিনোদন ছুটি শেষে কাজে যোগদানের আবেদনপত্র তৈরি করতে পারেন-Rest & Recreation Joining Letter 2025

বরাবর,
আবাসিক প্রকৌশলী
বাংলাদেশ বেতার,ঢাকা।

বিষয়: শ্রান্তি ও বিনোদন ছুটি শেষে কাজে যোগদানের আবেদন পত্র।

মহোদয়,

যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আঞ্চলিক প্রকৌশলীর দপ্তর, বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি কেন্দ্রের ১৯/০১/২০২২ খ্রি: তারিখের ১৫.৫৩.৮৪০০.৩২৫.০৮.০০৫.১৭.৬৩৯ নম্বর দপ্তর আদেশ মোতাবেক আমাকে ২৮-০১-২০২২ খ্রি. তারিখ হতে ১১/০২/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত ১৫ (পনের) দিনের ছুটিসহ ভাতা মঞ্জুর করা হয়। এরই ধারাবাহিকতায় উচ্চশক্তি প্রেরণ কেন্দ্র-১, বাংলাদেশ বেতার, সাভার, ঢাকা কেন্দ্র হতে ৩০/০২/২০২২ খ্রি. তারিখের ৫৩৯ নং পত্রের মাধ্যমে উক্ত ছুটি ভোগের অনুমতি দেওয়া হয়।

প্রেক্ষিতে ১২/০২/২০২২ খ্রি: তারিখ সাপ্তাহিক ছুটি থাকায় আমি অদ্য ১৩/০২/২০২২ তারিখ শ্রান্তি ও বিনোদন ছুটি শেষে একই পদে কাজে যোগদান করতে ইচ্ছুক।

অতএব, মহোদয়ের নিকট আবেদন আমার যোগদানপত্র গ্রহন করত: পরবর্তী প্রয়োজনীয় ব্যবস’া গ্রহণে আপনার সদয় মর্জি হয়।

আপনার অনুগত
তারিখ: ১৩/০২/২০২২ খ্রি:

(মো: জমির উদ্দিন)
উচ্চমান সহকারী কাম কোষাধ্যক্ষ
আঞ্চলিক প্রকৌশলীর দপ্তর
বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি
(সংযুক্তিতে উচ্চ শক্তি প্রেরণ কেন্দ্র-১, বাংলাদেশ বেতার,
সাভার, ঢাকা কেন্দ্রে কর্মরত)

শ্রান্তি ও বিনোদন ছুটি শেষে কাজে যোগদানের আবেদন পত্র নমুনা: ডাউনলোড

প্রশ্নোত্তর:

প্রশ্ন: শ্রান্তি ও বিনোদন ছুটি শেষের দিন যদি সরকারি বা সাপ্তাহিক ছুটি থাকে?

উত্তর: সরকারি বা সাপ্তাহিক ছুটির পরে যোগদান করবেন।

প্রশ্ন: শ্রান্তি ও বিনোদন ছুটি কি অন্য ছুটির সাথে ব্রিজ করা যায়?

উত্তর: না।

প্রশ্ন: শ্রান্তি ও বিনোদন ছুটির শেষে কি যোগদান দেওয়া বাধ্যতামূলক?

উত্তর: হ্যাঁ।

প্রশ্ন: শ্রান্তি ও বিনোদন খাতে যদি বাজেট না থাকে?

উত্তর: ছুটি ভাতাসহ মঞ্জুর হবে। বাজেট আসলে ভাতা দিবে।

প্রশ্ন: শুধু ভাতা বা শুধু ছুটি কি মঞ্জুর করা যায়?

উত্তর: না।

শুধু ভাতা বা শুধু ছুটি কি মঞ্জুর করা যায়?

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *