১লা জুলাই ২০২৪ থেকে আয় বর্ষ: ২০২৩-২০২৪ কর বর্ষ: ২০২৪-২০২৫ আয় বর্ষের আয়কর রিটার্ন দেওয়া যাবে-আয়কর রিটার্ন দাখিল এর জন্য আপনার যে সব দলিলাদি লাগবে-Return Submission Required Document 2024
সরকারি বা বেসরকারি চাকরি/বেতন খাতে আয় হলে আয়ের তথ্য? বেতন বিবরণী সেলারি/ সার্টিফিকেট (১ বছরের) ; সেলারির বিপরীতে কর্তন কৃত টিডিএস এর প্রত্যয়ন পত্র; ব্যাংক স্টেটমেন্ট (From 01-07-2023 to 30-06-2024); ৪. Provident Fund info/GPF Balance Sheet/Certificate. (if any) লাগবে।
এছাড়াও আপনার যদি বিনিয়োগ ও ব্যাংক ইন্টারেস্ট থাকে? তবে জীবন বীমা করা থাকলে প্রিমিয়াম প্রদানের রসিদ; ডিপিএস করা থাকলে ডিপিএস স্টেটমেন্ট; পূর্বের কোন ডিপিএস এনক্যাশ বা নগদায়ন করে থাকলে নগদায়ন প্রত্যয়ন পত্র বা এনক্যাশমেন্ট সার্টিফিকেট; এফডিআর করে থাকলে তার ডকুমেন্ট ও ইন্টারেস্ট প্রাপ্তির প্রত্যয়ন পত্র; শেয়ার মার্কেটে বিনিয়োগ থাকলে ব্রোকার হাউস থেকে বিনিয়োগ প্রত্যয়ন পত্র ও পোর্টফলিও এর কপি; সঞ্চয়পত্র ক্রয় করে থাকলে তার ডকুমেন্ট ; সঞ্চয়পত্রের ইন্টারেস্ট প্রাপ্তি ও তার বিপরীতে টিডিএস কর্তনের প্রত্যয়ন পত্র লাগবে।
সম্পদ ও দায় থাকে? তবে সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য লাগবে। এ বছর আপনার নামে কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি ক্রয় করে থাকলে তার দলিলের কপি; এ বছর আপনার কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি বিক্রি করে থাকলে বিক্রয় দলিলের কপি ও উৎসে কর্তনের কপি; বাড়ি/ফ্ল্যাট নির্মাণাধীন থাকলে নির্মাণ বিনিয়োগের পরিমাণ; আপনার নামে গাড়ি থাকলে পারসোনাল এডভান্স আই টি / অগ্রিম আয়কর ও ট্যাক্স টোকেনের কপি; আপনার ব্যাংক লোণ থাকলে লোণ আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট ; ব্যক্তিগত লোণ ৫ লাখ টাকার বেশি হলে এর সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট ; পরিবারের কারো কাছ থেকে কোন দান গ্রহণ করলে বা কাউকে দান করে থাকলে তার ডকুমেন্ট ; আর টাকা দান হলে তার সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট ; এছাড়াও আপনার অন্য কোন আয় থাকলে তার দলিলাদি দিন।
২০২৩-২০২৪ অর্থ বছরের কর সিলিং দেখুন / সর্বনিম্ন আয় কত থাকলে কর দিতে হবে
আপনার আয়ের ওপর নির্ভরশীল পরিবারের সদস্য সংখ্যা ও তাদের বয়স। মনে রাখবেন, কর দিবস ৩০ নভেম্বর ২০২৪ শেষে রিটার্ন দাখিল করলে আইনানুযায়ী পূর্ণ কর রেয়াত পাবেন না, বিলম্ব ফি এবং জরিমানা দিতে হবে।
১লা জুলাই থেকে শুরু হয়েছে করবর্ষ ২০২৪-২০২৫। আইনে এসেছে বেশ কিছু পরিবর্তন। যার মধ্যে অন্যতম হল ব্যাক্তি করের করধাপ এবং করহার।
- ৩,৫০,০০০ টাকা পর্যন্ত শূন্য
- পরবর্তী ১,০০,০০০ টাকার উপরে ৫%
- পরবর্তী ৪,০০,০০০ টাকার উপরে ১০%
- পরবর্তী ৫,০০,০০০ টাকার উপরে ১৫%
- পরবর্তী ৫,০০,০০০ টাকার উপরে ২০%
- এবং, অবশিষ্ট টকার উপরে ২৫%।
করমুক্ত আয় সীমা কত?
ব্যক্তি করমুক্ত আয়সীমা মহিলা এবং ৬৫ বছর বা তদূর্দ্দ্ব বয়সের করদাতার ক্ষেত্রে ৪,০০,০০০ টাকা। প্রতিবন্ধী ব্যাক্তি করদাতার ক্ষেত্রে ৪,৭৫,০০০/- টাকা। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের ক্ষেত্রে ৫,০০,০০০/- টাকা এবং তৃতীয় লিঙ্গ করদাতাদের ক্ষেত্রে ৪,৭৫,০০০/- টাকা। এছাড়াও কোনো প্রতিবন্ধী ব্যাক্তির পিতা-মাতা বা আইনানুগ অভিভাবকের ক্ষেত্রে প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্তর সীমা ৫০,০০০/- বেশী।
৩,৫০,০০০ টাকা পর্যন্ত শূন্য | পরবর্তী ১,০০,০০০ টাকার উপরে ৫% | পরবর্তী ৪,০০,০০০ টাকার উপরে ১০% |
পরবর্তী ৫,০০,০০০ টাকার উপরে ১৫% | পরবর্তী ৫,০০,০০০ টাকার উপরে ২০% | এবং, অবশিষ্ট টকার উপরে ২৫%। |
নতুন করদাতা হলে কি কি লাগবে? TIN ,জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, এক কপি ছবি। নিয়মিত রিটার্ন দাখিল-কারি (পুরাতন রিটার্ন এর কপি) এবং নতুন করদাতা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য অন্যান্য ডকুমেন্টও লাগবে যার তালিকা নিচে দেওয়া হলো। যেটি আপনার জন্য প্রযোজ্য কেবল সেটিই সংগ্রহ করুন।