এফ,আর এন্ড এস,আর, বিধি-৮৬ অনুযায়ী যেদিন সরকারি চাকুরে অবসর গ্রহণ করবেন সেদিন তার সকল ছুটি তামাদি হয়ে যায়। ফলে এলপিআর ছাড়া আর কোন ছুটি ভোগের সুযোগ থাকে না। তাছাড়া বিনোদন ভাতা প্রদানের মূল শর্ত হল যুগপৎভাবে শ্রান্তি ও বিনোদন ছুটি মঞ্জুরী ও ছুটি গ্রহণ ভূতাপেক্ষভাবে শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরী ও ভাতা প্রদানের সুযোগ নাই-RR Leave Back date Granting 2024
শ্রান্তি বিনোদন ভাতার ক্ষেত্রে তিন বছর কিভাবে হিসাব হবে? ৩ বছর পূর্ণ হওয়ার ১ মাস পূর্বে শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতার জন্য আবেদন করবেন। আবেদনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর হিসেব হবে। যদি আবেদন ১ মাস পরে করেন তবে এক মাস পর হতে পরবর্তী ৩ বছর গণনা করা হবে এতে করে তার পরবর্তী শ্রান্তি বিনোদন ছুটি পিছিয়ে যাবে। অনেক সময় জনস্বার্থে প্রাপ্য সময়ে শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুর করা হয় না। এক্ষেত্রে ছুটি মঞ্জুরির তারিখ এখানে বিবেচ্য নয়, তার আবেদন সময়মত হলে ছুটি যখনই মঞ্জুর করা হোক না কেন পরবর্তী ছুটি প্রাপ্যতার তারিখ পরিবর্তন হবে না। শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা মঞ্জুরীর জন্য আবেদন পত্র।
জনস্বার্থে শ্রান্তি বিনোদন ভাতা দেরীতে মঞ্জুর করা হলে ভাতা? ৩ বছর পূর্তির আগেই আবেদন করবেন যাতে ৩ বছর পূর্তির পরদিন থেকে ছুটি মঞ্জুর করা যেতে পারে। আবেদন পত্রে ০১/০১/২০২১ তারিখে ছুটি ভোগ করতে চায় উল্লেখ করলে মঞ্জুরকারী কর্তৃপক্ষ যদি ১৬/০১/২০২১ তারিখ থেকে ছুটি মঞ্জুর করেন, তাহলে মঞ্জুরীপত্রে প্রাপ্যতার তারিখ ০১/০১/২০২৪ ঠিক থাকবে উল্লেখ করে দেয়া উচিত যদি আবেদন সময়মত হয়। সঠিক নিয়ম ০১/০১/২০২১। কিন্তু মঞ্জুরকারী কর্তৃপক্ষ দাপ্তরিক প্রয়োজনে পরে ছুটি মঞ্জুর করলেও ছুটির প্রাপ্যতা ঠিক রাখতে পারেন। এক্ষেত্রে জুন মাসের শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা যদি জুলা মাসে মঞ্জুর করা হয় তবে ভাতা অবশ্যই জুলাই মাসের মূল বেতন অনুসারে প্রযোজ্য হবে। কেউ যদি ইচ্ছে করে ৩ বছর পূর্তিতে ছুটির আবেদন না করে থাকেন। তাহলে যখন আবেদন করবেন, আবেদন পত্রে যে তারিখ থেকে ছুটি ভোগ করতে চান উল্লেখ করবেন। সে তারিখ থেকে পরবর্তী ৩ বছর গণনা করতে হবে। যে মাসে ছুটিতে যাইবেন সেই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন।
Post Date Rest & Recreation Grant । শ্রান্তি ও বিনোদন ছুটি ব্যাক ডেটে মঞ্জুর করা যায় না
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অথবিভাগ
বাস্তবায়ন ও প্রবিধি অনুবিভাগ
প্রবিধি-৩ শাখা।
নং: অম/অবি/প্রবিধি-৩/ছুটি-১/২০০২/১০২ তারিখ: ২৯-১২-২০০৫ খ্রি:
বিষয়: শ্রান্তি বিনোদন ভাতা ও ছুটি মঞ্জুরী প্রসংগে।
সূত্র: সম(উনি-১_-প/১৫০৯-৩২৯; তারিখ: ০৩-০৯-২০০৫ খ্রি:
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নিম্নস্বাক্ষরকারী আদিষ্ট হয়ে জানাচ্ছে যে, এফ,আর এন্ড এস,আর, বিধি-৮৬ অনুযায়ী যেদিন সরকারি চাকুরে অবসর গ্রহণ করবেন সেদিন তার সকল ছুটি তামাদি হয়ে যায়। ফলে এলপিআর ছাড়া আর কোন ছুটি ভোগের সুযোগ থাকে না। তাছাড়া বিনোদন ভাতা প্রদানের মূল শর্ত হল যুগপৎভাবে শ্রান্তি ও বিনোদন ছুটি মঞ্জুরী ও ছুটি গ্রহণ ভূতাপেক্ষভাবে শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরী ও ভাতা প্রদানের সুযোগ নাই। এ ক্ষেত্রে যুগপৎভাবে শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরী ও ছুটি গ্রহণের কোন সুযোগ নেই বিধায় প্রাক্তন ভারপ্রাপ্ত সচিব জনাব মো: আব্দুর রহিম ১৫-০৮-২০০৪ তারিখের আবেদনকৃত শ্রান্তি ও বিনোদন ভাতা প্রাপ্য হবেন না।
(তপন কান্তি মজুমদার)
সহকারী সচিব
শ্রান্তি ও বিনোদন ছুটি ভূতাপেক্ষভাবে মঞ্জুরী প্রদানের সুযোগ নাই: ডাউনলোড