সরকারি কর্মচারীদের কোন পদের কর্মকর্তা/কর্মচারী কত টাকা মূল বেতনে চাকরি করে জেনে নিন- মূল বেতনটা ভিন্ন হয়ে থাকে তাছাড়া বাড়ি ভাড়া মূল বেতনের ৩৫-৫০% হয় – সাথে চিকিৎসা সুবিধা পাওয়া যায় – কোন চাকরি কোন গ্রেড ২০২৫
নন ক্যাডার পদও কি ব্লক পোস্ট?– নন-ক্যাডার জব গ্রেড ৯ হলে ১ম শ্রেণি এবং গ্রেড ১০ হলে ২য় শ্রেণি বলা হয় ক্যাডার আর নন-ক্যাডার জব এর মধ্যে মূল পার্থক্য হল, ক্যাডারগণ প্রমোশন পেয়ে নীতিনির্ধারক পর্যায়ে যেতে পারেন, যা নন-ক্যাডারগণ যেতে পারেন না। প্রায় সব ক্যাডারই কমপক্ষে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত যেতে পারেন, অন্যদিকে নন-ক্যাডারে বেশির ভাগ পদই ব্লক পোস্ট।
বিসিএস ক্যাডার মূলত কারা? দুই প্রকার জেনারেল (পুলিশ, এডমিন, পররাষ্ট্র ইত্যাদি) এবং টেকনিক্যাল (শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক ও জনপদ ইত্যাদি)।জেনারেল ক্যাডারে যে কেউ যে কোন সাবজেক্ট থেকে পরীক্ষা দিয়ে চাকরি করতে পারেন, কিন্তু টেকনিক্যাল ক্যাডারে চাকরি করতে হলে নির্দিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। যেমন, এমবিবিএস ডিগ্রি ছাড়া কেউ সরকারি ডাক্তার হয়ে চাকরি করতে পারবেন না।
প্রাইমারী স্কুলের শিক্ষক কোন শ্রেনীর কর্মকর্তা? এদের চেনার উপায় হল, সরকারি যে কোন অফিসে ৪ ধরনের স্টাফ থাকে। যার মধ্যে রয়েছে ক্যাডার, তার নীচে কর্মকর্তা তার নীচে কর্মচারী। এদের মাঝে ১ম, ২য় এদের গেজেটেড কর্মকর্তা বলা হয়। ৩য় শ্রেণির যারা তারাও হল কর্মকর্তা। ৪র্থ শ্রেণির যারা তারা হল কর্মচারী। প্রথম শ্রেণি মানেই নূন্যতম ৯ম গ্রেড আর দ্বিতীয় শ্রেণি কেবল ১০ম গ্রেড। আর সকল ডিপার্টমেন্টের সহকারী পরিচালক (Assistant Director) প্রথম শ্রেণির বাংলাদেশ ব্যাংকের এডি না সব এডিই প্রথম শ্রেণির। পুলিশের এসআই দ্বিতীয় শ্রেণির এবং প্রাইমারি প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির। সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক দ্বিতীয় শ্রেণির। যদিও এখন শ্রেনী ভিত্তিক পরিচিতি পরিবর্তন করে গ্রেড ভিত্তিক করা হয়েছে।
গ্রেড ১ কর্মকর্তা কারা চাকরি করেন? । কোন গ্রেডে কোন শ্রেণী কর্মকর্তা ও কর্মচারীর বেতন
প্রাইমারি সহকারী শিক্ষক তৃতীয় শ্রেণির এবং সকল ডিপার্টমেন্টের অফিস সহকারী, কম্পিটার অপারেটর/ ষাট মুদ্রাক্ষরিক তৃতীয় শ্রেণির। অফিস সহায়ক চতুর্থ শ্রেণির যার স্কেল ৮,২৫০ যেমন প্রাইমারি স্কুলের পিওন। চলুন জেনে নেওয়া যাক কোন গ্রেডে কত বেতন ও সরকারি ভাতা রয়েছে।Caption: info source
কোন গ্রেডে কত বেতন ২০২৫ । কোন গ্রেডে কোন পদ , বেতন কত টাকা?
- অফিস সহায়ক-২০-৮২৫০-এস.এস.সি বা সমমান পাশ।
- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৬-৯৩০০-এইচ.এস.সি বা সমমান পাশ।
- হিসাব সহকারী-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ।
- উচ্চমান সহকারী-১৪-১০২০০- স্নাতক বা সমমান।
- হিসাব রক্ষক-১৩-১১০০০-স্নাতক বা সমমান।
- প্রশাসনিক কর্মকর্তা-১০-১৬০০০-স্নাতক বা সমমান পাশ।
- সহ-সম্পাদক-১২-১১৩০০-স্নাতক বা সমমান।
- সহকারী বিজনেস ম্যানেজার-১২-১১৩০০- স্নাতক বা সমমান।
- গুদাম রক্ষক-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ।
- মোটর গাড়ী চালক-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ।
- অডিটর-১১-১২৫০০-স্নাতক বা সমমান পাশ।
- সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-১৪-১০২০০-এইচ.এস.সি বা সমমান
- অনুষ্ঠান সচিব-১৪-১০২০০-এইচ.এস.সি বা সমমান।
- ক্যাটালগার-১৪-১০২০০-স্নাতক বা সমমান।
- কম্পিউটার অপারেটর-১৪-১০২০০-স্নাতক বা সমমান। (কম্পিউটার অপারেটর পদ গ্রেড কোন কোন মন্ত্রণালয়ে ১১ আবার কোন কোন মন্ত্রণালয়ে ১৩)
- রেডিও টেকনিশিয়ান-১৪-১০২০০-বিজ্ঞানে এইচ.এস.সি বা সমমান।
- স্টুডিও এক্সিকিউটিভ-১৫-৯৭০০-এইচ.এস.সি পাশ।
- রীগার-১৫-৯৭০০-বিজ্ঞানে এস.এস.সি।
- টেলিফোন অপারেটর-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ।
- ইলেকট্রিশিয়ান-১৬-৯৩০০-এস.এস.সি বা সমমান পাশ।
- ইক্যুইপমেন্ট এটেনডেন্ট-১৯-৮৫০০-বিজ্ঞানে এস.এস.সি বা সমমান পাশ।
- প্লাম্বার-২০-৮২৫০-অষ্টম শ্রেনী পাশ।
- এমএলএসএস-২০-৮২৫০- অষ্টম শ্রেনী পাশ।
- গার্ড (নিরাপত্তা প্রহরী)-২০-৮২৫০- অষ্টম শ্রেণী পাশ।
- মালী-২০-৮২৫০- অষ্টম শ্রেণী পাশ।
- পরিচ্ছন্নতা কর্মী (ঝাড়ুদার/সুইপার)-২০-৮২৫০- অষ্টম শ্রেণী পাশ।
- সিপাহি (জিডি)-১৭-৯০০০-এস.এস.সি পাশ।
- নির্বাহী প্রকৌশলী-৫-৪৩০০০-প্রকৌশলে স্নাতক।
- সহকারী প্রকৌশলী-৯-২২০০০-প্রকৌশলে স্নাতক।
- হিসাব রক্ষক-১১-১২৫০০-স্নাতকোত্তর বা সমমান।
- ফটোকপি অপারেটর-১৯-৮৫০০-মাধ্যমিক স্কুল পাশ বা সমমান।
- সার্ভেয়ার-১৫-৯৭০০-মাধ্যমিক স্কুল পাশ সার্ভে ডিপ্লোমাসহ
- উপ-সহকারী প্রকৌশলী-১০-১৬০০০-প্রকৌশলে ডিপ্লোমা
- পিএ-১৪-১০২০০-স্নাতক বা সমমান।
- ডাটা এন্ট্রি অপারেটর-১৬-৯৩০০-উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ।
- বাস/ট্রাক চালক-১৬-৯৩০০-অষ্টম শ্রেনী পাশ।
- সেকশন অফিসার-৯-২২০০০-স্নাতকোত্তর পাশ।
- সহকারী মৌলভী-১৫-৯৭০০-এইচ.এস.সি পাশ।
- লাইব্রেরিয়ান-৯-২২০০০- ডিপ্লোমা পাশ।
- ইউনিয়ন পরিষদ সচিব-১৪-১০২০০-স্নাতক বা সমমান।
- মেশিন অপারেটর-১৮-৮৮০০-মাধ্যমিক স্কুল পাশ।
- প্রভাষক-৯-২২০০০-স্নাতকোত্তর পাশ।
- ল্যাব সহকারী-১৩-১১০০০-এইচ.এস.সি পাশ।
- বাবুর্চি-১৯-৮২৫০-এস.এস.সি পাশ।
- হিসাব রক্ষণ কর্মকর্তা-৯-২২০০০-স্নাতক বা সমমান।
- বিসিএস ক্যাডার যোগদান-৯-২২০০০-স্নাতক বা সমমান পাশ।
- মেডিকেল অফিসার-৯-২২০০০-এমবিবিএস পাশ।
- সহকারী সচিব-১০-১৬০০০-স্নাতক বা সমমান পাশ।
- অগ্নি নির্বাপক মোটর চালক-১৪-১০২০০-মাধ্যমিক স্কুল পাশ।
- নার্স (মিডওয়াইফ)-১২-১১৩০০-নার্সিং এ ডিপ্লোমা।
- হাউজকিপার-১৪-১০২০০-স্নাতক বা সমমান।
- লাইব্রেরি সহকারী-১৬-৯৩০০-উচ্চ মাধ্যমিক পাশ।
- বৈজ্ঞানিক কর্মকর্তা-৯-২২০০০-বিজ্ঞানে স্নাতক।
- আইন কর্মকর্তা-৯-২২০০০-আইনে স্নাতক বা সমমান।
- প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক-১৪-১০২০০-স্নাতক বা সমমান সহ বিএ/বিএড
- এমপিও ভূক্ত সহকারী প্রধান শিক্ষক-৯-২২০০০-স্নাতক বা সমমান
- প্রধান প্রকৌশলী-৩-৫৬৫০০-প্রকৌশলে স্নাতক বা সমমান।
- পুলিশের এস.আই-১০-১৬০০০-স্নাতক পাশ।
- পরিবার কল্যাণ পরিদর্শিকা-১৪-১০২০০-২৪৬৮০
ফাস্ট ক্লাস অফিসার কোন গ্রেডের কর্মকর্তা?
১ থেকে ৯ নং গ্রেডে যিনি সে প্রথম শ্রেণির কর্মকর্তা বা গেজেটেড অফিসার বা ক্যাডার। এদের নিয়োগের সময় সরকারি গেজেট বা বিজ্ঞপ্তি বের হয়, স্বয়ং প্রেসিডেন্ট এদের নিয়োগ দিয়ে থাকেন। সামগ্রিক দিক বিবেচনায় মান মর্যাদা, দায়িত্ব-কর্তব্যের পরিধি এবং সুযোগ সুবিধার দিক দিয়ে প্রথম শ্রেণির গেজেটেড অফিসারগণ তুলনামূলক ভালো অবস্থানে থাকেন। তার উপরে আছে সচিব/মূখ্য সচিব।
https://bdservicerules.info/%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95/
অফিস সহকারী চাকরি করতে চাই
শুধু ঐ সব পোষ্টে আবেদন করুন।
এখানে একটু ভুল আছে। সঠিক টা হলো। কম্পিউটার অপারেটর পদ গ্রেড কোন কোন মন্ত্রণালয়ে ১১ আবার কোন কোন মন্ত্রণালয়ে ১৩ ।
সংশোধন করা হয়েছে।