সঞ্চয়পত্র খবর । ক্রয় সীমা । নগদায়ন

সঞ্চয়পত্র ক্রয়ের প্রয়োজনীয় ডকুমেন্টস ২০২৪ । কেন এখনও সঞ্চয়পত্রে টাকা রাখবেন জেনে নিন

ব্যাংকে টাকা রাখলে টাকা কমে যায়। কিভাবে কমে যায় সেটি জানেন কি? গত জুন ২০২৪ মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৪২ শতাংশ, সেখানে ব্যাংকগুলো বার্ষিক সুদ দেয় ৫% অর্থাৎ আমানতের সুদ হবে ৫% মাত্র।

একটু মাথা খাটিয়ে দেখুন ব্যাংক সুদ যেখানে ৫% বা ব্যাংক এফডিআর ৭-৮% এর মধ্যে সেখানে মূল্যস্ফিতি ১০% এর উপরে। এখানে আপনার ব্যাংকে গচ্ছিত টাকার ৫% হারে অর্থ প্রতি বছর কমে যাচ্ছে অর্থাৎ আপনি যদি ১০০ টাকা রাখে ব্যাংক আপনাকে মূলত ৯৫ টাকা দিচ্ছে। যদি আপনি মনে করছেন ১০৫ টাকা পাচ্ছি কিন্তু ১০৫ টাকার মান ১ বছর পর ৯৫ টাকা। 

আসুন এসব এফডিআর ও ব্যাংক আমানত থেকে বিরত থেকে সঞ্চয়পত্রে বিনিয়োগ করি। যদিও সঞ্চয়পত্রে বিনিয়োগ এখন একটু জটিল, যেমন-টিআইএন সার্টিফিকেট লাগে ২ লক্ষ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এবং আয়কর রিটার্ণ দাখিলের স্লিপ লাগবে ৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে, তবু আপনি এমন ঝামেলা মাথায় রেখেই সঞ্চয়পত্র কিনুন অন্যথায় আপনি কোন ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ করুন। বিনিয়োগ যদিও রিস্কি তবুও আমি পরামর্শ দিব যে, আপনি ব্যাংকে এফডিআর বা আমানত রেখে আপনার অর্থের অপচয় করবেন না।

সঞ্চয়পত্র কোথায় কিনতে পাওয়া যায়?

এখন কথা হচ্ছে সঞ্চয়পত্র বিক্রি হয় কোথায় এবং ব্যাংক হতে সঞ্চয়পত্র ক্রয় করলে তা কতটা নিরাপদ? হ্যাঁ সঞ্চয়পত্র আপনি  ৪টি প্রতিষ্ঠান হতে সঞ্চয়পত্র কিনতে পারবেন। সঞ্চয়পত্র খুবই নিরাপদ রাষ্ট্র দেওলিয়া না হলে সঞ্চয়পত্রের অর্থ বিনষ্ট হওয়ার সম্ভাবনা নেই।

  1. বাংলাদেশ ব্যাংকের সকল অফিস (সদরঘাট ও ময়মনসিংহ অফিস ব্যতীত);
  2. শরীয়াহ ভিত্তিক ব্যাংক ব্যতীত সকল তফসিলি ব্যাংক;
  3. জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনস্থ সকল সঞ্চয় ব্যুরাে অফিস এবং
  4. ডাকঘরসমূহে (Post Office)।

সব প্রতিষ্ঠান থেকে কি কিনতে পাওয়া যায়?

না। সঞ্চয়পত্রের প্রাতিষ্ঠানিক বিনিয়ােগ সংক্রান্ত কার্যক্রম শুধুমাত্র জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন সঞ্চয় ব্যুরাে কর্তৃক পরিচালিত হয়। তাই আপনি বাংলাদেশ ব্যাংকের উল্লিখিত শাখা ছাড়া সকল শাখা হতে ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই এটি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সফটওয়্যারের মাধ্যমে অনলাইন পদ্ধতিতে ক্রয় করা হবে। শরীয়াহ ভিত্তিক ব্যাংক ব্যতীত সকল তফসিলি ব্যাংক হতে আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। সঞ্চয়পত্র কোন কোন ব্যাংকে করা যায় ২০২৪

ডাকঘর হতে আপনি বর্তমানে এক লক্ষ টাকার অধিক মূল্যের সঞ্চয়পত্র ক্রয় করতে হলে ব্যাংক হিসাবের চেক বইয়ের মাধ্যমে সঞ্চয়পত্র মূল্য পরিশোধ করতে হবে। কোন ভাবে আপনি নিজ নামের ব্যাংক চেক ছাড়া ১ লক্ষ টাকার অধিকমূল্যের সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না। জেলা জাতীয় সঞ্চয় ব্যুরো অফিস হতেও আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। ইসলামিক ব্যাংক গুলোতে সঞ্চয়পত্র বিক্রি করা হয় না।

সঞ্চয়পত্র কিনতে যা যা লাগে

সঞ্চয়পত্র কিনতে গেলে গ্রাহকদের প্রথমেই সংশ্লিষ্ট সঞ্চয়পত্র  ফরম পূরণ করতে হয়, পরিবার সঞ্চয়পত্র, তিনমাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং বাংলাদেশ সঞ্চয়পত্রের জন্য আলাদা আলাদা ফরম রয়েছে। সঙ্গে দিতে হয় গ্রাহক ও নমিনির দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি। নমিনির ছবির সত্যায়ন করতে হয় গ্রাহককে। সঞ্চয়পত্র ক্রয় করতে যে সকল ডকুমেন্টস লাগবে। গ্রাহক ও নমিনির জাতীয় পরিচয়পত্রের কপিও এ ক্ষেত্রে বাধ্যতামূলক। চলুন লিষ্ট আকারে দেখা যাক-

  1. সঞ্চয়পত্র ক্রয়ের নির্ধারিত আবেদন ফরম৷
  2. এমআইসিআর (MICR) চেকের মাধ্যমে বিনিয়ােগের টাকা পরিশােধা (০১ লক্ষ টাকার বেশি হলে)
  3. ক্রেতার ০২(দুই) কপি পাসপোর্ট সাইজ ছবি৷
  4. ক্রেতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  5. নমিনীর ০২(দুই) কপি পাসপাের্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  6. ক্রেতার ই-টিনআইএন সার্টিফিকেটের ফটোকপি (০২ লক্ষ টাকার উপরে হলে)
  7. আয়কর রিটার্ণ দাখিলের রশিদ (৫ লক্ষ টাকার উপরের সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে)

সঞ্চয়পত্র নমিনী নাবালক হলে

  1. নমিনীর জন্মনিবন্ধন সনদ ও প্রত্যায়নকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ে অতিরিক্ত ডকুমেন্টস

  1.  ক্রেতার পেনশন বই এর ফটোকপি এবং প্রাপ্ত আনুতােষিক এবং ভবিষ্য তহবিলের মঞ্জুরীপত্র।

সঞ্চয়পত্র ক্রয় সীমা ও যোগ্যতা ২০২৪ । পেনশনার সঞ্চয়পত্র সবাই কিনতে পারে না

সঞ্চয়পত্র ক্রয় সীমা ও যোগ্যতা

নতুন নিয়মে সঞ্চয়পত্রে স্ল্যাবভিত্তিক মুনাফা ২০২৪

বর্তমানে সঞ্চয়পত্রে মুনাফা- প্রদানের স্ল্যাব বা ধাপ গুলো হলো- ১ম স্ল্যাবঃ ১/- থেকে ১৫,০০,০০০/- ২য় স্ল্যাবঃ ১৫,০০,০০১/- হতে ৩০,০০,০০০/- ৩য় স্ল্যাবঃ ৩০,০০,০০১/- হতে তদুর্ধ্ব। ১৫ লাখ পর্যন্ত আগের নিয়ম থাকবে কিন্তু অনেকে জানতে চান যে, ১৫ লাখের বেশি কিনলে সম্পুর্ন টাকার রেট কমে যাবে কিনা?

আগের কেনা গুলো যতই কেনা থাক তা আগের রেটেই পাবেন, নতুন যারা কিনবেন তাদের এই পরিবর্তিত রেটে মুনাফা দেয়া হবে। কিন্তু আগে যা কেনা আছে তার সাথে সমন্বয় করে দেখা হবে মোট কত কেনা আছে। উদাহরণ হিসাবে বলা যায়– আমার পরিবার সঞ্চয়পত্র পুরানো ১৫ লাখ কেনা আছে, নতুন নিয়মে আরো ৪ লাখ কিনলে কত টাকা পাবো? উত্তরঃ ১৫ লাখে আগের রেটে লাখে ৮৬৪ টাকা করে পাবেন আর পরের ৪ লাখে নতুন রেট (১৫-৩০ লাখ পর্যন্ত স্ল্যাব) লাখে ৭৮৭.৫০ টাকা করে পাবেন। আগের কেনা গুলো কোন রেট চেন্জ হবে না। সঞ্চয়পত্র স্ল্যাব ভিত্তিক মুনাফা নির্ধারণ করার নিয়ম ২০২২

সঞ্চয়পত্র খবর ২০২৩ । প্রতি লাখে কত টাকা পাওয়া যাবে?

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *