একজন সরকারি কর্মকর্তাকে জনস্বার্থে কক্সবাজার হইতে ঢাকা বদলী করা হইল। নিম্নবর্ণিত তথ্যের ভিত্তিতে তাহার ভ্রমণ বিল প্রস্তুত করা হইল:
১। তাহার এক স্ত্রী বয়স ৪০ বৎসর। দুই পুত্র বয়স ১৭ এবং ১৪ বৎসর। এক কন্যার বয়স ১১ বৎসর, তাহার বৃদ্ধ মাতা এবং একজন ভৃত্য তাহার সহযাত্রী ছিল।
২। তিনি তাহার সমস্ত ব্যক্তিগত মালামাল কক্সবাজার হইতে ঢাকা পর্যন্ত সড়ক পথে ট্রাক ভাড়া দিয়া আনয়ন করেন যাহার দূরত্ব ৫০০ (আনুমানিক) কি: মি:।
৩। তাহার মাসিক বেতন ২৫,৫০০/- টাকা অর্থাৎ ক-শ্রেণীর কর্মকর্তা এবং তিনি কোন অগ্রিম ভ্রমণ ভাতা গ্রহণ করেন নাই।
সমাধান:
তিনি নিম্নবর্ণিত হারে ভ্রমণ ভাতা প্রাপ্য হইবেন-
(ক) নিজের জন্য: কক্সবাজার হইতে ঢাকা পর্যন্ত সড়ক পথে
(বাস ভাড়া ২ গুন) ৮৫০*২ = ১৭০০/-
(খ) পরিবারের সদস্যদের জন্য:
১। স্ত্রী-১সহ সর্বোচ্চ ৩ জন ৮৫০*৩ = ২৫৫০/-
(গ) ব্যক্তিগত মালামাল পরিবহনের খরচ:
কক্সবাজার হইতে চট্টগ্রাম পর্যন্ত ২৩০০ কেজি মালামাল প্রতি ১০০ কেজি প্রতি কিলোমিটার ২.০০ টাকা হারে (২৩০০*২.০০*৫০০/১০০) = ২৩০০০/- টাকা। প্যাকিং এ্যান্ড ক্রেরিং চার্জ বাবদ- ১,৫০০/-
সর্বমোট = ২৮৭৫০/- টাকা মাত্র। ( ১৭০০+২৫৫০+২৩০০০+১৫০০)
নোট : (১) বৃদ্ধ মাতা এবং ভৃত্য পরিবারের সদস্য হিসেবে ভাতা পাবেন না।
(২) প্রকৃত ভাড়া প্রদান সাপেক্ষে পরিবারের প্রত্যেক সহগামী প্রাপ্ত বয়স্ক সদস্যের জন্য একটি পূর্ণ ভাড়া (স্ত্রীসহ সর্বোচ্চ তিনজন)
ভ্রমণ বিল প্রস্তুতের উদাহরণ ও সমাধানটির PDF সংগ্রহ করতে পারেন: ডাউনলোড