বাংলাদেশ সরকারে নির্ধারিত বিধি ও আইন অনুসারে বিভিন্ন সেবা গ্রহণে ভ্যাট দিতে হয়। এবং নির্দিষ্ট আয়কর সীমার উপরে আয় করলে আয়কর দিতে হয়-Tax Deduction 50 Rules on Salaried Person 202
বোনাসও আয়কর হিসাবে আসবে? হ্যাঁ। বেতন খাতে প্রাপ্ত আয়ের উপর আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ৫০ অনুযায়ী উৎসে কর কর্তনের বিধান রয়েছে, যা সরকারি কর্মচারিদের বেতন-ভাতাদির ক্ষেত্রেও প্রযোজ্য। ইতোমধ্যে জারিকৃত নতুন বেতন স্কেলে সরকারি কর্মচারিদের বেতন- ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। এর ফলে বেতন-ভাতা খাতে উৎসে করের পরিমাণও বৃদ্ধি পাবে। কর আইনের বিদ্যমান বিধান অনুযায়ী সরকারী কর্মচারিদের মূল বেতন, উৎসবভাতা ও বোনাস খাতে প্রাপ্ত আয় করযোগ্য। একজন সরকারি চাকুরিজীবী আয় বছরের শুরুতে তাঁর প্রাপ্য বেতন, উৎসব ভাতা ও বোনাসের পরিমাণ এর ভিত্তিতে বেতন-ভাতা খাতে করযোগ্য আয় নিরূপণপূর্বক তার উপর প্রযোজ্য আয়কর থেকে বিনিয়োগ জনিত সম্ভাব্য আয়কর রেয়াত ও উৎস কর/অগ্রিম কর বাদ দিয়ে নীট প্রদেয় করের পরিমাণ নিরূপণ করবেন এবং সে অনুযায়ী মাসিক ভিত্তিতে উৎস করের পরিমাণ হিসেব করে তা বেতন বিলে আয়কর কর্তন হিসেবে প্রদর্শন করবেন।
হিসাব রক্ষণ কর্মকর্তা নির্ধারিত ছকে বেতন-ভাতাদি খাতে উৎসে কর্তনকৃত করের একটি সনদ সংশ্লিষ্ট সরকারী কর্মচারিকে প্রদান করবেন, যা সরকারী কর্মচারি তার আয়কর রিটার্ন দাখিলের সময় উৎসে কর পরিশোধের প্রমাণ হিসেবে আয়কর কর্তৃপক্ষের নিকট দাখিল করবেন। জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ বিষয় স্পষ্টীকরণ সংক্রান্ত পরিপত্রের কপি এ সাথে সংযুক্ত করা হয়েছে।
আয়কর আইন যথাযথভাবে পরিপালনের মাধ্যমে দেশ ও জাতির জন্য বর্ণিত রাজস্ব সংগ্রহের অর্পিত দায়িত্ব পালনে জাতীয় রাজস্ব বোর্ডকে সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারের সকল কর্মচারির বেতন-ভাতা পরিশোধের ক্ষেত্রে যাতে বিধান অনুযায়ী আয়কর কর্তন নিশ্চিত করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।
আয়কর কর্তনের পর হিসাব এখন এজি অফিস বা একাউন্টস অফিস হতে নিতে হয় না। আইবাস++ হতেই উৎসে কর্তনকৃত করের মাধ্যমে সংগ্রহ করা যায়
সরকার বা সরকারি কোন সংস্থা, কর্পোরেশন থেকে বেতন হিসাবে মূল বেতন ১৬ হাজার টাকা বা বেশি হলেই আয়কর রিটার্ন জমা দেয়ার প্রমাণপত্র জমা দিতে হবে। বেসরকারি বেতন: বেসরকারি প্রতিষ্ঠান থেকে বেতন নেয়ার সময় বার্ষিক আয়কর রিটার্ন প্রমাণপত্র জমা দিতে হবে।
আয়কর সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে লিংকে প্রবেশ করুন: ডাউনলোড
আরও দেখুন:
জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ পানির বিলে উৎসে মূসক কর্তন করতে হবে না।
প্রশ্নোত্তরে জানবো আয়কর, ভ্যাট কর্তন, জমা কোড সরাসরি ক্রয়সীমা।
সরকারি চাকুরিজীবির লাম্পগ্রান্ট, পেনশন ও আনুতোষিক আয়কর মুক্ত।
সর্বনিম্ন কত টাকার বিলে ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়।
আয়কর আইন বিধি-৫০ বেতন (Salaries) সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব।
ব্যাংক আমানত ১,০০,০০০ টাকার উপরে হলেই ১৫০ টাকা অবগারি শুল্ক ।