পাহাড়ী ভাতা বা ক্ষতিপূরক ভাতা পাওয়ার ক্ষেত্রে মেডিকেল লিভ বা অর্ধ গড় বেতনের ছুটিকে আওতায় ধরা হবে যদি প্রত্যয়নপত্র থাকে। তাছাড়া উক্ত স্থানের জন্য পাহাড়ী ভাতা প্রযোজ্য হইতে হইবে।
বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-১ এর বিধি-১৩। ব্যয়বহুল স্থানে বসবাসের জন্য ক্ষতিপূরক খাদ্য ভাতা (grain compensation allowance) বা বাড়ী ভাড়া ভাতা ব্যতীত মঞ্জুরিকৃত ভাতা পাইতে পারেন।
(এ) মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে ছুটির ক্ষেত্রে-
(i) ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষকে এই মর্মে প্রত্যয়নপত্র প্রদান করিতে হইবে যে, সংশ্লিষ্ট সরকারী কর্মচারী যে কর্মস্থল হইতে ছুটিতে যাইতেছেন, ঐ কর্মস্থলে অথবা একইরূপ ভাতার বিধান রহিয়াছে, অনুরূপ কোন কর্মস্থলে ছুটি শেষে যােগদান করিবেন; এবং
(ii) সংশ্লিষ্ট সরকারী কর্মচারী এই মর্মে প্রত্যয়নপত্র দিবেন যে, তিনি যে কর্মস্থল হইতে ছুটিতে যাইতেছেন, উক্ত কর্মস্থলে তিনি নিজে অথবা তাঁহার পরিবার অথবা উভয়ে ক্ষতিপূরক ভাতা দাবীকালে বসবাস করিয়াছেন।
(বি) সাময়িক বদলির সময়ে-
(i) যদি সাময়িক বদলি মঞ্জুরকারী কর্তৃপক্ষ এই মর্মে প্রত্যয়ন করেন যে, সংশ্লিষ্ট কর্মচারী যে কর্মস্থল হইতে সাময়িক বদলি হইতেছেন, উক্ত কর্মস্থলে অথবা একইরূপ ভাতার বিধান সম্বলিত কর্মস্থলে সাময়িক বদলি শেষে যােগদান করিবেন;
(ii) যদি সাময়িকভাবে বদলিকৃত পদে একই ধরনের কোন ভাতা গ্রহণ না করিয়া থাকেন; এবং
(iii) যদি সংশ্লিষ্ট কর্মচারী এই মর্মে প্রত্যয়ন প্রদান করেন যে, ভাতা পরিশােধকালীন সময়ে তাঁহার পরিবার যে কর্মস্থল হইতে তিনি বদলি হইয়াছেন, উক্ত কর্মস্থলে বসবাসরত আছেন।
বিশ্লেষণ: ব্যয়বহুল স্থানে বসবাসের জন্য প্রদানকৃত ভাতা (যথা পাহাড়ী ভাতা) মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে ছুটির ক্ষেত্রে এবং সাময়িক বদলির ক্ষেত্রে প্রাপ্য হইবেন, যদি উল্লেখিত নিয়মে প্রত্যয়নপত্র প্রদান করা হয়।