বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-২ এর বিধি ২৩ অনুসারে কোন কর্মকর্তা বা কর্মচারীর পদোন্নতি হলে উক্ত কর্মকর্তা বা কর্মচারীর পূর্বপদ অনুসারে ভ্রমণ ভাতা দাবী করতে হবে। বদলি জনিত ভ্রমণ ভাতা দাবীর ক্ষেত্রে পূর্ব পদের বা পদোন্নতির পূর্বের পদের শ্রেনী অনুসারে ভাতা প্রাপ্য হইবেন।
বিশ্লেষণ: এক শ্রেণীর পদ হইতে অন্য শ্রেণীর পদে যােগদানের জন্য ভ্রমণের ক্ষেত্রে, উক্ত দুই শ্রেণীর মধ্যে নিম্নতর শ্রেণীর অন্তর্ভুক্ত হইবে। অর্থাৎ ‘খ’ শ্রেণীর অন্তর্ভুক্ত কোন কর্মকর্তা/কর্মচারী পদোন্নতি প্রাপ্ত হইয়া ‘ক’ শ্রেণীর অন্তর্ভুক্ত কোন পদে যােগদানের উদ্দেশ্যে ভ্রমণ করার ক্ষেত্রে উক্ত কর্মকর্তা/কর্মচারী ‘খ’ শ্রেণীর জন্য নির্ধারিত সুযােগ সুবিধা পাইবেন।