উপজেলা/ থানা নির্বাচন অফিসার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়-UEO Salary Structure BD 2025
উপজেলা নির্বাচন অফিসার (Upazila Election Officer) বাংলাদেশে একটি সরকারি প্রথম শ্রেণির পদ হিসেবে বিবেচিত হয়। এ পদের বেতন সাধারণত জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নির্ধারিত হয়।
উপজেলা নির্বাচন অফিসারের বেতন:
পদবী: উপজেলা নির্বাচন অফিসার
গ্রেড: ৯ম গ্রেড (১ম শ্রেণির পদ)
বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী):
টাকা: ২২,০০০ – ৫৩,০৬০
এই বেতনের সঙ্গে অন্যান্য ভাতা যেমন বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ইত্যাদিও যুক্ত হয়, যা নির্দিষ্ট এলাকার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
বিস্তারিত বেতন ভাতা এখানে দেখুন
- ৯ম গ্রেডে ২২০০০-৫৩০৬০ স্কেলে বেতন পান-২২০০০/-
- যদি বাড়ি ভাড়া যদি ৫০% তবে- ১১০০০/-
- মেডিকেল ভাতা পাবেন ১৫০০/-
তাহলে সর্বোমোট বেতন হবে ৩৪৫০০ টাকা মাত্র।
আরও বিস্তারিত জানতে ইলেকশন কমিশন ভিজিট করুন: ডাউনলোড