দফাদার ও মহল্লাদার বেতন ২০২৫ । ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশগনের বেতন এবং অবসরভাতা বৃদ্ধি?
স্থানীয় সরকার বিভাগের আওতাধীন গ্রাম পুলিশগণের (দফাদার ও মহল্লাদার) বেতনভাতা ও অবসরকালীন/মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতার পরিমাণ কতিপয় শর্ত প্রতিপালন সাপেক্ষে পুনঃনির্ধারণ করা হয়েছে-ফাদার ও মহল্লাদার বেতন ২০২৫
ইউপি চৌকিদারের বেতন কত? – বাংলাদেশের ইউনিয়ন পরিষদের দফাদার ও মহল্লাদার মোট ৮০০০ টাকা মাসিক বেতন পাবেন যেখানে সরকারি অংশ ৮০০০ টাকা ও ৭৫০০ টাকা এবং ইউনিয়ন পরিষদ অংশ ৪০০০ টাকা ও ৩৭৫০ টাকা। যা পূর্বে আরও কম ছিল। বর্তমানের ঘোষিত এ বেতন আগামী জুলাই মাস হতে কার্যকর হবে।
নতুন বেতন কবে থেকে কার্যকর? ০১ জুলাই, ২০২৫ খ্রি. হতে পুনঃনির্ধারিত হারে বেতন ভাতা এবং অবসরকালীন/মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতা কার্যকর হবে। প্রাপ্যতা নিশ্চিত হয়ে ভাতা পরিশোধ করতে হবে। সকল গ্রাম পুলিশগণের (দফাদার ও মহল্লাদার) ব্যাংক একাউন্ট বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে বেতনভাতা এবং অবসরকালীন/মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতা প্রদান করতে হবে।
অনলাইন ডাটা বেইজ হবে? হ্যাঁ। গ্রাম পুলিশ-এর বেতন ভাতা প্রাপ্ত সকল সদস্যের পূর্ণাঙ্গ Data Base প্রশাসনিক মন্ত্রণালয়ে সংরক্ষণ করতে হবে। স্থানীয় সরকার বিভাগ-এর নিজস্ব Resource Ceiling এর মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে। এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় প্রশাসনিক ও আর্থিক বিধি-বিধান যথাযথভাবে পালন করতে হবে। এ ব্যয়ে ভবিষ্যতে কোন অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। এ বিষয়ে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ (জিও) জারি করে ০৪ (চার) কপি পৃষ্ঠাংকনের জন্য অর্থ বিভাগের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান-৪ শাখায় প্রেরণ করতে হবে।
গ্রাম পুলিশের বেতন ভাতার গেজেট ২০২৫ । গ্রাম পুলিশের নতুন বেতন কত তা জেনে নিন
অর্থ বিভাগের বেতনভাতা ও অবসরকালীন/মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতা বৃদ্ধি সংক্রান্ত পত্রের আলোকে আগামী অর্থবছরে (২০২৫-২৬) গ্রামপুলিশ বাহিনী (দফাদার ও মহল্লাদার) এর বেতন এবং অবসরকালীন/মৃত্যুকালীন (আনুতোষিক ) ভাতার সরকারি অংশের চাহিদা প্রেরণের জন্য এবং ইউপি অংশ ইউনিয়ন পরিষদের আয় থেকে বর্তমানে প্রচলিত নিয়মে প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
Caption: Full pdf download
দফাদার ও মহল্লাদাররা গ্রাম পুলিশের অংশ এবং তাদের বেতন ও ভাতা ইউনিয়ন পরিষদ ও সরকার উভয়েই বহন করে।
- বর্তমানে, একজন দফাদার মাসিক ৭০০০ টাকা এবং একজন মহল্লাদার ৬,৫০০ টাকা বেতন পান। এই বেতনের অর্ধেক ইউনিয়ন পরিষদ এবং বাকি অর্ধেক সরকার বহন করে। নতুন রেট বা বেতন ৮০০০ টাকা ও ৭৫০০ টাকা করা হয়েছে।
- কিছু ক্ষেত্রে, গ্রাম পুলিশের বেতন বৃদ্ধির প্রস্তাবও করা হয়েছে। উদাহরণস্বরূপ, ২০১৯ সালে, গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি করে দফাদারদের ৩০০০ থেকে ৬০০০ এবং মহল্লাদারদের ২০০০ থেকে ৭০০০ টাকা করা হয়েছিল।
- এছাড়াও, গ্রাম পুলিশের সদস্যদের কিছু ভাতা ও সুবিধা দেওয়া হয়, যেমন- থানা হাজিরা ভাতা।
গ্রাম পুলিশ মারা গেলে কত টাকা পাবে?
অর্থ বিভাগের গত ২০/০৫/২০১৫ তারিখের ০৭.০০.০০০০. ১২৯.০০.০০৩.১২-৫১ নং স্মারকে প্রদত্ত সম্মতির প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ বাহিনীর দফাদারদের বেতনভাতা ৭০০০ (সাত হাজার) টাকার পরিবর্তে ৮০০০ (আট হাজার) টাকা ও মহল্লাদারদের বেতনভাতা ৬৫০০ (ছয় হাজার পাঁচশত) টাকার পরিবর্তে ৭৫০০ (সাত হাজার পাঁচশত) টাকা এবং দফাদারদের অবসরকালীন/মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতার ৬০,০০০ (ষাট হাজার) টাকার পরিবর্তে ৮০,০০০ (আশি হাজার) টাকা ও মহল্লাদারদের ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার পরিবর্তে ৭০,০০০ (সত্তর হাজার) টাকায় (সরকারি এবং ইউনিয়ন পরিষদ অংশে ৫০ : ৫০ হারে) বৃদ্ধি করা হয়েছে।
বেতন ৮,০০০ টাকা দফাদার | সরকারি অংশ ৪,০০০ টাকা | ইউপি অংশ ৪,০০০ টাকা |
বেতন ৭,৫০০ মহল্লাদার | সরকারি অংশ ৩,৭৫০ টাকা | ইউপি অংশ ৩,৭৫০ টাকা |
