বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

দফাদার ও মহল্লাদার বেতন ২০২৫ । ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশগনের বেতন এবং অবসরভাতা বৃদ্ধি?

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন গ্রাম পুলিশগণের (দফাদার ও মহল্লাদার) বেতনভাতা ও অবসরকালীন/মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতার পরিমাণ কতিপয় শর্ত প্রতিপালন সাপেক্ষে পুনঃনির্ধারণ করা হয়েছে-ফাদার ও মহল্লাদার বেতন ২০২৫

ইউপি চৌকিদারের বেতন কত? – বাংলাদেশের ইউনিয়ন পরিষদের দফাদার ও মহল্লাদার মোট ৮০০০ টাকা মাসিক বেতন পাবেন যেখানে সরকারি অংশ ৮০০০ টাকা ও ৭৫০০ টাকা এবং ইউনিয়ন পরিষদ অংশ ৪০০০ টাকা ও ৩৭৫০ টাকা। যা পূর্বে আরও  কম ছিল। বর্তমানের ঘোষিত এ বেতন আগামী জুলাই মাস হতে কার্যকর হবে।

নতুন বেতন কবে থেকে কার্যকর? ০১ জুলাই, ২০২৫ খ্রি. হতে পুনঃনির্ধারিত হারে বেতন ভাতা এবং অবসরকালীন/মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতা কার্যকর  হবে।  প্রাপ্যতা নিশ্চিত হয়ে ভাতা পরিশোধ করতে হবে। সকল গ্রাম পুলিশগণের (দফাদার ও মহল্লাদার) ব্যাংক একাউন্ট বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে বেতনভাতা এবং অবসরকালীন/মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতা প্রদান করতে হবে।

অনলাইন ডাটা বেইজ হবে? হ্যাঁ।  গ্রাম পুলিশ-এর বেতন ভাতা প্রাপ্ত সকল সদস্যের পূর্ণাঙ্গ Data Base প্রশাসনিক মন্ত্রণালয়ে সংরক্ষণ করতে হবে। স্থানীয় সরকার বিভাগ-এর নিজস্ব Resource Ceiling এর মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে। এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় প্রশাসনিক ও আর্থিক বিধি-বিধান যথাযথভাবে পালন করতে হবে। এ ব্যয়ে ভবিষ্যতে কোন অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। এ বিষয়ে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ (জিও) জারি করে ০৪ (চার) কপি পৃষ্ঠাংকনের জন্য অর্থ বিভাগের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান-৪ শাখায় প্রেরণ করতে হবে।

গ্রাম পুলিশের বেতন ভাতার গেজেট ২০২৫ । গ্রাম পুলিশের নতুন বেতন কত তা জেনে নিন

অর্থ বিভাগের বেতনভাতা ও অবসরকালীন/মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতা বৃদ্ধি সংক্রান্ত পত্রের আলোকে আগামী অর্থবছরে (২০২৫-২৬) গ্রামপুলিশ বাহিনী (দফাদার ও মহল্লাদার) এর বেতন এবং অবসরকালীন/মৃত্যুকালীন (আনুতোষিক ) ভাতার সরকারি অংশের চাহিদা প্রেরণের জন্য এবং ইউপি অংশ ইউনিয়ন পরিষদের আয় থেকে বর্তমানে প্রচলিত নিয়মে প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Caption: Full pdf download

দফাদার ও মহল্লাদাররা গ্রাম পুলিশের অংশ এবং তাদের বেতন ও ভাতা ইউনিয়ন পরিষদ ও সরকার উভয়েই বহন করে।

  1. বর্তমানে, একজন দফাদার মাসিক ৭০০০ টাকা এবং একজন মহল্লাদার ৬,৫০০ টাকা বেতন পান। এই বেতনের অর্ধেক ইউনিয়ন পরিষদ এবং বাকি অর্ধেক সরকার বহন করে। নতুন রেট বা বেতন ৮০০০ টাকা ও ৭৫০০ টাকা করা হয়েছে।
  2. কিছু ক্ষেত্রে, গ্রাম পুলিশের বেতন বৃদ্ধির প্রস্তাবও করা হয়েছে। উদাহরণস্বরূপ, ২০১৯ সালে, গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি করে দফাদারদের ৩০০০ থেকে ৬০০০ এবং মহল্লাদারদের ২০০০ থেকে ৭০০০ টাকা করা হয়েছিল।
  3. এছাড়াও, গ্রাম পুলিশের সদস্যদের কিছু ভাতা ও সুবিধা দেওয়া হয়, যেমন- থানা হাজিরা ভাতা।

গ্রাম পুলিশ মারা গেলে কত টাকা পাবে?

অর্থ বিভাগের গত ২০/০৫/২০১৫ তারিখের ০৭.০০.০০০০. ১২৯.০০.০০৩.১২-৫১ নং স্মারকে প্রদত্ত সম্মতির প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ বাহিনীর দফাদারদের বেতনভাতা ৭০০০ (সাত হাজার) টাকার পরিবর্তে ৮০০০ (আট হাজার) টাকা ও মহল্লাদারদের বেতনভাতা ৬৫০০ (ছয় হাজার পাঁচশত) টাকার পরিবর্তে ৭৫০০ (সাত হাজার পাঁচশত) টাকা এবং দফাদারদের অবসরকালীন/মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতার ৬০,০০০ (ষাট হাজার) টাকার পরিবর্তে ৮০,০০০ (আশি হাজার) টাকা ও মহল্লাদারদের ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার পরিবর্তে ৭০,০০০ (সত্তর হাজার) টাকায় (সরকারি এবং ইউনিয়ন পরিষদ অংশে ৫০ : ৫০ হারে) বৃদ্ধি করা হয়েছে।

বেতন ৮,০০০ টাকা দফাদারসরকারি অংশ ৪,০০০ টাকাইউপি অংশ ৪,০০০ টাকা
বেতন ৭,৫০০ মহল্লাদারসরকারি অংশ ৩,৭৫০ টাকাইউপি অংশ ৩,৭৫০ টাকা
   
পূর্বের বেতন কত ছিল?

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *