জাতীয় পরিচয়পত্র । জন্ম নিবন্ধন

ভোটার স্থানান্তরের আবেদন ফরম ২০২৫ । নাগরিকদের ভোটার এলাকা পরিবর্তন ফি কত?

যখন যে এলাকায় অবস্থান করছেন সে স্থানের ভোটার হতে হয়। নাগরিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে এক জেলার নাগরিক অন্য জেলায় অবস্থানকালীন ভোটার এলাকা পরিবর্তনের প্রয়োজন পড়ে-ভোটার স্থানান্তরের আবেদন ফরম ২০২৫

একজন ভোটার চাকরি বা জীবিকার তাগিদে নিজ জেলা দূরবর্তী জেলার বর্তমান ঠিকানা থাকলে ভোটার এলাকা পরিবর্তন করতে হয়। কোন নাগরিক এর স্থায়ী পরিবর্তনের ক্ষেত্রে ভোটার এলাকা পরিবর্তনের প্রয়োজন হয়। তাছাড়া চাকরিজীবীদের ভোটাধিকার নিশ্চিতকরণের জন্য বদলিজনিত কারণে নিজ কর্মস্থালের ঠিকানা অনুসারে ভোটার এলাকা পরিবর্তন করতে হয়।

অনলাইনে ভোটার স্থানান্তরের নিয়ম কি? ভোটার স্থানান্তরের বা জাতীয় পরিচয়পত্রের বর্তমান ঠিকানা পরিবর্তনের জন্য নির্ধারিত ফরম ১৩ তে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দিলে বা কাউকে দিয়ে পাঠিয়ে দিলে হবে না বরং আপনাকেই যেতে হবে। নির্বাচন কমিশন এর ফরম-১৩ পূরন করে সংস্লিষ্ট উপজেলা/ থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। migration form13.pdf

ভোটার এলাকা পরিবর্তন ফি কি? বর্তমান ঠিকানা পরিবর্তনের কারণে বা স্থায়ীভাবে যদি কোন এলাকায় বসবাস করেন তবে জাতীয় পরিচয়পত্র বা ভোটার এলাকা স্থানান্তরের প্রয়োজন পড়ে এক্ষেত্রে কোন ফি প্রদান করতে হয় না। যদি রিইস্যুর মাধ্যমে নতুন ভোটার আইডি কার্ড পেতে চান হবে আপনাকে ২৪৫ টাকা ফি গুনতে হবে। ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম ২০২৫ । এনআইডি মাইগ্রেশনের প্রয়োজনীয় কাগজপত্র

রিইস্যুর জন্য সাধারণ ডেলিভারী ফি ৩৪৫ টাকা। কার্ডের তথ্য পরিবর্তন অথবা সংশোধন অথবা কার্ড ইস্যুর ফি অনলাইনে পে করতে হয়

অনলাইনে ভোটার স্থানান্তরের নিয়ম

ভোটার ঠিকানা পরিবর্তনের ডকুমেন্ট ২০২৫ । আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবে

  1. আবেদনকারীর NID ফটোকপি,
  2. যে এলাকায় স্থানান্তর হবেন সে এলাকার নাগরিকত্ব সনদ,
  3. বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স রশিদ/বাড়ি ভাড়ার প্রমানপত্র/ভাড়াটিয়া তথ্য ফরম,
  4. ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় আবেদনকারীকে সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির NID নাম্বার সহ নাম ও স্বাক্ষর, সিল থাকতে হবে।
বি.দ্র.: ভোটার স্থানান্তর হলে নতুন কার্ড দেয়া হয় না। কেউ স্থানান্তরিত ঠিকানায় নতুন কার্ড নিতে চাইলে তাকে পুরাতন কার্ড জমা দিয়ে এবং ৩৪৫/- সরকারি ফি জমা দিয়ে নতুন কার্ড এর জন্য আবেদন করে কার্ড সংগ্রহ করতে হবে।

ভোটার এলাকা পরিবর্তন করতে কতদিন সময় লাগে?

সাধারণত ৭ দিনের মধ্যে ভোটার এলাকা পরিবর্তন হয়ে যায়। বাস্তবতা যদিও ভিন্ন বিষয় মুলত আবেদনের ৭-১৫ দিনের মধ্যে ভোটার এলাকা পরিবর্তন হয়ে যাবে। খেয়াল রাখতে হবে সংযুক্তিগুলো যথাযথভাবে দিয়েছেন কিনা। আবেদন করে বসে থাকলেই হবে না ৭ দিন পর খোজ নিয়ে জানতে হবে তাদের কোন কুয়েরি আছে কিনা। যদি থাকে তবে তা মিটআপ করতে হবে। যদিও নির্ধারিত সময়ের উল্লেখ ৭ দিন রয়েছে তবে বাস্তব অভিজ্ঞতায় দেখা যায় যে, নির্বাচন কমিশনের অবহেলা ও গাফিলতির কারণে দীর্ঘদিন লেগে যায়।

এক ভোটার এলাকা হইতে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তরের আবেদন ফরম: ডাউনলোড
https://technicalalamin.com/nid-transfer-system-2022-%e0%a5%a4-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8/

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

5 thoughts on “ভোটার স্থানান্তরের আবেদন ফরম ২০২৫ । নাগরিকদের ভোটার এলাকা পরিবর্তন ফি কত?

  • আমার NIDতে মায়ের নাম। রহিমা বেগম দেয়া আছে। বাকি সবার NID তে রহিমা দেওয়া আছে। আমি আমার NID স্থানান্তর করব এখন কি দুইটি কাজ একসাথে করা যাবে
    কি

  • না। আলাদা আলাদা করতে হবে। মুল নাম ঠিক থাকলেই হলো। ধীরে ধীরে ঠিক করুন।

  • একই জেলায় স্বামীর এলাকা কিন্তু উপজেলা ভিন্ন,তবে প্রাইমারি নিয়োগে আবেদনের সময় স্বামীর উপজেলাকে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিতানা দুটোই উল্লেখ করা হয়েছে।হাতে সময় ও নেই যে ট্রান্সফার করার মতো এখন করণীয় কী? বা ৫ দিনের এন আইডি স্থানান্তর করা যাবে কিনা?

  • উপজেলা নির্বাচন কমিশনের যোগাযোগ করুন। যেটিতে এনআইডি আছে। জরুরী ভিত্তিতে ফি দিয়ে অবশ্যই ট্রান্সফার করাতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *