হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এর ২৮/০৭/২০১৯ খ্রি: তারিখের ০৭.০৩.০০০০.০১০.০৮.৮৩৯.১৮.৩৭৫ নম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে হিসাবরক্ষণ অফিসমূহ স্বশরীরে পেনশনারদের উপস্থিতি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বিল জেলারেশনের মাধ্যমে পেনশনারদের মাসিক পেনশন ইএফটি’র মাধ্যমে পেনশনারদের ব্যাংক একাউন্টে প্রেরণ করা হচ্ছে।
পেনশন লাইফ ভেরিফিকেশন কি? পেনশন লাইফ ভেরিফিকেশন হল এক ধরনের নিশ্চিতকরণের প্রক্রিয়া যেখানে সরকার নিশ্চিত করে যে, পেনশন পাওয়া ব্যক্তি এখনও জীবিত আছেন। অর্থাৎ, পেনশন যে ব্যক্তিকে দেওয়া হচ্ছে, তিনিই সেই টাকা পাচ্ছেন এবং কোনো ভুল অথবা জালিয়াতি হচ্ছে না। তাই লাইফ ভেরিফিকেশন না করলে পেনশন বন্ধ হয়ে যায়।
কেন লাইফ ভেরিফিকেশন করা হয়? অনেক সময় দেখা যায়, কোনো পেনশনার মারা গেলেও তার পেনশন অন্য কেউ নিয়ে নেয়। লাইফ ভেরিফিকেশনের মাধ্যমে এই ধরনের জালিয়াতি রোধ করা হয়। নিশ্চিত করা হয় যে, পেনশন সঠিক ব্যক্তিকে দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে সরকারি তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করা হয়।
সিএও পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কর্তৃক মোবাইল এ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং সকল হিসাবরক্ষণ অফিসে বায়োমেট্রিক ডিভাইস স্থাপনের মাধ্যমে পেনশনারের অঙ্গুলের ছাপ সনাক্ত করে জীবিত আছেন কিনা তা নিশ্চিত হওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত কার্যাবলী বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত অন্তরবর্তীকালীন ব্যবস্থা হিসেবে ১১ (এগার) তম মাসে ০১ (এক) বার পেনশনারদের বাংলাদেশের যে কোন হিসাবরক্ষণ অফিসে স্বশরীরে হাজিরা দিতে হবে এবং তাদের পিপিও বই ও জাতীয় পরিচয়পত্র উপস্থাপন করতে হবে। অন্যথায় মাসিক পেনশন ইএফটি’র মাধ্যমে প্রদান কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। হিসাব রক্ষণ অফিস সমূহ আইবাস++ এর পেনশন মডিউলে পেনশনারদের যাচাই করার তথ্য আপলোড করার পর পুনরায় পরবর্তী বছরে মাসিক পেনশন ইএফটি’র মাধ্যমে পেনশন তাদের ব্যাংক একাউন্টে প্রেরণ অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেছেন অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি) মোহাম্মদ মমিনুল হতক ভূঁইয়া।
লাইফ ভেরিফিকেশন নির্দেশনা । সরকারি কি লাইফ ভেরিফিকেশন সম্পর্কে কোন আদেশ জারি করেছে?
কেন লাইফ ভেরিফিকেশন করা জরুরি? যদি লাইফ ভেরিফিকেশন না করা হয়, তাহলে পেনশন বন্ধ হয়ে যেতে পারে। লাইফ ভেরিফিকেশন করা মানে সরকারের সঙ্গে সহযোগিতা করা। নির্ধারিত সময়ের মধ্যে লাইফ ভেরিফিকেশন না করলে আপনার পেনশন বন্ধ হয়ে যেতে পারে। যদি আপনার লাইফ ভেরিফিকেশন নিয়ে কোনো সমস্যা হয়, তাহলে আপনার স্থানীয় পেনশন অফিসে যোগাযোগ করুন।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি সংগ্রহ করতে পারেন: ডাউনলোড
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: প্রতিমাসের হিসাব রক্ষণ অফিসে যেতে হবে?
- উত্তর: না। ১১ মাসে এক বার উপস্থিতি নিশ্চিত করতে হবে।
- প্রশ্ন: পিপিও বই নিলেই হবে?
- উত্তর: হ্যাঁ, সাথে জাতীয় পরিচয়পত্রও নিয়ে যেতে হবে।
- প্রশ্ন: ১১তম মাসে একবার না গেলে কি হবে?
- উত্তর: মাসিক পেনশন ইএফটি বন্ধ হয়ে যাবে।
লাইফ ভেরিফিকেশন কীভাবে করা হয়?
লাইফ ভেরিফিকেশন করার অনেক পদ্ধতি আছে। এর মধ্যে রয়েছে- সরাসরি উপস্থিত হয়ে পেনশনারকে নিজে সরকারি অফিসে গিয়ে উপস্থিত হতে হয় এবং জীবিত থাকার প্রমাণ দিতে হয়। অনলাইনে অনেক সময় পেনশনাররা অনলাইনেই লাইফ ভেরিফিকেশন করতে পারেন। মোবাইল অ্যাপের মাধ্যমে অনেক সরকার মোবাইল অ্যাপ তৈরি করেছে যেখানে পেনশনাররা খুব সহজেই নিজেরাই লাইফ ভেরিফিকেশন করতে পারেন।