অডিট আপত্তি প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি।

সরকারি সম্পত্তি/সম্পদের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়ােজিত সরকারি কর্মকর্তাগণ ঐ সকল সম্পদের তত্ত্বাবধানের এর জন্য সরকারের নিকট দায়বদ্ধ। অডিট আপত্তি প্রতিরােধ বা এড়ানাের জন্য গুরুত্বপূর্ণ আরােপযােগ্য বিষয় হলো:

১) প্রজাতন্ত্রের স্বার্থ নয় এরূপ নয় ; 

২) মালামাল ক্রয়ে অনিয়ম; 

৩) বাজেট বরাদ্দের অতিরিক্ত ব্যয়; 

৪) চুরি বা প্রতারণা মূলক ঘটনা; 

৫) মূসক বা আয়কর সংক্রান্ত অনিয়ম; 

৬) সরকারি হিসাবে রাজস্ব জমা না করা; 

৭) অপচয়মূলক খরচ করা; 

৮) অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ সংক্রান্ত দূর্বলতা; 

৯) মঞ্জুরী ব্যতীত অর্থ ব্যয়; 

১০) রাজস্ব মওকুফ ও রাজস্ব দাবী মওকুফ; 

১১) দুর্ঘটনার কারণে সরকারি সম্পত্তির বিরাট ক্ষতি; 

১২) হিসাব বিবরণীতে গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়া; 

১৩) হিসাব সংক্রান্ত বিধি বিধান না মানা; 

১৪) অপ্রয়ােজনীয় কোন ব্যয় নির্বাহ করা; 

১৫) একাউন্ট কোড অনুযায়ী হিসাব সংরক্ষণ করা; 

১৬) সরকারি তহবিলের অননুমােদিত ব্যবহার না করা; 

১৭) যে সেবা প্রদান করা হয়নি, তাহার জন্য অর্থ পরিশােধ করা; 

১৮) হিসাবের রেজিস্টার সমূহ সঠিকভাবে সংরক্ষণ না করা; 

১৯) সরকারি অর্থ সঠিক সময়ে আদায় না করা;

২০) পণ্যের জন্য অর্থ পরিশােধ করা হইলেও, তা গ্রহণ করা হয়নি। * অডিটের স্তর সমূহ কি কি? বিবরণ দিন।

অডিট আপত্তি প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 3002 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *