চালানের মাধ্যমে সরাসরি কর জমার ক্ষেত্রে কোম্পানী করদাতাদের প্রদেয় অগ্রিম আয়কর ১-১১৪১-০০০৫-০১-০১ কোডে এবং ব্যক্তি করদাতাদের প্রদেয় অগ্রিম আয়কর ১-১১-৪১-০০৫-০১১১ কাডে জমা করতে হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কর কমিশনারের কার্যালয়
কর অঞ্চল-২, ঢাকা
website: www.taxeszone2.gov.bd
অগ্রিম আয়কর প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি
২০২১-২০২২ কর বৎসরের জন্য আয়কর অধ্যাদেশ এর ৬৪ ধারা অনুযায়ী অগ্রিম আয়করের ৪র্থ কিস্তি পরিশোধ সংক্রান্ত বিজ্ঞপ্তি
১। যে সকল করদাতার সর্বশেষ নিরূপিত আয় ৬ (ছয়) লক্ষ টাকার বেশী তাঁদেরকে আয়কর অধ্যাদেশ অনুযায়ী অগ্রিম আয়কর পরিশোধ করতে হবে।
২। ২০২১-২০২২ কর বৎসরের বৎসরের জন্য ৪ (চার) কিস্তিতে প্রদেয় অগ্রিম আয়করের ৪র্থ কিস্তি পরিশোধের শেষ তারিখ ১৫ জুন ২০২১
৩। সংশ্লিষ্ট সার্কেলের Deputy Commission of Taxes এর অনুকুলে পে-অর্ডার অথবা ক্রস চেকের মাধ্যমে অগ্রিম আয়কর পরিশোধ করতে হবে।
৪। চালানের মাধ্যমে সরাসরি কর জমার ক্ষেত্রে কোম্পানী করদাতাদের প্রদেয় অগ্রিম আয়কর ১-১১৪১-০০০৫-০১-০১ কোডে এবং ব্যক্তি করদাতাদের প্রদেয় অগ্রিম আয়কর ১-১১-৪১-০০৫-০১১১ কাডে জমা করতে হবে।
৫। নির্ধারিত তারিখের মধ্যে অগ্রিম আয়কর পরিশোধ না হলে আয়কর অধ্যাদেশ , ১৯৮৪ এর ১২৫ ধারা অনুযায়ী প্রদেয় আয়করের সমপরিমাণ অংক জরিমানা এবং ৭০ ধারা অনুসারে ১০ শতাংশ হারে সরল সুদ আরোপ যোগ্য।
৬। সম্মানিত করদাতাগণকে নির্ধারিত তারিখে অথবা তার পূর্বে প্রদেয় অগ্রিম আয়কর ৪র্থ কিস্তি পরিশোধ করে জরিমানা এবং সরল সুদ পরিহারের সুযোগ গ্রহণ করতে পরামর্শ প্রদান করা হচ্ছে।
জাতীয় রাজস্ব আহরণে আপনার সহযোগিতা একান্ত কাম্য।
(মাহবুবা হোসেইন)
কর কমিশনার
কর অঞ্চল-২, ঢাকা
ফোন: ৪৮৩২০৮৫৪
Email: taxzone2@yahoo.com
প্রয়োজনে ফোন করে সাহায্য নিতে পারেন: ৪৮৩১৩৭৩০, ৪৮৩১০৯৬৮
অগ্রিম আয়কর প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি: ডাউনলোড