বাংলাদেশ পুলিশে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সংশোধিত রেশন নীতিমালা, ২০০৮ এর আলোকে এলপিআর ভোগকালীন কোন পুলিশ সদস্য মারা গেলে তার পারিবারিক রেশন প্রদান, পুলিশ বাহিনীর কোন সদস্য অবসর গ্রহণ করলে অথবা কর্তব্যকালীন/অবসরকালীন মারা গেলে তার পারিবারিক আজীবন এবং মাতৃত্বকালীন/অন্যান্য ছুটিকালীন সময়ে রেশন প্রদান প্রসঙ্গে।
সারসংক্ষেপ:
- যেহেতু রেশন প্রাপ্যতার বিষয়টি in-service একটি সুবিধা এলপিআর (বর্তমানে পিআরএল) ভোগরত অবস্থায় কোন সদস্য মৃত্যুবরণ করলে পিআরএল-এর বাকী সময়ের জন্য মরহুমের পরিবারের সদস্যগণকে প্রচলিত নিয়মে রেশন সুবিধা প্রদান করা যেতে পারে।
- ট্রেনিং, বদলি ও ছুটিকালীন সময়ের রেশন পরবর্তী মাসে তোলা যাবে।
অর্থ মন্ত্রণালয়ের ২৮/০৯/২০১১ খ্রি: তারিখের ০৭.০০.০০০০.১৭৪.৩০.০০১.১০-১০৪ নং আদেশের মধ্যেমে বাংলাদেশ পুলিশে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সংশোধিত রেশন নীতিমালা, ২০০৮ এর আলোকে এলপিআর ভোগকালীন কোন পুলিশ সদস্য মারা গেলে তার পারিবারিক রেশন প্রদান, পুলিশ বাহিনীর কোন সদস্য অবসর গ্রহণ করলে অথবা কর্তব্যকালীন/অবসরকালীন মারা গেলে তার পারিবারিক আজীবন এবং মাতৃত্বকালীন/অন্যান্য ছুটিকালীন সময়ে রেশন প্রদানের বিধি-বিধান জারি করা হয়।
- Sanchayapatra Re Invest Process 2024 । সঞ্চয়পত্রের ক্ষেত্রে অনলাইনেই পুনঃ:বিনিয়োগ চালু করা যাবে?
- ভোটার স্থানান্তরের আবেদন ফরম ২০২৪ । নাগরিকদের ভোটার এলাকা পরিবর্তন ফি কত?
- ফুলবাড়িয়া হাসপাতাল সেবা প্রাপ্তি ২০২৪ । কর্মচারী হাসপাতালের ডাক্তার ভিজিট, ঔষধ প্রাপ্তি ও ভীড় কম?
- সরকারি কর্মচারী হাসপাতাল কার্ড ২০২৪ । বিনামূল্যে চিকিৎসা সেবার কার্ড পেতে তথ্য ফর্ম নিজে জমা দিতে হবে?
- Return Submission Last Date 2024 । ২০২৪-২৫ কর বছরের আয়কর রিটার্ণ সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ/প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে নিম্নোক্তভাবে অর্থ বিভাগের মতামত প্রদান করা হয়।
- মাতৃত্বকালীন সময়ে ও অন্যান্য স্বাভাবিক ছুটিকালীন সময়ে কর্মকর্তা-কর্মচারীগণ স্বাভাবিকভাবে চাকরিতে থাকেন। যেহেতু রেশন প্রাপ্যতার বিষয়টি In Service একটি সুবিধা সেহেতু মাতৃত্বকালীন সময়ে ও অন্যান্য স্বাভাবিক ছুটিকালীন সময়ে রেশন সুবিধা প্রদান করা যেতে পারে।
- যেহেতু রেশন প্রাপ্যতার বিষয়টি In Service একটি সুবিধা এলপিআর (বর্তমানে পিআরএল) ভোগরত অবস্থায় কোন সদস্য মৃত্যুবরণ করলে পিআরএল এর বাকী সময়ের জন্য মরহুমের পরিবারের সদস্যগণকে প্রচলিত নিয়মে রেশন সুবিধা প্রদান করা যেতে পারে।
- সরকারি কাজে ব্যস্ততা, প্রেষণে কর্মরত থাকা, ছুটিকালীন সময়ে, অসুস্থ্যতাজনিত কারণে, ট্রেনিং এ থাকা, বদলি, সময়মত এলপিসি/ছাড়াপত্র সময়মত না পৌছানো ইত্যঅদি ক্ষেত্রে প্রযোজ্য অনধিক ০১ (এক) মাসের অনুত্তোলিত রেশন পরবর্তী মাসে উত্তোলন করা হলে তা Back Feeding এর আওতায় পড়বে না মর্মে প্রতীয়মান হয়।
চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য স্বাক্ষর করেন উপ সচিব জনাব কাজী মাহবুব হাসান।
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: মাতৃত্বকালিন ছুটিতে থাকিলে কি রেশন সুবিধা পাওয়া যাবে?
- উত্তর: হ্যাঁ পাওয়া যাবে।
- প্রশ্ন: PRL এ থাকলে কি রেশন সুবিধা পাওয়া যাবে?
- উত্তর: হ্যাঁ পাওয়া যাবে।
- প্রশ্ন: কোন কারণে যদি রেশন তুলতে না পারি পরবর্তী মাসে তুলা যাবে?
- উত্তর: হ্যাঁ যাবে। সে ক্ষেত্রে উল্লেখিত কারণ প্রযোজ্য হবে।
অনধিক ১ (এক) মাসের অনুত্তোলিত রেশন পরবর্তী মাসে উত্তোলন সংক্রান্ত আদেশের JPG কপি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড