ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

অনলাইনে পাসপোর্টের আবেদন ও ফি জমা দিন ঘরে বসেই।

মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আপনি অনলাইনেই আবেদন করতে পারেন। অনলাইনে আবেদনের জন্য আপনাকে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের ওয়েব সাইটে যেতে হবে। অপর দিকে আপনি ই-চালানের মাধ্যমে এই পাসপোর্টের নির্ধারিত ফি জমা দিতে পারেন। ট্রেজারি চালানের কপি সংগ্রহ করতে পারেন এই পদ্ধতিতে ফি জমা দিয়ে। আসুন বিস্তারিত জেনে নিই নিচের তথ্য থেকে।

ই-চালানের মাধ্যমে পাসপোর্টের অর্থ জমাদান

প্রথমে কোন ওয়েব ব্রাউজারে গিয়ে echallan.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, ঠিকানা, ইমেইল ইত্যাদি তথ্য যথাযথভাবে সরবরাহ করতে হবে। আবেদনের প্রকৃতি, বিতরণের প্রকৃতি, মোট অর্থের পরিমান, ফি, ভ্যাট কোড ইত্যাদি সিলেক্ট করতে হবে। ফর্মে পূরণকৃত আপনার সকল তথ্য ঠিক রয়েছে মর্মে টিক চিহ্ন সিলেক্ট করতে হবে। তারপর দাখিল বাটন চেপে পরবর্তী পৃষ্ঠায় গিয়ে পেমেন্ট মেথড সিলেক্ট করে মোবাইল ব্যাংকিং বা কার্ড দিয়ে পেমেন্ট করে দিতে হবে। আপনি আপনার ইমেইলে একটি চালানানে কপি পেয়ে যাবেন।

অনলাইনে পাসপোর্টের আবেদন পদ্ধতি

মেশিন রেডিবল পাসপোর্ট প্রাপ্তির জন্য আবেদনকারীর তথ্য স্টেজ-১ এ সরবরাহ করতে হবে। ব্যক্তিগত তথ্য, সিটিজেনশীপ তথ্য, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা যথাযথভাবে দিতে হবে।

স্টেজ-২ এর অন্যান্য তথ্য এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য সরবরাহ করে আপনার আবেদন সাবমিট করতে পারে। পাসপোর্ট অধিদপ্তর আপনার পেমেন্ট চেক করে দেখবেন এবং অন্যান্য তথ্য যাচাই করে সরবরাহ করে সন্তুষ্ট হলে পুলিশ ভেরিফিকেশনের ব্যবস্থা নিবে আর আপনি সরকারী চাকরিজীবী হলে আপনার জিও দেখে পাসপোর্টটি সরবরাহ করতে প্রয়োজনীয় সময় নিয়ে। অনলাইনে পাসপোর্ট করতে যে লিংক যাবেন: লিংক

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

2 thoughts on “অনলাইনে পাসপোর্টের আবেদন ও ফি জমা দিন ঘরে বসেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *