নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

Transfer Letter Sample 2025 । বদলি জনিত কারণে অব্যাহতি পত্র লিখবেন যেভাবে

সরকারি কর্মচারীদের ০৩ বছর অন্তর অন্তর বদলির বিধান রয়েছে। এ দিক থেকে প্রত্যেক কর্মচারীর বদলি জণিত কারণে দপ্তর হতে অব্যাহতি নিতে হয়। এ ক্ষেত্রে কিভাবে একটি অব্যাহতি পত্র লিখতে হবে তার একটি নমুনা নিচে প্রদান করা হলো-Transfer Letter Sample 2025

বরাবর
প্রধান প্রকৌশলী
বাংলাদেশ বেতার, সাভার, ঢাকা।

বিষয়ঃ বর্তমান কর্মস্থল হতে অব্যাহতি পাওয়ার জন্য আবেদন।

সূত্রঃ বাংলাদেশ বেতার, সদর দপ্তর, ঢাকার ২৭/০৭/২০১৭ ইং তারিখের অফিস আদেশ নং-১৫.৫৩.০০০০.০১২.১৯.০০৩ (২য় খন্ড)-২০১৭-৩৩৬.

মহোদয়,
উপরোক্ত বিষয় ও সূত্র অনুযায়ী বিনীত নিবেদন এই যে, নিম্নস্বাক্ষরকারী আমাকে বাংলাদেশ বেতার, কবিরপুর, সাভার, ঢাকা থেকে বাংলাদেশ বেতার, কাহালু, বগুড়া কেন্দ্রে একই পদে বদলী/পদায়ন করা হয়েছে (কপি সংযুক্ত)। প্রেক্ষিতে বাংলাদেশ বেতার, বগুড়া কেন্দ্রে যোগদান করার লক্ষ্যে বর্তমান কর্মস্থল বাংলাদেশ বেতার, সাভার, ঢাকা থেকে অদ্য ০২-০৮-২০১৭ ইং তারিখ (অপরাহ্ন) অব্যাহতির জন্য আবেদন করছি।

বিধায় প্রার্থনা অদ্য ০২-০৮-২০১৭ইং তারিখ (অপরাহ্ন) অব্যাহতি প্রদানে মহোদয়ের একান্ত মর্জি হয়।

 

নিবেদক
আপনার অনুগত
তারিখঃ ০২-০৮-২০১৭ খ্রি:

মোঃ এনামুল ইসলাম
আঞ্চলিক প্রকৌশলী
বাংলাদেশ বেতার
সাভার, ঢাকা।

অব্যাহতি পাওয়ার জন্য আবেদনপত্রের PDF এবং Word Copy: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *