জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর অনুচ্ছেদ ৭(১) এর অধীনে উচ্চতর গ্রেড প্রদানের বিষয়ে কার্যক্রম গ্রহণে কোন বাধা নেই। এখন হিসাবরক্ষন অফিস আর বাধা হয়ে দাঁড়াবে না।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
বাস্তবায়ন অনুবিভাগ
বাস্তবায়ন শাখা-৫
নং-০৭.০০.০০০০.১৬৫.০৭.০০১.১৩.৭৪; তারিখ: ১৩ সেপ্টেম্বর, ২০২০
বিষয়: জাতীয় বেতনস্কেল ২০১৫ এর অনুচ্ছেদ স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত।
সূত্র: হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের স্মারক নং-০৭.০৩.০০০০.০০৯.০৭.৫১৫(খন্ড-১)/৩০-৯২. তারিখ: ১৬/০৮/২০২০ খ্রি:
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর অনুচ্ছেদ ৭(১) এর অধীনে উচ্চতর গ্রেড প্রদানের বিষয়ে কার্যক্রম গ্রহণে কোন বাধা নেই।
(মোহাম্মদ হাবিব উল্লাহ
সিনিয়র সহকারী সচিব
ফোন: ৯৫৪৯২৭৬
প্রতি,
হিসাব মহানিয়ন্ত্রক
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
সেগুনবাগিচা, ঢাকা।
অর্থ মন্ত্রণালয় উন্মুক্ত করলো উচ্চতর গ্রেড প্রাপ্তি: ডাউনলোড
এ পত্র জারির মাধ্যমে একই পদে ১০ বছর চাকরি পূর্ণ হওয়ায় উচ্চতর গ্রেড প্রাপ্তির পথ সুগম হলো।
যোগদান করার পর প্রথম টাইমস্কেল আট বছর প্রাপ্তি হয়ে ২০১২ পেয়েছে তারা ২য় টাইম স্কেল কত সালে পাওনা হবে ???
2022
হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের স্মারক নং – ০৭.০৩.০০০০.০০৯.০৭.৫১৫ (খন্ড – ১).০৩-৯২ তারিখঃ ১৬/০৮/২০২০ এর চিঠিটা পড়তে চাচ্ছিলাম। লিংক দিলে বা আপলোড করলে ভাল হয়।
এই চিঠিটি প্রয়োজন।