আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন সময় অস্থায়ী/ দৈনিক ভিত্তিতে/ মাস্টার রোলে কর্মচারী নিয়োগ করা হয়। এভাবে নিয়োগকৃত কর্মচারীগণ দীর্ঘদিন কাজ করা সত্ত্বেও আইনগত সুযোগ না থাকায় তাদের চাকুরী স্থায়ী করা সম্ভব হয় না।
অস্থায়ী/ দৈনিক ভিত্তিতে/ মাস্টার রোলে কর্মচারী নিয়োগ সংক্রান্ত নির্দেশনা
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হইবে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
বানিজ্যিক ব্যাংক শাখা
নং-৫৩.০০.০০০০.৩১২.৯৯.০০১.১৬-২২২; তারিখ: ০৪ অক্টোবর ২০১৮
পরিপত্র
বিষয়: অস্থায়ী/ দৈনিক ভিত্তিতে/ মাস্টার রোলে কর্মচারী নিয়োগ।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন সময় অস্থায়ী/ দৈনিক ভিত্তিতে/ মাস্টার রোলে কর্মচারী নিয়োগ করা হয়। এভাবে নিয়োগকৃত কর্মচারীগণ দীর্ঘদিন কাজ করা সত্ত্বেও আইনগত সুযোগ না থাকায় তাদের চাকুরী স্থায়ী করা সম্ভব হয় না। ফলে অস্থায়ীভাবে নিয়োগকৃত কর্মচারীগণের চাকুরীগত নিরাপত্তা থাকে না। এছাড়া চাকুরীর বয়স শেষে পেনশনসহ অন্যান্য আর্থিক সুবিধা থেকেও তারা বঞ্চিত হন। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক কাঠামো অনুমোদন /সংশোধনকালে এভাবে কর্মী নিয়োগ না করার নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু দেখা যায় যে, বিভিন্ন ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অনুমোদিত জনবল কাঠামো বর্হিভূত বিভিন্ন পদনামে অস্থায়ী জনবল নিয়েঅগ অব্যাহত রেখেছেন, যা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কাঠামো বর্হিভূত বিভিন্ন পদনামে অস্থায়ী জনবল নিয়োগ অব্যাহত রেখেছেন, যা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী। এ অবস্থা নিরসনকল্পে রাষ্ট্র মালিকানাধীন সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অস্থায়ী/ দৈনিক ভিত্তিতে / মাষ্টার রোলে কর্মচারী নিয়োগ না করার নির্দেশনা প্রদান করা হলো।
(মো: মতিয়ার রহমান)
যুগ্নসচিব
ফোন: ৯৫৭৪০০২
অস্থায়ী/ দৈনিক ভিত্তিতে/ মাস্টার রোলে কর্মচারী নিয়োগ সংক্রান্ত পরিপত্র ২০১৮: ডাউনলোড
প্রশ্নোত্তর পর্ব
প্রশ্ন: তাহলে কি ব্যাংকে এখন মাস্টাররোলে নিয়োগ করা যাবে না?
উত্তর: না। যাবে না।
প্রশ্ন: পদোন্নতি পাবার পর কি দ্বিতীয় উচ্চতর গ্রেড ০৬ বছরে গণনা করতে হবে?
উত্তর: না। ১০ বছর গণনা করতে হবে।
আমার একটি চাকরী দরকার
অনুগ্রহ করে চাকরিতে আবেদন করুন।
অভিজ্ঞ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি,
আমার প্রশ্ন জেলা পুলিশ লাইনে মাস্টাররোল এ কি নিয়োগ দেয়া হয় নাকি ইচ্ছা করলে পুলিশ সুপার তার ইচ্ছেমতো জখোন তখোন লোক নিতে পারে ?
মাস্টাররোল বা চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া যেতে পারে। কিন্তু রাজস্বখাতে নিয়োগ দিতে পারে না। প্রসেস আছে।
এডমিন ভাইকে ধন্যবাদ
আমরা দেখলাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা ভবন গত 14/06/2018 ইং তারিখে দৈনিক মজুরীভিত্তিক 33 জন কর্মচারীর চাকুরী রাজস্বখাতে নেয়া হয়েছে। তাহলে আমরা সরকারি কলেজের বেসরকারি কর্মচারীগণ 10, 15, 20, 25 বছর ধরে চাকুরী করে কেন সরকারি হতে পারব না। তাছাড়া শিক্ষা অধিদপ্তর একটির পর একটি নিয়োগ দিচ্ছে। যদি লোকেরই প্রয়োজন হয় তাহলে আমাদেরকে তো নিতে পারে। এই ব্যাপারে মতামত আশা করছি। এটা আমাদের ন্যায্য দাবি।
কর্তৃপক্ষ আগ্রহী হলে কোন রিট বা মামলা করা লাগে।
ইনকাম টেক্স এ কি বর্তমানে মাস্টাররোল সম্ভব কি না? জানাবেন …
ট্যাক্স অফিসেও মাস্টাররোলে নিয়োগ হয়। কিন্তু সেটি দপ্তর ভেদে। তবে খেয়াল রাখবেন চুক্তিভিত্তিক নিয়োগ যেন না হয়।
2008 এর আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী আমরা অফিস সহায়ক হিসাবে ইউনিয়ন ভূমি অফিসে করি।2014 সালের ডিসেম্বর মাসে এমত অবস্থায় আমরা তিন বছর বেতন পাই। তারপর 2018 সালের নতুন নীতিমালা তৈরি হয় নীতিমালায় দেখা যায় গুরুত্বপূর্ণ পদে অফিস সহায়ক এই পথটি রাখা যাবে না এমন একটি নীতিমালা তৈরি হয়। তার পরেও কর্তৃপক্ষ আমাদের চাকরি নেই এমন কোনো নির্দেশনা দেয় নাই। আমরা কোন বেতন পাই না বর্তমান। এমত অবস্থায় আমাদের কি হবে চাকরি কি রাজস্ব খাতে যাওয়া সম্ভব।
আউটসোর্সিং পদে হচ্ছে কোন কোম্পানি মাধ্যমে জনবল সংগ্রহ করা। এটি বাতিল হয়নি। তবে এসব পদ হতে কোনভাবে চাকরি রাজস্বকরণ করা যাবে না।
চুক্তি ভিওিক চাকরি কি রাজস্ব খাতে হতে পারে।
যায়। অনেক ক্ষেত্রে আন্দোলন বা কর্তৃপক্ষ চাইলে যায়।
আউটসোর্সিং চাকরি কি স্থায়ী হওয়ার কোন সম্ভাবনা আছে??
না।
sorkari cakri te master roll er job ki pore taka diya permanent kora jai???
বিধিমতে নিয়মিত হয়।
কোম্পানি/এনজিও একজন কর্মীকে বিধি মোতাবেক সর্বোচ্চ কত বছর অস্থায়ীভাবে কাজ করাতে পারে। এ সম্পর্কে আইন কি?
অবসর অর্থ এই আইনের ২৮ ধারা অনুযায়ী কোন শ্রমিকের নির্দিষ্ট বয়সে (অর্থাৎ ৬০ বছর) বয়সে উপনীত হওয়ার কারণে স্বাভাবিকভাবে চাকুরীর অবসান। তবে কোন প্রতিষ্ঠানে ২৫ বছর চাকুরী পূর্ণ হওয়ার প্রেক্ষিতে শ্রমিকের স্বেচ্ছায় অবসর গ্রহণকেও অবসর বলিয়া গণ্য হইবে। সূত্র: ক্ষতিপূরণ ও সুযোগ-সুবিধা সংক্রান্ত নীতিমালা
মাস্টার রুল নিয়োগ কি চালু আছে জানাবেন
অবশ্যই চালু আছে।
বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তর আওতাধীন জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রি অফিসে দৈনিক মজুরি ভিত্তিক 60 টাকা 80 টাকা হারে এখানো কর্মরত MLSS অফিস সহায়ক ঝাড়ুদার
550টাকা মজুরিতে পরে কি না এবং কেস টু কেস ভিত্তিতে পরে কি না দয়া করে জানাবেন
এই হার তারা কিভাবে দেয়? এমন কোন পরিপত্র বর্তমানে কার্যকর আছে কিনা জানিনা।
ভাই কাছে জানতে চাই যে,বিভাগীয় কাস্টমস ভ্যাট কমিশনারেট অধিনস্ত একজন সিপাই পদের লোক মারা গেছে এখন অই পদে আমাকে বিভাগীয় কাস্টমস কমিশনার কিভাবে নিয়োগ দিবেন,,,মাস্টার রোল না রাজস্ব ভিত্তিতে,,,চাকরি কি স্থায়ী হবে??? প্লিজ ভাই উত্তর জানা তাকলে জবাব দিয়েন প্লিজ
সম্ভবত মাস্টাররোল। কোন সাকুলার ছাড়া রাজস্বখাতে চাকরি হয়না স্থায়ী তো পরের কথা।
এনবিআর এ অফিস সহায়ক পদে মাস্টাররোল এ ঢুকলে পরে স্থায়ী হওয়ার কি সম্ভাবনা আছে?
হতে পারে। কোন গ্যারান্টি নেই। তবে আপনি রাজস্ব খাতভূক্ত পদে আবেদন করে যোগদানের ট্রাই করুন।
সিটি করপোরেশনে মাস্টার রুলের চাকরি কয় বছর হলে স্থাসী হয়
সেটি নির্ভর করে কর্তৃপক্ষের উপর। মাস্টাররোলের ক্ষেত্রে এমন কোন বিধি নেই যে, নির্ধারিত তারিখের পর স্থায়ী হবে।
আগ্রণী ব্যাংকে অফিস সহায়ক পদে। মাষ্টার রোলের চাকরি কি স্থায়ী হয়?প্লিজ বলেন?
না।
আমি লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালযে ১০ বছর মান্টর রুলে ম্যানেজিং কমিটির রেজুলৈসনের মাধ্যমে চাকুরি করে আসছি এমপিওর জন্য হাইকোটে রিট করলৈ এমপিও ভক্ত হওয়া যাবে কি দয়া করে জানাবেন মোবাইল নং ০১৭৯৭৭৭৬৪৯৪
যেতে পারে।
13/06/2022 at 1:12 am
বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তর আওতাধীন জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রি অফিসে দৈনিক মজুরি ভিত্তিক 60 টাকা 80 টাকা হারে এখানো কর্মরত MLSS অফিস সহায়ক ঝাড়ুদার 550টাকা মজুরিতে পরে কি না এবং কেস টু কেস ভিত্তিতে পরে কি না দয়া করে জানাবেন
adminPost
13/06/2022 at 7:29 am
এই হার তারা কিভাবে দেয়? এমন কোন পরিপত্র বর্তমানে কার্যকর আছে কিনা জানিনা। ( স্যার আমারজানা সৎতে ২০২০/২০২১ অথর্বষে অর্থমন্ত্রণালয়থেকে একটি আদেশ হয়ে ছিলো আমি আপনাকে ঐ আদেশেরকপি কিভাবে মেইল করতে পারি আমাকে বলেন। )
http://www.bari.gov.bd/site/notices/90707141-040d-4e5d-98d3-7f400fef160d/%E0%A6%A6%E0%A7%88%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A8%E0%A6%83-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3-%E0%A7%A6%E0%A7%A7-%E0%A7%A7%E0%A7%A7-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A6
পরবর্তীতে আর কোন আপডেট নাই
ভাইয়া,জনতা ব্যাংকে মাস্টার রোলে চাকরি নিলে,পরবর্তিতে কি ওই চাকরি পার্মানেন্ট হবে??
সম্ভাবনা কম। কারণ আর্থিকপ্রতিষ্ঠানে মাস্টাররোল নিয়োগে নিষেধাজ্ঞা রয়েছে।
মাস্টার রুল নিয়োগ কি চালু আছে জানাবেন।
আর যদি থাকে তাহলে বিধিমালা টা একটু দিবেন?
কর্তৃপক্ষের সাথে কি মাস্টার রোলে নিয়োগ দেয়া যেতে পারে। আর পরলে কোন বিধি মোতাবেক হবে।
এই বিধি অনুসারেই মাস্টার রোলে নিয়োগ দিতে পারবেন কর্তৃপক্ষ।
এখানে দেখুন: https://bdservicerules.info/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B2-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C/
ভাইয়া মেডিকেল কলেজে কি মাস্টার্স রোলে ঢোকা যায়
যায়।
সরকারি হাসপাতালের মাস্টাররোল চাকরি কি কখনো স্থায়ী হয়?
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট অনিয়মিত শ্রমিক হিসেবে চাকুরী করি,,,,আমার চাকুরী কি স্থায়ী হবে?, বয়সের কোন সমস্যা হয় কি? অনিয়মিত শ্রমিক থেকে নিয়মিত শ্রমিক করে কি? হাজিরা ভিত্তিতে বেতন কত হবে,,,,নিয়মিত শ্রমিক হলে এক কালিন কোন পেনশনের ব্যবস্তা আছে কি,,,স্থায়ীভাবে কাজ করা যাবে কি? জানালে উপকৃত হতাম,,,
হয়। এগুলো স্বশাসিত প্রতিষ্ঠান। মাস্টাররোলে নিয়োগ হয়।
এটি মূলত প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। বয়স কোন বিষয় না কারণ প্রথম নিয়োগের তারিখ হতে যদি নিয়মিত করেন। নিয়মিত করনের তারিখে বয়স ৩০ হলেই হবে।
মাস্টরোল পদে জাতীয় স্কেল অনুযায়ী বেতন কি কোনভাবেই দেওয়া সম্ভব হয় কি??
কেউ যদি বলে, আমি মাস্টরোল পদে জাতীয় স্কেল অনুযায়ী বেতন দিতে পারবো এটা কোনভাবে সম্ভব কিনা জানতে চাই ????
মাস্টাররোলে বেতন সিডিউল বা স্কেল উল্লেখ আসে সে হিসেবে দিতে হবে। https://bdservicerules.info/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B2-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C/
২০১৯ সালে ৩ ই আগষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি গুলো তে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড কর্তৃক লাইনক্রু পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। পূর্বে এই পদে স্থায়ী ছাড়া লোক নেওয়া হয় নাই। চুক্তিভিত্তিক কর্মীগন স্থায়ীগনের তুলনায় অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এমতাবস্থায় এই পদটি কি স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা জানালে উপকৃত হবো। ধন্যবাদ
স্থায়ীকরণ করবে কিনা তা সম্পূর্ণ কর্তৃপক্ষের উপর নির্ভর করে। তবে চুক্তিভিত্তিক দীর্ঘদিন চাকরি করে থাকলে আবেদন করতে পারেন অথবা রীট করতে পারেন।
মাস্টার রোল চাকরি বলতে কি বুঝয়?? এর কোন নিদিষ্ট সময় সিমা থাকে নাকি, শেষ বয়স পর্যন্ত চাকরি করতে পারবে কি?? & রাজস্ব হওয়ার সম্ভাবনা কত %,, (( পদ : কম্পিউটার অপারেটর কলেজে)
মাস্টাররোল এক রকম চুক্তি ভিত্তিক অস্থায়ী চাকরি। এটি স্থায়ী করণের নিশ্চয়তা দেয়না যদি কর্তৃপক্ষ চায় নিয়মিতকরণবা স্থায়ী হয়।
বাংলাদেশ রেলওয়েতে কম্পিউটার অপারেটর পদে মাস্টার রোলে ঢোকা যায় কি? আর তাতে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে কি? এ পদে বেতন কত হতে পারে।
যায়। আছে। ১৪-১৬ হাজার।
একজন দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারি যে অফিসে কর্মরত সেই অফিসে স্থায়ি পদে আবেদন করতে পারবে? তার বর্তমান বয়স ৩৬ বছর।
দয়া করে জানাবেন।
না।
কাস্টমস অফিসে ভ্যাট আদায়কারী পোস্টে নিয়োগ কী রকম ,এটা কি ভাবে নিয়োগ হয়,এটা কি অফিস থেকে নিয়োগ এর নোটিশ দিয়ে লোক নেয়,এই পদের চাকরি এর মেয়াদ কেমন হয়,বেতনের পরিমাণ কত,আর কোন অসুবিধা আছে কিনা ।
দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করবে। বেতনের স্কেল উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করবে। যদি মাস্টাররোল বা অস্থায়ী নিয়োগ হয় তবে সেটি অফিস বিজ্ঞপ্তি জারি করবে। এসব চাকরি স্থায়ী হয় না।
সেনাবাহিনীর বেসামরিক এ কি মাষ্টার রোলে নিয়োগ।মাষ্টার রোলে নিয়োগ হলে পরে কি স্হায়ী হয়?
মাস্টারোলে নিয়োগ হয়। তবে স্থায়ী হবে এমন নয়।
সচিবালয়ে এখন মাস্টার রোলে নিয়োগের কি সিষ্টেম চালু আছে?আর মাস্টার রোলে চাকরিতে ঢুকলে কি ইচ্ছামতো বের হওয়া যাবে?জানাবেন প্লিজ।
আছে। যে কোন সময় চাকরি ছেড়ে দেয়া যায়।
আমাকে সোনালী ব্যাংক কে মাষ্টার রোল এ চুক্তি ভিত্তি ১০ বছর জন্য নিয়োগ আফার করেছে। বলছে ১০ বছর পর পুনরায় আবার চুক্তি করা যাবে। এই চাকুরী পরবতী স্হায়ী হাওয়ায় কোনো সম্ভবনা আছে। সরকারি হাসপাতালে মাষ্টার রোল এ চাকরির করলে কি পরবর্তী স্হায়ী হাওয়ায় কোনো সম্ভব না আছে। ভাইজান বিস্তারিত এই বিষয় বললে অনেক উপকার হয়তো।
চুক্তিভিত্তিক চাকরি করার চেয়ে মাস্টাররোল জনপ্রিয়। কারণ মাস্টাররোল থেকে নিয়মিতকরণ বা স্থায়ী হতে পারে।
উপজেলায় কোন কোন সেক্টরে মাষ্টাররোলে জনবল নিয়োগ দেয় জানাবেন দয়া করে
মাস্টাররোলে নিয়োগগুলো দপ্তরেই বিজ্ঞপ্তি দেয়া হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কম্পিউটার অপারেটর পদে মাস্টার রোলে ঢোকা যায় কি? আর তাতে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে কি? এ পদে বেতন কত হতে পারে।
না। এখন আউসোর্সিং নিয়োগ দিচ্ছে। সম্পূর্ণ অস্থায়ী পদ।