সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

আইন কি? মূলত আইন বলতে কি বুঝ?

আইন (Law) অর্থ কোন আইন (Act) , অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশের আইনের ক্ষমতাসম্পন্ন যে কোন প্রথা বা রীতি।

সংবিধানে (আইন) শব্দের ইংরেজী প্রতিশব্দ হিসাবে “LAW” এবং “সংসদের আইন” শব্দের ইংরেজী প্রতিশব্দ হিসাবে “Act of Parliament” শব্দ ব্যবহৃত হইয়াছে। আইন (Law) শব্দটি সর্বদাই ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। ২৬ মার্চ, ১৯৭১ তারিখের অব্যবহিত পূর্বে বলবৎ এবং Bangladesh (Adaptation of Existing Laws) Order, 1972 (P.O No. 48 of 1972) দ্বারা গ্রহণকৃত সকল আইন

এবং ২৬ মার্চ, ১৯৭২ তারিখ হইতে সংবিধান প্রবর্তনের তারিখ অর্থাৎ ০৪ নভেম্বর, ১৯৭২ তারিখের পূর্ব পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত রাষ্ট্রপতির আদেশসহ সকল আইন এবং ০৪ নভেম্বর, ১৯৭২ তারিখের পরবর্তী পর্যায়ে সংসদ কর্তৃক প্রণীত সকল আইন, রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত অধ্যাদেশসহ সরকার কর্তৃক জারিকৃত সকল বিধি বিধান অর্থাৎ সকল বিধি, প্রবিধি, আদেশ, প্রজ্ঞাপন, নীতিমালা ইত্যাদি এবং আইনের ক্ষমতাসম্পন্ন প্রথা বা রীতি আইন হিসাবে অভিহিত। সুতরাং বলা যায় যে, বাংলাদেশের আইন, সংসদের আইন এবং বিজ্ঞপ্তি, আইনগত দলিল, আইনের ক্ষমতাসম্পন্ন প্রথা ও রীতি আইন হিসাবে অভিহিত।

পুরাতন পোস্ট

” ১৫ আগস্ট, ২০২০ জাতীয় শোক দিবস” পালনের নিমিত্ত সংশ্লিষ্ট সকলকে নিরাপদ রাখতে স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণে স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক একটি নির্দেশিকা/ গাইডলাইন তৈরী করা হয়েছে। উক্ত নির্দেশিকা/ গাইডলাইনটি সদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে এতদ্বসংগে অনুরোধ করা হয়েছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য সেবা বিভাগ

জনস্বাস্থ্য-১ অধিশাখা

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

নং-স্বাপকম/জনস্বাস্থ্য-১/রোগ-২/এনএমটিএফ/২০১০/২০৬; তারিখ: ৩০/০৭/২০২০

বিষয়: “১৫ আগস্ট ২০২০ জাতীয় শোক দিবস” স্বাস্থ্য বিধি মেনে পালনের নিমিত্ত প্রস্তুতকৃত নির্দেশিকা /গাইডলাইন প্রেরণ প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে ” ১৫ আগস্ট, ২০২০ জাতীয় শোক দিবস” পালনের নিমিত্ত সংশ্লিষ্ট সকলকে নিরাপদ রাখতে স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণে স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক একটি নির্দেশিকা/ গাইডলাইন তৈরী করা হয়েছে। উক্ত নির্দেশিকা/ গাইডলাইনটি সদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে এতদ্বসংগে অনুরোধ করা হলো।

(ডা: মো: শিব্বির আহমেদ ওসমানী)

উপসচিব

ফোন: ৯৫১১০৭২

স্বাস্থ্য বিধি মেনে “১৫ আগস্ট ২০২০ জাতীয় শোক দিবস” পালনের নির্দেশিকা: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *