আইবাস++ । পে ফিক্সেশন । ই-ফাইলিং

আইবাস++ সংক্রান্ত প্রশ্ন ও সমাধান।

সরকারি কর্মচারীদের বেতন বিল ও দাপ্তরিক বিল পরিশোধসহ নানা বিধ কাজ করা যায় আইবাস++ এ। বাজট প্রণয়নসহ ও বাজেট নিয়ন্ত্রণ কাজও এই সফটওয়ারের মাধ্যমে করা যায়। কাজ করতে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, আজ আমরা নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর জেনে নিব।

১। অনেক সময় কম্পিউটার এ বিল এন্ট্রি করতে গেলে বাজেট insufficient দেখায়, সমাধান কি?

২। বাজেট বরাদ্দ এবং অর্থ ছাড় করলে বিল পাশ করা যাবে কি?

৩। উপজেলা পরিষদের টাকা কিভাবে পরিশোধ করা হবে?

৪। আনুষাংগিক প্রতিষ্ঠান ও আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কি?

৫। ৫৯ বছর বয়সে কর্মকর্তা/কর্মচারীর ইনক্রিমেন্ট দেয়া যাবে কি?

৬। উপজেলা পুলিশগণের তদন্তবিল কিভাবে/কোথায় পরিশোধ করা হবে?

৭। বকেয়া বেতন বিল পরিশোধ কিভাবে হবে এবং অর্থ নৈতিক কোড ই বা কি?

৮। ভুল কোডে চালানের টাকা জমা হলে সংশোধন করা যাবে কি?

৯। পেনশন অনুতোষিক প্রদানের কোড পাওয়া যাচ্ছে না করনীয় কি?

১০। আবাসিক টেলিফোন ও ইন্টারনেট নগদায়ন কিভাবে করতে হয়?

১১। Partial Payment হলে বকেয়া Pay bill Type কি হবে? বকেয়া Pay Bill এ কর্তন Option চালু করা যায় কিভাবে?

১২। একাধিক ডিডিও খোলা থাকলে কি করতে হবে? অব্যবহৃত ডিডিওগুলো Deactivate কিভাবে করবো?

১৩। প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়কের বেতন প্রদানের জন্য কে ডিডিও এর দায়িত্ব পালন করবেন?

১৪। গেজেটেড অফিসার ডাবল এন্ট্রি হলে কি করতে হবে?

১৫। ড্রাইভারের বেতন কিভাবে দিতে হবে?

১৬। ভবিষ্য তহবিলের সুদ বিহীন কিভাবে ibas++ এ এন্ট্রি হবে?

 

উপরোক্ত সমস্যার সমাধান সহ সর্বমোট ১০২টি সমস্যার সমাধান PDF টিতে রয়েছে। তাই দেরি না করে এখনই ডাউনলোড করে সংগ্রহে রাখুন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

10 thoughts on “আইবাস++ সংক্রান্ত প্রশ্ন ও সমাধান।

  • EFTতে এন্ট্রি দিতে গেলে উপরোক্ত ১০২টি সমস্যা ও সমাধানের জন্য pdf Dowen loadd করতে বলা হয়েছে । কোথায় আপনার pdf দয়া করে সমস্যা গুলোর pdf ফাইল আপলোড দিলে উপকৃত হতাম

  • মোবাইল ফোনে বিল Submit করার সময় OTP দেখা যাচ্ছে না। সমাধান কি?

  • OTP আপনার মোবাইলে ম্যাসেজ আকারে আসবে।

  • Employee pay bill submission এ ডিডিও,একাউন্টিং মাস সিলেক্ট করে go বাটন চাপলে নিচে Bill for gross amount, Diduction amount,Net amount এর তথ্য দেখাচ্ছে কিন্তু Token no দেখাচ্ছে না। এমতাবস্থায় করনীয় কি? টোকেন নং ব্যতীত কি বিল সাবমিট করব, টোকেন নং কিভাবে পাব?

  • সাবমিট করার পর টোকেন নম্বর বসে।

  • নতুন অর্থবছরে গৃহনির্মাণ ঋনের কিস্তি কর্তন হচ্ছে
    না

  • আপনার লোন entry তে শুরুর তারিখ চেক করুন। হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করে কর্তন শুরু করান

  • আমি বর্তমানে পিআরএলএ আছি। কর্মস্থল নিজ জেলার বাইরে হওয়ায় সেখানকার সোনালী ব্যাংক হতে আমার হিসাব নম্বরটি নিজ জেলার সোনালী ব্যাংকে স্থানান্তর করে এনেছি। কিন্তু,স্থানান্তরিত ব্যাংক হতে যে নতুন হিসাব নম্বর দেওয়া হয়েছে ডিডিও সেই নতুন হিসাব নম্বরটি হিসাব রক্ষণ অফিসে ফরওয়ার্ড করার সময় ওটিপি যাচ্ছে। কিন্তু, আমার মোবা্ইলে কোন ওটিপি আসছে না। এবিষয়ে করণীয় কি ? দয়া করে জানালে উপকৃত হবো।

  • হিসাবরক্ষণ অফিস আপনার ব্যাংক একাউন্ট পরিবর্তন করে দিবে। ডিডিও’র মাধ্যমে যাওয়ার কারণ কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *