সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

আউটসোর্সিং সেবা গ্রহণ নীতিমালা ২০১৮ । অফিস সহায়ক ব্যতীত সরাসরি জনবল নিয়োগের কোন সুযোগ নেই

১৬-২০ গ্রেডভুক্ত বিভিন্ন পদে (অফিস সহায়ক ব্যতীত) রাজস্বখাতে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের কোন সুযোগ নেই- আউটসোর্সিং সেবা গ্রহণ নীতিমালা ২০১৮

আউটসোর্সিং চাকরি কি? আউটসোর্সিং তথা ফ্রিল্যান্সিং শব্দের মূল অর্থ হল মুক্ত পেশা। অর্থাৎ মুক্তভাবে কাজ করে আয় করার পেশা। আর একটু সহজ ভাবে বললে, ইন্টারনেটের ব্যাবস্থার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কাজ করিয়ে নেয়। নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে দিয়ে এসব কাজ করানোকে আউটসোর্সিং বলে। সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং বলতে রাজস্বখাত, মাস্টাররোল, চুক্তিভিত্তিক চাকরির বাহিরে সম্পূর্ণ স্থায়ী ভাবে জনবল নিয়োগকেই বোঝায়।

আউটসোর্সিং পদ হতে কি রাজস্ব খাতে যাওয়া যায়? আউটসোর্সিং (Outsourcing) প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০১৮ এবং উক্ত নীতিমালার আলোকে অর্থ বিভাগের ১০/০৬/২০১১ তারিখের ২০৯নং স্মারকে জারিকৃত পরিপত্র অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/দপ্তর/পরিদপ্তর এর চাহিদা অনুসারে আউটসোর্সিং প্রক্রিয়ায় ০৫ (পাঁচ) ক্যাটাগরির সেবা করে অর্থ বিভাগ থেকে সম্মতি দেয়া হয়। উল্লেখ্য, আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা ২০১৮ জারির পরে ১৬-২০ গ্রেডভুক্ত বিভিন্ন পদে (অফিস সহায়ক ব্যতীত) রাজস্বখাতে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের কোন সুযোগ নেই।

আউটসোর্সিং (Outsourcing) প্রক্রিয়ায় সেরা গ্রহণ নীতিমালা ২০১৮ এর যথায বাস্তবায়ন ও সরকারি ব্যয়ের ক্ষেত্রে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/দপ্তর/পরিদপ্তরের ১৬-২০ গ্রেডভুক্ত (অফিস সহায়ক ও টিওএন্ডইভুক্ত যানবাহনের বিপরীতে ড্রাইভার পদ ব্যতীত) শূন্য পদ সমূহের ক্ষেত্রে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ ক্রয়ের প্রস্তাব অর্থ বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

নিরাপত্তা প্রহরী বা অন্য কোন পদ হতে কি রাজস্ব খাতে যাওয়ার সুযোগ আছে? / আউটসোর্সিং পদ হতে কি রাজস্বখাতে যাওয়া যায়?

আউট সোর্সিং নীতিমালায় নিয়োগকৃতদের মধ্যে শুধুমাত্র অফিস সহায়ক পদ হতে রাজস্বখাতে যাওয়া যায়।

Caption:Source of information

আউটসোর্সিং মাসিক সেবা মূল্য ২০১৮ । কর্মচারীদের সাকুল্য বেতন নির্ধারিত থাকে

সাকুল্য বেতন ছক ২০১৮

 

কোন কোন পদে আউটসোর্সিং নিয়োগ দেয়া যায়?

সিকিউরিটি গার্ড নিরাপত্তা প্রহরী, ক্লিনার পরিচ্ছন্নতা কর্মী, সহকারী গার্ডেনার, ইলেক্ট্রিক্যাল হেলপার, কার্পেন্টার কাঠমিন্ত্রী, হেলপার, স্যানিটারী হেলপার, পাম্প হেলপার, গাড়ির হেল্পার, এসি মেকানিক হেলপার, চৌকিদার, ল্যাব এটেনডেন্ট, ইর্মাজেন্সি এটেনডেন্ট, স্ট্রেচার বেয়ারার, ওয়ার্ড বয়, আয়া, সহকারী বাবুর্চি, লিফটম্যান, লাইনম্যান, ফরাশ লষ্কর, মাসন হেলপার, ম্যাসেঞ্জার, মশালচি, এ্যানিমাল এটেনডেন্ট, গেষ্ট হাউস এটেনডেন্ট, হোস্টেল এটেনডেন্ট, ডোম, বাইন্ডার, অদক্ষ শ্রমিক ড্রাইভার (হেবী), সুপারভাইজার, কেয়ারটেকার, ওয়ার্ড মাস্টার, ইলেকট্রিশিয়ান, লিফট মেকানিক, এসি মেকানিক, পাম্প মেকানিক, জেনারেটর মেকানিক, অন্যান্য কারিগরী কাজ সংক্রান্ত টেকনিশিয়ান এবং সহকারী ইঞ্জিন মেকানিক, টেন্ডল, গ্রিজার, টেইলর, ডুবুরি, লন্ড্রি অপারেটর, ফরাশ জমাদার, সহকারী ইলেক্ট্রিশিয়ান, শুকানী, বাবুর্চি কুক, গার্ডেনার বাগানকর্মী, দক্ষ শ্রমিক।

আউটসোর্সিং চাকরির মেয়াদ, বেতন কাঠামো, নীতিমালা ২০২২

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

One thought on “আউটসোর্সিং সেবা গ্রহণ নীতিমালা ২০১৮ । অফিস সহায়ক ব্যতীত সরাসরি জনবল নিয়োগের কোন সুযোগ নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *