ফর্ম I আবেদনপত্র । নমুনা

পেনশনের জন্য নমুনা স্বাক্ষর ও হাতের পাচ আঙ্গুলের ছাপ ফরম।

সরকারি চাকুরিজীবির বা পারিবারিক পেনশন গ্রহণের ক্ষেত্রে পেনশনারের বা উত্তরাধিকারীর নমুনা স্বাক্ষর ও হাতের পাচ আঙ্গুলের ছাপ এর প্রয়োজন পড়ে।

  • একটি সংযোজনী ৬ হিসাবে যুক্ত করতে হয়।
  • সংক্ষিপ্ত অর্থাৎ ইনিশিয়াল স্বাক্ষর বা পূর্ণ স্বাক্ষর দুটোই দিতে হয়।
  • বাম/ডান যে কোন একটি হাতের পাঁচ আঙ্গুলের ছাপ দিতে হয়।
  • এটি অবশ্যই একজন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার সামনে দিতে হয়।

আনুতোষিক ও পেনশন ভাতার জন্য নমুনা স্বাক্ষর ও হাতের পাচ আঙ্গুলের ছাপ ফরম ।

আনুতোষিক ও পেনশন ভাতার জন্য নমুনা স্বাক্ষর ও হাতের পাচ আঙ্গুলের ছাপ ফরমটি দেওয়া হলো: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

One thought on “পেনশনের জন্য নমুনা স্বাক্ষর ও হাতের পাচ আঙ্গুলের ছাপ ফরম।

  • সকল সরকারি চাকরিজীবীর জন্য খুবই উপকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *