ফর্ম I আবেদনপত্র । নমুনা

আয়কর নথি স্থানান্তরের জন্য আবেদন নমুনা।

একজন কর্মচারী বদলী হওয়ার পর তার আয়কর নর্থি স্থানান্তরের প্রয়োজন পড়ে। আয়কর নথি স্থানান্তর না করলে আয়কর দিয়ে উক্ত কর জোনে যোগাযোগ করতে হয়। তাই আপনাকে আয়কর নর্থি স্থানান্তরের জন্য নিম্নোক্ত নমুনা মোতাবেক আবেদন করতে হবে এবং অনলাইনে তা চেক করে নিতে পারেন।

বরাবর,

উপ-কর কমিশনার কর সার্কেল-..

কর অঞ্চল-… ••••••

বিষয়ঃ আয়কর নথি স্থানান্তরের জন্য আবেদন

মহোদয়,

উপরি উক্ত বিষয়ে জানানাে যাচ্ছে যে, আমি ……………………. ইটিআইএন নম্বর – ………………………, কর সার্কেল- ……………, কর অঞ্চল………. এর নিবন্ধিত করদাতা। বতর্মানে বদলিজনিত/ঠিকানা পরিবর্তন/অন্যান্য কারনে আমার আয়কর নথি কর সার্কেল……………. কর অঞ্চল………. তে স্থানান্তর করা প্রযােজন।

তে

এমতাবস্থায়, আমার আয়কর নথি কর সার্কেল- … … … … …. কর অঞ্চল………. স্থানান্তর করার প্রযােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরােধ করছি।

নিবেদক

লিং

বর্তমান ঠিকানা

মােবাইল টেলিফোন নম্বর

আবেদন ফরম মোতাবেক একটি আবেদন নমুনা নিচে যুক্ত করে দেওয়া হলো। যদি নথি স্থানান্তর না করে অনলাইনে এখন আয়কর দেওয়া যায়। 

বরাবর,

উপ কর কমিশনার

কর অঞ্চল- ৪, চট্টগ্রাম কক্সবাজার।

বিষয়: আয়কর নথি স্থানান্তরের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি ২০১৪ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ৫ মাসের একটি প্রকল্পে (১লা এপ্রিল ২০১৫ হতে ০ শে টেম্বর ২০১৪ ইং) কাজ করি এবং চাকরির কাজের প্রয়ােজনে আপনার সার্কেলের অধীনে ২৯/০৯/২০১৪ ইং তারিখে জটিল সনদ নিই। ১/০৬/ ২০১৬ ইং তারিখে সরকারী চাকুরীতে যােশদান করি। ২০১৫ সালে কোন আয় না থাকায় রিটার্ণ দাখিল করা হয়নি, যা আমি আপনাকে ৩১/০৫/২০১৫ ইং তারিখে লিখিতভাবে জানিয়ে সাময়িক ভাবে ই-টিন বন্ধ রাখতে আবেদন করেছিলাম (কপি সংযুক্ত)।  বর্তমানে আমার কর্মস্থল সুনামগঞ্জ হওয়ায় আমার আয়কর প্রদান এবং নথি পরিচালনা করা খুবই দু:সাধ্য হয়ে পড়েছে। এমতাবস্থায় আমি আমার আয়কর নথিখানা সার্কেল-০৮৬, কর অঞ্চয় ০৪, ৭১/১, পাইওনিয়ার রোড, সেগুন বাগিচা, ঢাকাতে স্থানান্তর করার জন্য মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জ্ঞাপন করছি।

সুতরাং, মহোদয় যেন সার্বিক বিবেচনায় আমার আয়কর নথিখানা প্রার্থিত কর অঞ্চলে স্থানান্তরের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহন করে বাধিযত করেন।

তারিখ: কক্সবাজার ১২/১১/২০১৭

নিবেদক

ডা: সুমেন চাকমা

বি.সিএস (ভ্যাটিনারী

এ মন TIN নং- ৪১২২৩২১৮৭৭

 

আয়কর নথি স্থানান্তরের জন্য আবেদন নমুনা: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *