আইবাস++ । পে ফিক্সেশন । ই-ফাইলিং

iBAS++ এ “ই-চাকরি বৃত্তান্ত” নিয়মিত সংরক্ষণের নির্দেশ।

মন্ত্রণালয়/ বিভাগ/ অধিদপ্তর/ পরিদপ্তর/ দপ্তর/ সংস্থাসমূহে কর্মচারীগণের ই-চাকরি বৃত্তান্ত ফরমেটে প্রশাসনিক কর্তৃপক্ষ সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করার বিধান করা হয়েছে। নন গেজেটেড কর্মচারীগণের জন্য সংযোজনী-৯ এবং গেজেটেড কর্মচারীগণের জন্য সংযোজনী-১০ অনুযায়ী ই-চাকরি বৃত্তান্ত সংরক্ষরণপূর্বক সংরক্ষিত তথ্যাবলি অর্থ বিভাগের IBAS++ এ নিয়মিতভাবে প্রেরণ করতে হবে। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-১, অধিশাখা

www.mof.gov.bd

স্মারক নং-০৭.০০.০০০০.১৭১.১৩.০০২.১৮.২৯; তারিখ: ১৭ জুন ২০২০

বিষয়: “সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ, ২০২০” এর ২.০২ ও ২.০৩ নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মচারীগণের ই-চাকরি বৃত্তান্ত নির্ধারিত ফরমেটে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে।

সূত্র: অর্থ বিভাগ, প্রবিধি-১ শাখার প্রজ্ঞাপন নং-০৭.০০.০০০০.১৭১.১৩.০০২.১৮.০৮; তারিখ: ০৬.০২.২০২০ খ্রি:

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, “সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০” এর ২.০২ ও ২.০৩ নং অনুচ্ছেদ মন্ত্রণালয়/ বিভাগ/ অধিদপ্তর/ পরিদপ্তর/ দপ্তর/ সংস্থাসমূহে কর্মচারীগণের ই-চাকরি বৃত্তান্ত ফরমেটে প্রশাসনিক কর্তৃপক্ষ সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করার বিধান করা হয়েছে। নন গেজেটেড কর্মচারীগণের জন্য সংযোজনী-৯ এবং গেজেটেড কর্মচারীগণের জন্য সংযোজনী-১০ অনুযায়ী ই-চাকরি বৃত্তান্ত সংরক্ষরণপূর্বক সংরক্ষিত তথ্যাবলি অর্থ বিভাগের IBAS++ এ নিয়মিতভাবে প্রেরণ করতে হবে। উল্লেখ্য, ই-চাকরি বৃত্তান্ত সংক্রান্ত সংযোজনী-৯ ও ১০ অর্থ বিভাগের ওয়েবসাইট হতে Download করেও ব্যবহার করা যাবে।

এমতাবস্থায়, “সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০” এর ২.০২ ও ২.০৩ নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মচারীগণের ই-চাকরি বৃত্তান্ত নির্ধারিত ফরমেটে (সংযোজনী ৯ ও ১০) সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

 

(ড. নাছিমা আক্তার)

উপ-সচিব

ফোন: ৯৫৪০১৮১

 

“সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ, ২০২০” এর ২.০২ ও ২.০৩ নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মচারীগণের ই-চাকরি বৃত্তান্ত নির্ধারিত ফরমেটে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত পত্র: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *